পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెళీa প্রস্তরাঙ্কিত লিপি অপেক্ষাও এই লিপি এখনও স্পষ্টতর দেখিতে পাওয়া যায়। এই কয়ট স্মৃতিচিহ্ল—কুরুজঙ্গল, কুরাম (গিরিশঙ্কট) ও কারাকুরাম্ (পৰ্ব্বত মালা) নামে পরিচিত । কুরুজাঙ্গলের আদিতে আমরা যে কুরুশদের যোগ দেখিতে পাই—তাহ হইতেই বুঝিতে পারি যে কুরুনাম হইতেই ইহার উৎপত্তি। এই কুরুনাম আবার আর্য্যদিগের আদিনিবাস উত্তরকুরু নাম হইতেই আসিয়াছে। কুরাম ও কারাকুরাম যে কুরু শব্দেরই অপভ্রংশ তাহা স্পষ্টই প্রতীয়মান হয়। পুরাণে আমরা উত্তর কুরুকে কুরু নামেও উল্লিখিত দেখিতে পাই । উভয়ই জম্বুদ্বীপের বর্ষবিশেষ বলিয়া বর্ণিত হইয়াছে। সুতরাং উভয়ই যে অভিন্ন তাহাতে সন্দেহ নাই । অতএব উত্তরকুরু নাম হইতেই যে, কুরুজাঙ্গল, কুরাম ও কারাকুরাম প্রভৃতি নাম হইয়াছে তাহাই প্রমাণিত হয়। গ্ৰীকৃদিগের দ্বারা কুরুশদের বিকৃতিতেই কুরাম্ হইয়াছে বলিয়া বোধ হয়—কারণ প্লিনির লেখায় উত্তরকুরু ’অত্তকোরম্ রূপে বিকৃত হইয়াছে দেখিতে পাওয়া যায়। এ সম্বন্ধে বিশ্বকোষে এইরূপ লিখিত হইয়াছে ! “প্লিনি ‘অন্তকোরম্ নামে একটা জনপদের উল্লেখ করিয়াছেন –ইহার সহিত সংস্কৃত উত্তরকুরুর অনেকটা সোসাদৃশু লক্ষিত হয় ।” এই প্রকারে আর্য্যগণ ভারতবর্ষে প্রবিষ্ট হইলে পর যথায় তাহাদের নিষ্কণ্টক উপনিবেশ প্রথম প্রতিষ্ঠিত হয়—তাহার নামও তাহার স্বদেশের নামানুসারে ‘কুরু" দেশ রাখেন। স্বপ্রসিদ্ধ কুরুক্ষেত্র এই কুরুদেশেরই বিভাগ বিশেষ। এই কুরুক্ষেত্র নামেও আর্য্যদিগের ভারতী অগ্রহায়ণ, ১৩২০ আদিনিবাস উত্তরকুরু বা কুরুর যোগই দেখিতে পাওয়া যায়। আমাদের পুরাণে ‘কুরুক্ষেত্র’ নামের যে ব্যাখ্যা পাওয়া যায় তাহাতে ইহা কুরুবংশীয়দিগের আদি পুরুষ কুরুনামক রাজকর্তৃক স্থাপিত হয় বলিয়াই এই নাম হইয়াছে জানিতে পারা যায়। ইহাতে অপর একটা ঐতিহাসিক সত্যেরও সন্ধান আমরা পাই। ইহা হইতে বুঝিতে পারা যায় যে আর্য্যগণ আপনাদের নবাবিষ্কৃত স্থান সকলেরই কেবল স্বদেশের নামে নামকরণ করিয়াই সন্তুষ্ট হইতে পারেন নাই ; কিন্তু উত্তরকুরু বা কুরুর নামে তাহারা নিজেদের পরিচয় দিয়া তবেই সন্তুষ্ট হইতে পারিয়াছিলেন। তাহারা যে তাহদের পূর্বপুরুষ উত্তরকুরুবাসী দিগেরই বংশধর তাঁহারই পরিচয় দিবার জন্তই র্তাহারা আপনাদিগকে কুরুনামে আখ্যাত করিলেন । কুরুনামক রাজাকে কুরুবংশের প্রথম প্রবর্তক বলিয়া প্রচার করা হয়—তাহ অনুমানমুলক বলিয়াই মনে করা হইয় থাকে। পাশ্চাত্য সুপণ্ডিত রেগোজিন (Ragozin) এ সম্বন্ধে তদীয় ‘বৈদিক ভারত’ (Vedic India) নামক গ্রন্থে “এ সম্বন্ধে যে মন্তব্য প্রকাশ করিয়াছেন, তাহাতেও আমাদের বক্তব্যের যাথার্থ্যই প্রতিপন্ন করিতেছে। এখানে আমরা সেই মন্তব্যটা উদ্ধৃত করিতেছি – “র্তাহার ( এসদস্থ্যর ) বংশীয় লোকেরা ক্রমে নাম পরিবর্তন করিয়ু কুরুনামে পরিচিত হইল। এই কুরুগণ দেশে উচ্চপদ লাভ করিয়াছিলেন বলিয়া মহাকাব্যে চিত্রিত হইয়াছে। এই মাম পরিবর্তন , যথারীতি