পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা বিশ্ব{স কে করাবে ? আমার এ যন্ত্রণ যাবার নয়—এ পাপের ফল আমাকে ভুগতে হবেই। মনীশ কি বলিবে কিছুই যেন ভাবিয় পাইল না, কমলার জন্ত তাহার যে ক্ষোভ কণ কণর মানসিক অবস্থার জন্ত তাহা প্রায় চাপাই পড়িয়া রহিয়াছে ; মধ্যে মধ্যে সুযোগ পাইলেই একবার উকি দিতে চাহে মাত্র। কিন্তু এ কথা সে কেমন করিয়া এই স্নেহময় পিতৃব্যকে বুঝা ? নারী, বালক, অজ্ঞকে কতগুলো কথা সাজাইয়া বুঝান যায়, বিজ্ঞ প্রবীণকে কে বুঝাইবে ? সে কতবার খুড়িমাকে বলিয়াছে হয় ত ভালই হইয়াছে ; শচীব বাগদত্তাব তাহার সহিত সংযুক্ত হওয়াই উচিত ছিল। সে নিখিলনাথের নাম যদি শুনিত তাহা হইলেই গোড়া হইতে এত বড় ভুলটা ঘটতে পারিত না ! সে এই কথাট দিয়া নিজের মনকেও ভাল কবিয়া বুঝাইতে চাহিয়াছিল, নিজেকে বলিতেছিল তুমিই বিশ্বাসঘাতকতা করিতেছিলে সে নয়—সে ঠিকই করিয়াছে ! কিন্তু তথাপি কি যেন একটা সংশয় জাগিয়া থাকে । কিন্তু তাহার এ সব কথা বেশিক্ষণ ভাবিবার অবসর নাই, যে চারিটি চোখের অনিমেষ স্নেহসজাগ দৃষ্টি তাহার মুখে চাহিয়া আছে তাহার তাহার হাসি মুখে এতটুকু ছায়া পাত দেখিলে এখনি শিহরিয়া উঠিবে, তাই নিজেকে এতটুকু আমল দিতে সাহস করে নাই। তথাপি হায় ! প্রকৃত স্নেহের কাছে কণামাত্র ফাকিও চলে না । সে কহিল "আমায় কি আদেশ করবেন বলুন আমি তো কখনও আপনার অবাধ্য হইনি।” సె(th. বাগদত্তা শিবনারায়ণ আৰ্ত্তকণ্ঠে তৎক্ষণাৎ কহিয়৷ উঠিলেন “সেইজন্তই ত এত কষ্ট আমার মনীশ! যদি তুমি আধুনিক কালের ছেলেদের মতন হতে, যদি আমাব পরে তোমায় বিরক্তির ভাব দেখতেম তাহলে হয়ত আমার পক্ষে ও কৈফিয়ং খুজে পাবার ছিল, কিন্তু তা নও বলেই যে এ কষ্ট অসহ্য হয়েচে । তুমি ংসারী হবে না, ব্রহ্মচৰ্য্য নিয়ে সন্ন্যাসীব মত জীবন কাটবে, কেমন করে আমি, তা দেখব মনীশ ?” “তবে আমায় আদেশ আপনি সুখী হন তাই বলুন !” শিবনাবায়ণ এতক্ষণে এ কথায় যেন একটু প্রকৃতিস্থ হইয়া আসন গ্রহণ করিতে সক্ষম হইলেন। তারপর কিছুক্ষণ চিন্তার পব একটা সুগভীর নিশ্বাস পরিত্যাগ করিয়া ঈষৎ শাস্তম্ববে কহিলেন “তাই বা কেমন করে বলবে মনীশ ? সেদিন কাশীতে সাৰ্ব্বভৌম মশাই যা বল্লেন তারপর তোমায় আব আমি কি বল্ব ? একবার আমাদেরই জন্য তুমি নিজের ইচ্ছা বিসজ্জন করেছিলে, তার ফলে এই মনস্তাপ, আবার জোর করে পাছে তোমায় অধিক অসুখের মধ্যে টেনে আনি তাই ভয় হয়। তার কাছে তুমি বলেছ তুমি আমাদের আদেশে বিয়ে করতে প্রস্তুত আছে কিন্তু যদি সে আদেশ না পেতে হয় তাহলেই প্রকৃত সুপা হও! আমি তোমায় প্রকৃত মুখী দেখতেই ত চাই, আমার মুখ কিসে সে কথায় কাজ কি, তুমি কিসে সুখী হবে তাই আমার প্রয়োজন । লোকে এতে আমায় আরও নিন্দ করবে জানি, কিন্তু লোকের কথা বড় নয় তোমার মুখই আমার করুন-যাতে