পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার বোম্বাই প্রবাস ( ১৩ ) ইংরাজের মারাঠা দেশে অল্পে অল্পে কিরূপে স্বীয় আধিপত্য বিস্তার করিল সে এক কৌতুহলপূর্ণ অপূৰ্ব্ব কাহিনী ; তাহ ভাল করিয়া জানিতে হইলে মাৰাঠীবাজ্যের গোড়াপত্তন হইতে আরম্ভ করা আবশুক । অন্ত সকল প্রসঙ্গ ছাড়িয়া এই স্থলে তাহার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া যাইতেছে, কিন্তু হাজার সংক্ষেপ করিলেও তাহা দুই তিন অধ্যায়ের কমে সম্পূর্ণ হওয়া অসম্ভব। পাঠকদের যদি ভাল না লাগে, তবে এ ভাগ ডিঙ্গাইয়া যাইতে পারেন। শিবাজী মহারাষ্ট্র রাজ্যস্থাপন—শিবাজী রাজা সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে মোগলসম্রাট ভারতের সৰ্ব্বোচ্চ শিখবে আরূঢ়। দাক্ষিণাত্য তখনও মোগল-যুপ স্বন্ধে বহন করে নাই, ক্রমে দিল্লীব সম্রাট দক্ষিণ-ভারতবর্ষে স্বীয় আধিপত্য বিস্তারে ব্ৰতী হইলেন । খৃষ্টাব্দে সুলতান আল্লা-উদ্দীন সুবিস্তৃত প্রদেশ অধিকার করিয়া বামন’ রাজবংশ সংস্থাপন করেন। তাহার দেড়শত বৎসরের কিছু পরে দক্ষিণের সেই মহাবলপরাক্রান্ত ‘বামন’ বংশ ধ্বংস হইয় তাহার ভগ্নাবশেষ হইতে বিজাপুর, আহমদনগর, গলক গুt প্রভৃতি পঞ্চ মুসলমানবাজ্য সমুখিত হইল । ১৫৬৫ অব্দে মুসলমান রাজারা দলবদ্ধ হইয়া বিজয়নগরের হিন্দুবাজাকে তালিকোট যুদ্ধে পরাভূত কবিয়া দক্ষিণে মসলিম একাধিপত্য স্থাপন করিলেন। দক্ষিণ রাজকুলের শ্ৰীবৃদ্ধি দেখিয়া মোগল সম্রাটের ঈর্ষানল উদ্দীপ্ত হইল। আকবরের সময় হইতেই তাহীদের বশীকরণ চেষ্টা প্রবর্হিত হয় ও গুছার পৌত্র সাহাজিছনের রাজত্বকালে আহমদনগর মোগল রাজ্য ভুক্ত হয় । বোম্বায়ে ృ\ని8 দক্ষিণের शुश्रुन इं९ब्लॉअ