পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3సి0 যেন অসহায়ের আর্ত ক্রদনের মতই আঘাত দিয়া বাজিতেছিল। প্রকৃতির অসীম রহস্ত ভাণ্ডারের অনভিজ্ঞ অন্ধজীব, সাধারণ দৃষ্টিতে দেখিলে মনে করিবে, সিন্ধু তাহার নিয়মেই বদ্ধ রহিয়াছে, কিন্তু প্রকৃতির রহস্ত যাহারা জ্ঞাত আছে, তাহার পরিবর্তনশীল পুস্তকের যে কোন অধ্যায় উদঘাটিত করিয়া মনের দৃষ্টিতে পাঠ করিয়াছে, তাহারা প্রকৃতির এই নিষেধ-বাণী সম্পূর্ণ রূপেই পাঠ করিতে পরিবে । আকাশে, বাতাসে, সমুদ্রে তাললয়হীন যে অশাস্ত নৃত্য চলিতেছিল—তাহা যেন কোন অনির্দিষ্ট দুর্ঘটনারই পুৰ্ব্বাভাষ মৃত্যু-দোলার অশ্রান্ত দোল ! বৈকালে এস্থার ও আমি সমুদ্রতীরে বেড়াইতে গিয়াছিলাম। অত্যধিক গ্রীষ্মাতিশয্যবশতঃ সেদিন আর বেশ দূরে না গিয়া নিকটের একটা বালুকাময় স্ত,প, যেখানে একটা ঘাসের প্রকাওঁ চাপড়া, সমুদ্রের জল তীরে আসিবার পথে বাধlরূপে বিরাজিত ছিল, তাহারই উপর আমরা উপবেশন করিলাম। অপরাহ্লের লোহিত তপন তরল মেঘমালা বিদীর্ণ করিয়া পদতলের তরঙ্গে{ৎক্ষিপ্ত মহাসমুদ্রের সীমান্ত রেখা পৰ্য্যস্ত সহস্র বর্ণে সুরঞ্জিত করিয়া অস্তাচলে চলিয়াছে, তীরহিত সমুদ্রের গর্জন-ধ্বনি যেন বেদনাময় রাগিণীর মত অজস্র মুরের মুচ্ছনর্ণয় ভাঙ্গিয়া ভাঙ্গিয়৷ পড়িতেছিল। নীলফেনকিরীটি লবনাম্বুরাশি যোজনান্ত পর্য্যন্ত প্রসারিত ! আমরা তন্ময় হইয়া প্রকৃতির সেই অপরূপ ভাব পৰ্য্যবেক্ষণ করিতেছিলাম, সহসা পার্শ্বে ভারী জুতার छांब्राउँी পৌষ, ১৩২• মসমস্ শব্দে চকিত হইয়া আমরা মুখ ফিরাইলাম “কে—ও—জেমিসন ?” পাঠকদের বোধ হয় স্মরণ আছে— যেদিন প্রথম কুমবারে আলো দেখিয়া আমি তথ্য জানিতে যাই,- সেদিন এই বুড়া জেমিসনই আমার সঙ্গী হইয়াছিল। পিঠের উপর প্রকাগু ভারী, একটা গোলাকৃতি জলের বোঝা চাপাইয়া এক মুখ হাসি লইয়া বৃদ্ধ আমাদের নিকটে আসিয়া দাড়াইল । “সমুদ্রের কি চমৎকার রূপই খুলেচে,—মিঃ ওয়েষ্ট কুমারী এস্থার, তোমাদের রাত্রের খাবারের টেবিলের জন্য যদি এক ডিস তাজ মাছ পাঠিয়ে দিই—বোৰ হয় তোমরা বিরক্ত হবে না ?—এই ঝড়টা ওঠ বার আগেই একটা বড় রকম মাছ ধরতে পারব, এম্ন ত আশা কচ্চি।” বৃদ্ধ তাহার সরল হাসি হাসিয়া মন্তব্য শেষ করিল। বৃদ্ধের সরল স্নেহপ্রকাশের সপক্ষে একটুখানি হাসিয়া, আমি জিজ্ঞাসা করিলাম “কেন, তুমি কি ঝড়ের আশা কচ্চ না কি ?” একটা প্রকাও মোটা চুরুটে অগ্নি সংযোগপূৰ্ব্বক সেটা মুখে গুজিতে গুজিতে জেমিসন উত্তর দিল “সকল নাবিকেই ত তা বুঝতে পারবে - ঐ দেখ না কেন, রমবারের ধারে— ঐ জলাটায় সাদা ডানাওয়াল “গ্যল" আর ‘বকে’ একবারে ঝাক বেঁধে গ্যাছে। ঝড়ে ডা. খসে ঠুটাে হয়ে যাবার ভয়েই শুধু তার এমন ভয় পেয়ে তাল পাকিয়ে জড় হয়নি কি ? আমার ঠিক এমনিই,—আর একটা দিনের কথা মনে পড় চে,— সে অনেক দিনের কথা । আমি তখন চালী নেপিয়ারের সঙ্গে ক্ৰনৃষ্ঠাটের একটু দুরে ছিলুম সে কি t