পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা বৎস-রাজার নিকট স্বীয় দুহিতাকে প্রেরণ করিলেন। কিন্তু সমুদ্রযাত্রার সময় একটা ঝড় উঠিল এবং কুলের সন্নিকটে অর্ণবপোত ভগ্ন হষ্টল। কোন অপরিচিতের হস্তে, জলমগ্ন৷ রাজকুমারী উদ্ধার পাইয়া বৎস-রাজার অন্তঃপুরে নীত হইলেন এবং একজন সন্ত্রান্তকুলোদ্ভব কুমাৰী বলিয়া পরিচিত হইয়া সেখানে “সাগরিকা” নাম প্রাপ্ত হইলেন । বাসবদত্ত র্তাহার অসামান্ত রূপলাবণ্য ও ও উচ্চকুলোচিত ধরণ-ধারণ লক্ষ্য করিয়া র্তাহাকে রাজার দৃষ্টি হইতে দূরে রাখিতে চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু বসন্তোৎসব সমাগত হওয়ায় তাহার সমস্ত অভিসন্ধি ব্যর্থ হইয়া গেল। অন্তঃপুরের ক্রীড়ামোদে যোগ দিবার জন্ত বৎস-রাজা বিদুষক বসন্তককে সঙ্গে লইয়া মদনোস্তানে অবতরণ করিলেন। মহিষীর দুই পরিচারিক বসন্তঋতুর গান ও প্রেমের গান গায়িতে গায়িতে প্রবেশ করিল । তাহার পর তাহার রাজাকে জ্ঞাপন করিল যে, কদর্পদেবের পূজার জন্ত মহিষী তাহার জন্ত অপেক্ষা করিতেছেন । বৎসরাজ আসিয়া বাসবদত্তার সহিত মিলিত হইলেন। পরিচারিকাদিগের মধ্যে সাগরিকাকে দেখিতে পাইয়া একটা উড়িয়া-যাওয় সারিকার সন্ধান করিবার ছুতা করিয়া মহিষী তাহাকে ফিরিয়া পাঠাইলেন। রাজদম্পতি যথাবিধানে কামদেবের পুজায় প্রবৃত্ত হইলেন। সাগরিক বৃক্ষান্তরালে প্রচ্ছন্ন থাকিয়া র্তাহীদের পূজাৰ্চনা দেখিতেছিল ; সে রাজাকে সাক্ষাৎ কন্দৰ্প মনে করিয়া দুর হইতে মনে মনে তাহাকে পূজা করিল। এমন সময় একজন বৈতালিক সন্ধ্যার সমাগম রত্নাবলী নাটক x - ot জ্ঞাপন করিল, তখন সাগরিক প্রকৃত অবস্থা বুঝিতে পারিল। সে বুঝিল, সে উদয়ন রাজাকেই দেখিয়াছে,—যে-উদয়ন-রাজার সহিত পিতা তাহার বিবাহ দিবেন বলিয়া প্রতিশ্রুত হন । ২। দুইজন পরিচারিক রাজবাড়ীর কথা আপনাদের মধ্যে বলাবলি করিতেছিল। তাহা হইতে দর্শকবৃন্দ জানিতে পারিল, বৎস-রজি অকালে ফুল ফুটাইবাব কৌশল একজন সন্ন্যাসীর নিকট শিখিয়াছেন, এবং তাহা কাজে পরীক্ষা করিয়া দেখিবেন । পরে সাগরিক প্রবেশ করিল। সাগরিক রাজার চিত্র আঁকিতে ব্যাপৃত। তাহার সথি সুসঙ্গত আসিয়া সেই চিত্রপটে রাজার পাশে সাগরিকার চিত্র আঁকিল। সাগরিক তাহার অন্তরের গোপনীয় প্রেমের কথা তাহার সধির নিকট খুলিয়া বলিল । এই সময়ে হঠাৎ একটা তুমুল কোলাহল শুনিয়া তাহারা পলায়ন করিল। একটা বানর পিঞ্জর হইতে পলায়ন করায়, অন্তঃপুরিকাগণ नग्नड श्हेछ छैठंब्रांcछ । दशलकौ उंब्रू পাইয়াছে। যে সারিকাকে মহিষী সাগরিকার হাতে রাখিয়া আসিয়াছিলেন, সেই সারিকা এই গোলযোগে উড়িয়া গিয়া কদলী কুঞ্জের এক বৃক্ষের উপর বসিয়াছে।" ঠিক এই সময় রাজা বিদূষককে সঙ্গে হইয়া কদলীকুঞ্জে প্রবেশ করিলেন। সারিকা দুই সর্থীর কথাবাৰ্ত্তা আবৃত্তি করিতেছে শুনিতে পাইলেন এবং একটি চিত্ৰপট দেখিতে পাইলেন, তাহাতে দুই ব্যক্তির চিত্র পাশাপাশি চিত্রিত রহিয়াছে। সাগরিক ও সুসঙ্গত সেই চিত্রপটটি লইয়া যাইবার জন্ত