পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

فاه هذا সেখানে পুনৰ্ব্বার প্রবেশ করিল। অপরের কণ্ঠস্বর গুনিয়া তাহারা থমকিয়া দাড়াইল এবং অন্তরালে থাকিয়া রাজার মদনপীড়িত হৃদয়ের উচ্ছ সবাক্য সকল শুনিতে লাগিল । রাজা সাগরিকার নিকটে গিয়া তাহার হস্ত ধারণ করিলেন এবং তাহার জলস্ত বাসনা র্তাহার নিকট ব্যক্ত করিলেন। এইরূপ প্রেমালাপ চলিতেছে এমন সময়ে বাসবদত্তা প্রবেশ করিয়া সেই প্রেমালাপে ব্যাঘাত জন্মাইলেন। মহিষী চিত্রপটটি দেখিতে পাইলেন এবং তাহাতে সাগরিকণর চিত্রটি চিনিতে পারিয়া, মুখে রোষের ভাব প্রকাশ মা করিয়া, এবং রাজার সাস্বনাবাক্যে কোন উত্তর না দিয়া সেখান হইতে প্রস্থান করিলেন। (“মালাবিকা”র তৃতীয়, চতুর্থ অঙ্ক দ্রষ্টব্য। ) ৩ । সাগরিকার সহিত যাহাতে আর একবার সাক্ষাৎকার ঘটে তাহার বন্দোবস্ত করিবার জষ্ঠ রাজা বিদুষকের উপর ভার দিয়াছেন। বসন্তক সুসঙ্গতার সহিত মিলিয়া এমন একটা ফন্দি করিল যাহাতে কোন প্রকার সন্দেহের উদ্রেক না হয়। সাগরিক রাণীর পরিচ্ছদ পরিধান করিয়া এবং সুসঙ্গত রাণীর পরিচারিকার বেশ পরিধান করিয়া রাজার নিকট আসিবে স্থির হইল। কিন্তু তাহীদের এই ফনিটি কাজে পরিণত না হইতে হইতেই প্রকাশ হইয়া পড়িল এবং রাণী ইহা জামিতে পারিলেন। সন্ধ্যা সমাগমে বাসবদত্ত সঙ্কেত-স্থানে গমন করিয়া সাগরিকার সহিত স্লাজার প্রেমালাপ শুনিতে পাইলেন। রাণী ঈর্ষ্যাম্বিত হইয়া রাজাকে যার-পর-নাই ভৎসনা করিতে লাগিলেন। রাজা ক্ষম প্রার্থনা করিলেন, কিন্তু রাণী ক্ষমা করিলেন ভারতী পৌষ, ১৩২০ না । রাজা একাকী থাকিয়া বিলাপ করিতে লাগিলেন। ইত্যবসরে সাগরিক প্রবেশ করিল। রাজাকে দর্শন করিবার পুৰ্ব্বেই সাগরিক রাজার বিলাপ শুনিতে পাইয়াছিল। চির বিষাদময় হতভাগ্য জীবনে ক্লান্ত হইয়া, উদ্বন্ধনে প্রাণত্যাগ করিতে সে কৃতসঙ্কল্প হইল। আত্মহত্যায় উদ্যত হইলে বিদূষক তাহাকে দেখিতে পাইল এবং বেশসাদৃষ্ঠে প্রতারিত হইয় তাহকে বাসবদত্তা ঠাওরাইল । রাজা স্বকীয় চপলতাই রাণীর মৃত্যুর কারণ মনে করিয়া, রাণীকে বাচাইবার জন্ত দৌড়িয়া গেলেন। কিন্তু সাগরিককে চিনিতে পারিয়া আবার সেই নুতন প্রেমে গা ঢালিয়া দিলেন। এদিকে বাসবদত্ত, স্বামীর প্রতি নিষ্ঠুরতা করিয়াছেন মনে করিয়া তাহার ক্ষম ভিক্ষা করিবার জন্য ফিরিয়া আসিলেন। আসিয়া দেখেন, সাগরিকার সহিত রাজার প্রেমালাপ চলিতেছে। তখন ক্রোধান্ধ হইয়া তিনি সাগরিক ও বিদূষককে বন্দী করিয়া লইয় গেলেন। (“মালবিকার” তৃতীয় ও চতুর্থ অঙ্ক দ্রষ্টব্য )। ৪। রাণী বিদূষককে ছাড়িয়া দিলেন। সমস্ত দণ্ড সাগরিকাই ভোগ করিবে । সাগরিকা কারাগার হইতে বিদূষককে স্মৃতিচিহ্ল স্বরূপ আপনার মূল্যবান কণ্ঠমালাটি পাঠাইয় দিল । রাজ বাসবদত্তার দয়া উদ্রেক করিবার জন্ত কত চেষ্টা করিলেন, কিন্তু সবই বৃথা হইল। এই সময়ে রাজা একটা বিজয়-সংবাদ প্রাপ্ত হইলেন। রুমন্ধৎ কোশলদিগের উপর জয়লাভ করিয়া তাহাদিগকে বশীভূত করিয়াছেন । ● এই সময়ে একজন যাদুকর আসিয়া রাজ