পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ☾Ꭽ সব চেয়ে বড়, সত্য কি মনীশ বিবাহে তুমি সুখী হবে না। কৌমারব্রত গ্রহণেই মুখী হবে মনে কর ? বলে আমাদের মধ্যে যে সম্পর্ক তাতে ত কেউ কারুকে কোন দিন সঙ্কোচ করিনি, শুধু তুমি আমার সস্তান নও, উপযুক্ত সন্তান শাস্ত্রে বন্ধু নামে উক্ত হয়।" মনীশ তখন নত নেত্ৰ তুলিয়া চাহিল, তাহার সমস্ত হৃদয় স্থিরগাম্ভীর্য্যে যেন অকস্মাৎ সন্মোহিত হইয়া পড়িল । সে দৃঢ়তার সঙ্গে অকপটে কহিল “যখন অনুমতি করচেন তখন বলাই সঙ্গত, যদি আপনি ও খুড়িম মনে মনে কোনও ক্ষোভ না রাখেন তা হলে আমি চিরকৌমার ব্রত নিতেই চাই, সত্যর সন্তান আমাদের বংশ রক্ষা করবে । শুনেছি শাস্ত্রে আছে ব্ৰহ্মচারী যদি বহু সন্তান স্থানীয় শিষ্যের শিক্ষকতা দ্বারা তাদের উন্নত করতে পারেন তবে তাদের গৃহস্থ ধৰ্ম্ম পালনও ঘটে। আমার ইচ্ছ। আমি এইরূপেই গৃহধৰ্ম্ম রক্ষা করব, তবে আপনার ইচ্ছাই আমার সব।” "তবে তাই হোক, তোমার মুখে ব্যাঘাত দেবে না, কিন্তু তোমার খুড়িমা যে কখনও এ দুঃখ ভুলতে পারবেন তা মনে হয় না । সত্যর বিয়ের কথা শুনে অবধি সে আরও কাতর হয়ে উঠেচে ।” শিবনারায়ণ চলিয়া যাইতে না যাইতে সত্য আসিয়া কহিয়া উঠিল “দাদা আমার পরে এ কি অবিচার করচো তুমি—সে হবেনা।” মনীশ মুখ ফিরাইল “কি করেছি ?” “এই এই, তুমি ত জানো ? সে হবে টবে না বলে রাখলাম, বেশ মজা ত নিজে छांब्रडैौ পৌষ, ১৩২৯ আইবড় থাকবে আর আমার বুঝি এমনই করে, না যাও, কক্ষণে আমি তা শুনচি নে ৷” মনীশ হাসিয়া অগ্রসর হইয়া আসিয়া সত্যকে কাছে টানিয়া লইল হাসিতে হাসিতে বলিল “বলিস কিরে ! গৌরী সেই গেীঃগাবে”— "হোগ গে হোগ গে আমার দরকার নেই তাকে, আমি বিয়ে করবেন । তুমি যা করবে আমি কি জন্তে তা করতে পাবনা বলত ?” সত্যর চোখ দুইটা আর্দ্র হইতে ও ঠোঁট কঁাপিতে আরম্ভ হইয়াছিল, সে সহসা মুখ ফিরাইয়া লইল । মনীশেরও দুই চোখে সহসা হুহু করিয়া একটা বস্তার বেগ ছুটয়া আসিতে চাহিল ; সে তাড়াতাড়ি সেটা সামলাইবার চেষ্টা করিয়া ভাইএর আরক্ত মুখের দিকে দেখিতে দেখিতে ঈষৎ হাসিয়া কহিল “আমরা বলুচি বলে।” “তোমায় কি কেউ কিছু বলেনি ? বেশ ত আমিত আর তোমায় বিয়ে করতে বলচিনে তুমি আমি দুজনেই এক রকমে জীবন কাটবে, আমি কি এখন তেমনি অবাধ্য অমনোযোগী আছি যে তোমার কোন কাজেই লাগতে পারিনে ?” আর সামলান গেল না, এবার দুজনের রুদ্ধ অশ্রই চুইদিক হইতে ঝর ঝর করিয়া একসঙ্গে ঝরিয়া পড়িল । অবরুদ্ধবাকৃ সত্য র্কাদিয়া দাদার কোলে মুখ গুজিল "দাদা আমি কি শুধু তোমার পড়ানর ছাত্র ঃখের অংশী কি নই ; তবে কেন তুমি যে পথ নিজের জন্ত ঠিক করেচ তার মধ্যে আমায় স্থান দিচ্চে না ?”