পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেল্লা বোকাই নগর ( S) ময়মনসিংহ জিলায় বোকাই নগর নামে একটি প্রাচীন গ্রাম দেখিতে পাওয়া যায় । ময়মনসিংহ সহর হইতে উহ ১৩ মাইল পুৰ্ব্বে অবস্থিত। একদিন যে স্থান ধনে, জনে, ঐশ্বৰ্য্যে ও সভ্যতায় শ্রেষ্ঠ ছিল এক্ষণে তাহার সে শোভা সমৃদ্ধি বিদূরিত হইয়াছে । শত শত লোকের কোলাহলে যে স্থান সৰ্ব্বদা মুখরিত থাকিত এখন তাহা সম্পূর্ণ নীবব। সেই প্রাচীনতার নিদর্শন স্বরূপ প্রাচীর, গৃহভিত্তি, সেতু, বুরুজ প্রভৃতি দুর্গের কঙ্কাল চিত্ন অদ্যপি বর্তমান আছে। যে স্থানে বহুতর শিল্পী, ব্যবসায়ী, কৰ্ম্মচারীর আবাস ছিল এক্ষণে তথায় কতিপয় দুরবস্থ মুসলমান মাত্র বাস করিতেছে । কালের গতি এইরূপই পরিবর্তনশীল । বাঙ্গলার ভূতপূৰ্ব্ব সার্ভেয়ার জেনারেল মেজর রেনেলের ১৭৭৯ খ্ৰীঃ আব্দকৃত মানচিত্রে ব্ৰহ্মপুত্রের পূৰ্ব্বতটে বোকাই নগরের উল্লেখ দৃষ্ট হয়। কালের আবর্তনে এক্ষণে ব্রহ্মপুত্ৰ নদ প্রায় ১৩ মাইল দূরবর্তী হইয়াছে। কোন সময়ে বোকাইনগর স্থাপিত হয় তাহ নিশ্চয় করা সুকঠিন। ইতিহাস আলোচনায় অবগত হওয়া যায় যে খ্ৰীষ্টিয় ত্রয়োদশ শতাব্দীতে ইক্তার উদ্দিন উজবেগ তুওল খ কামরূপ রাজ্য আক্রমণ করিলে কামরূপরাজ পলায়ন করেন । এই সময় কামরূপ রাজ্য ছিন্ন ভিন্ন হইয়া গারে পাহাড়ের ని দক্ষিণ ভাগে সুসঙ্গ, মদনপুর ও বোকাই নগর প্রভৃতি কয়েকট ক্ষুদ্র ক্ষুদ্র স্বতন্ত্র রাজ্যে প্ররিণত হয় ৷ পলায়মান কামরূপাধিপতি পরে তুগ্রল খাকে হত্যা করিয়া রাজ্য পুনরুদ্ধার করিলেন বটে কিন্তু গারে পাহাড়ের দক্ষিণ ভাগ আর শাসনশূঙ্খলে আবদ্ধ করিতে সক্ষম হইলেন না । এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গুলি তখন ভূক্রা নামে অভিহিত হইত। অসভ্য কোচ গারো, হাজং প্রভৃতিই এই সমস্ত স্থানের অধীশ্বর ছিল । বোকাই নগরে প্রতাপশালী অধীশ্বরের নাম বোকা কোচ ছিল । তাহারই নামাতু সারে এই স্থানের নাম বোকাইনগর হইয়াছে। সেই জ্ঞানালোক শূন্ত অসভ্য ভূপতির হৃদয়ে যে মহত্ব বিরাজিত ছিল, বর্তমান কালে অনেক জ্ঞানগৰ্ব্বিত সভ্যতাভিমানীরও তাহ দেখা যায় না । বোকা কোচের পর কোচ বংশীয় আরও কেহ রাজত্ব করিয়াছিলেন কিনা তদ্বিষয়ে ভালরূপ অবগত হওয়া যায় না । বোকাইনগব ময়মনসিংহ পরগণার অন্তর্গত খ্ৰীষ্টিয় ষোড়শ শতাব্দীর শেষভাগে বঙ্গীয় দ্বাদশ ভৌমিকের বঙ্গদেশে শাসন বিস্তার আরম্ভ করেন । এই সময় খিজিরপুরের দেওয়ান ঈশা খাঁ পরগণা ময়মনসিংহ নিজ অধিকারভুক্ত করিয়া লন। তাহার প্রবল প্রতাপে এতদ অঞ্চল কম্পিত থাকিত। ঈশা খা কখনও স্বাধীন ভাবে কখনও মোগলের অধীন ভাবে রাজ্য পরিচালনা