পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏళీty যাহা কিছু করা যাইতে পারে কিছুই ক্রটি করেন নাই । শিবাজী একরাত্রে অন্ধকারে হঠাৎ তাহার দুর্গ হইতে নিস্ক্রাস্ত হইয়া পথিমধ্যে স্থানে স্থানে সৈন্যদল স্থাপন করিয়া ২৫ জন মাওলীর সঙ্গে এক বিবাহের বরযাত্রী দলে মিশিয়া নগরে প্রবেশ লাভ করেন। কেহ কিছু সন্দেহ করিবার পূর্বে পিছনের এক দ্বার দিয়া নবাবের গৃহে প্রবেশ করিলেন । সায়েস্তা খ এইরূপ আকস্মিক বিপদ দেখিয়া পলাইবার পথ পাইলেন না । শেষে আপনার শয়ন গৃহের গবাক্ষ হইতে বাপ দিয়া নীচে লাফাইয় পড়িয়া খড়গাঘাতে দুইটি মাত্র অঙ্গুলি হারাইয়া কোনমতে পার পাইলেন । এই উপপ্লবে নবাবের পুত্র ও অনুচরবর্গ মারা পড়ে। শিবাজীর চকিতের ন্তীয় উদয়—চকিতের ন্তায় অন্তধর্ণন। তঁহার অমুচরগণের জয়ধ্বনি ও মসালের আলোকের মধ্যে তিনি মহাসমারোহে স্বীয় দুর্গে পুনঃ প্রবেশ করিলেন। এই অদ্ভুত সাহসিক কার্ঘ্যের আশাতীত ফল লাভ হইল। মোগল সৈন্তাগণ আপনাদের মধ্যে বিশ্বাসঘাতকতা সন্দেহ করিয়া ছড়ি ভঙ্গী হইয়া পড়িল । ইহার পর সায়েস্তা খ। আর মাথা তুলিতে পারি:ে | || শিবাজীর সাহস এমনি বা সহ হঠাৎ সুর তখন বিদেশীয়দের বাণিজ্য ছয় দিন ধরিয়া ইচ্ছুঞ্জ করিয়া । নরত্নে । রায়গড় কেল্লার ধনাগার পূর্ণ, করিলেন। এই আক্রমণকালে ইংরাজের ཏི་རཱུ་། বিক্রম ভারতী পৌষ, ১৩২৬ ও সাহসের সহিত আপনাদের কুঠ রক্ষা করিয়াছিলেন, কাহার সাধ্য ব্ৰিটিষ সিংহের গহবরে প্রবেশ করে ! অtশচর্য্য পলায়ন এই সকল ঘটনার কিছু পরেই দেখিতে পাই যে শিবাজী মোগলসম্রাট ঔরঙ্গ জীবের কুহকে পড়িয়া দিল্লীতে বন্দীকৃত হইয়াছেন। মোগল সেনাপতি জয়সিংহের সহিত মিলিয়া তিনি বিজাপুর আক্রমণ করেন । এই ব্যাপারে মারাঠীরা এরূপ বীরত্ব প্রকাশ করিয়াছিল যে দিল্লীশ্বব সন্তুষ্ট হইয়া শিবাজীকে স্বহস্তে অভিনন্দন পত্র লিখিয় সেই সঙ্গে র্তাহাকে দিল্লীতে আমন্ত্ৰণ করিয়া পাঠান। শিবাজী স্বীয় পুত্ৰ শস্তোজীকে লইয়া দিল্লী যাত্র করেন। গিয়া দেখেন, যাহা ভাবিয়াছিলেন তাহ কিছুই নয়, যেরূপ মানমৰ্য্যাদা পাইবার আশা ছিল তাহ পাইলেন না । রাজদরবারে তৃতীয় শ্রেণীর সর্দারদের সহিত একাসনে বসিতে হইল, বাদস! তাহার প্রতি পড়িলেন । বাসায় গিয়া দেখেন তাহার গৃহের চারিদিকে সিপাই সান্ত্রীর পাহার, পলাইবার পথ নাই। তিনি তখন বুঝিতে পারিলেন দিল্লী আসিয়া ভাল কাজ করেন নাই, পলাইবার পন্থা দেখিতে লাগিলেন । তিনি পীড়ায় ছল করিয়া শয্যাগত রহিলেন। কয়েকজন বৈদ্য র্তাহার চিকিৎসা করিতে আসিত, তাহদের দিয়া বাহিরের মিত্রবুর্গের সহিত ষড়যন্ত্র করিবার সুযোগ হইল । তিনি