পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, সপ্তম সংখ্যা করিলেন, সেই গোলমালে মজলিস ভাঙ্গিয়৷ গেল । ভীড়ের খেলা বিয়োগান্ত নাটকে পরিণত হইল ! আমরা হাসি কি কাদি কিছু ঠিক করিতে পাবিলাম না। গুজরাট আমার সর্ভিসের প্রথমকালেব শরৎ পূর্ণিমা ૧૬૧ বিহারক্ষেত্র। সে দেশের লোকের সঙ্গে আমার প্রথম প্রণয় বন্ধন । সেই নবানুবাগের আভা আমার স্মৃতিমন্দিরে নিরস্তব প্রদীপ্ত থাকিবে । শ্ৰীসত্যেন্দ্রনাথ ঠাকুব । শরৎ পূর্ণিম X জ্বাল জ্বাল আবে জ্বাল পূর্ণিমা রূপসী তোমার ও বিরাট অলোক, লুপ্ত হোক সে রূপের জ্বলন্ত প্রভাষ বিশ্বলেt ক—সারা বিশ্বলোক । সাবা বিশ্ব মতে{যার তব পরশনে অনিমেষ হেরে মধুরিম, ও প্ৰেম-মদির পিয়ে ভুলে গেছে ধর কোথা তার আপনার সীমা ! কোন অভিসার-পথে বিমোহিনী বেশে, চলিয়াছ সুন্দরী শ্রেযসী ? কোন ভাগ্যবান আজি বসে আছে কোথl, তোমারে যে লভিবে প্রেয়সী ? খেল আজি দ্বার তবে, জ্বালাও প্রদীপ হে প্ৰমত্ত অধীর অমর,— উন্মাদ যামিনী আজ ছুটেছে আকুল চুমিবারে তব ওষ্ঠাধর । V) ঢাল তবে ধীরে ধীরে ও রূপের সুধ| ও রূপের অমৃত মদিরা, ত্ৰিলোকের অন্ধকার যা আজ ঘুচে পান করি ও অমিয-ধর । উদাম উন্মাদ তব ও অনন্ত তৃষ| ঢাল আজি বিশ্বের হৃদয়ে কোণে কোণে ভর তাঁর আবর্জন রাশি মকক্ গে। চিবর্ধন্ত হয়ে । 8 কোন মত্ত তৃষা আজ লইয৷ অন্তরে রাগরক্ত বাসনাব রাশি, জ্যেtছন তাঁচলখনি লুটাইয়। গয মুখে লযে চারু শুভ্ৰ হাসি,-- গোলাপ কমলে আর কেতকী কুমুদে যত্নে গাথি অভিনব মল। কে থ৷ লয়ে চলিয়াছ কোন ভাগ্যবান ? লভিবে এ পূজা-অৰ্ঘ্য, লাল ? g খেল কর লে ধরণ আজ আত্মভোল৷ সুধাংশুর প্রেম-আলিঙ্গনে— দেখ চেয়ে প্রিয় রাধা বিহবল হৃদয়ে অপলক নীরব নয়নে । ছড়াও বহীও আজ তব সীমাহীন অসীম অনন্ত গভীরতা, ঘিরে থাকৃ চারিধাবে অটবীর মত শুধু স্তব্ধ চির-নীরবত । \જી ও প্রমত্ত রাগরক্ত ও মত্ত তৃযায ডুবে গেছে বিশ্ব-চরাচর, তুলিছে আনন্দ-রোল ব্রিদিব হইতে আত্মভোল| তামরী-আমব ! এত তৃয এত শোভ লযে অtজ তব ও তনুর অতুল গরিম, ভুবন চঞ্চল তাজ তাই দেপে শশী হারয়েছে আপনার সীম।। ঐiপ্রতিভাকুমাৰী দেবী