পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা দর্শন প্রার্থনা করিল এবং রাজদম্পতীর নিকট তাহার গুণপন দেখাইবার অভিলাষ প্রকাশ করিল। রাজা ও রাণীর সমক্ষে যাদুকবের ক্রীড়া প্রদর্শিত হইতেছে এমন সময়ে সিংহলরাজের ভৃত্যদ্বয় বান্দ্রব্য ও বসুমতীব আগমনে ক্রীড়া থামিয়া গেল। রত্নাবলী ভগ্নপোত হইয়া জলমগ্ন হইয়াছে তাহার এই সংবাদ রাজাকে নিবেদন করিল। এই সংবাদে সকলে যার-পরনাই শোকগ্রস্ত হইয়াছে, এমন সময়ে আব একদিক হইতে দারুণ হাহাকার ধবনি শ্রুত হওয়ায় সকলের আতঙ্ক আরও বৰ্দ্ধিত হইল। অস্তঃপুরে আগুন লাগিয়াছে। বাসবদত্ত স্বকীয় নিষ্ঠুবতার জন্ত অনুশোচনা করিতে লাগিলেন এবং সাগরিককে বাচাইবার জন্ত রাজীকে অনুনয় করিলেন। বৎস-বাজ জলন্ত প্রাসাদে প্রবেশ করির মুচ্ছিত সাগরিককে একটি গান S e o A লইয়া আসিলেন। সহসা আগুন নিবিয়া গেল। ইহা যাদুকরের একটা ভোজবাজি বই আর কিছুই নহে। বাত্রব্য ও বসুমতী প্রথমে রত্নাবলীর কণ্ঠমালা চিনিতে পারিল, তাহার পর রত্নাবলীকেও চিনিল। বাসবদত্ত সাগরিককে ভগিনী বলিয়া জানিতে পারিলেন, এবং তাহার সহিত রাজার বিবাহ দিলেন। রাজা যৌগন্ধরায়ণকে জিজ্ঞাসা করায়, সৌগন্ধরায়ণ সমস্ত রহস্য উদঘাটন করিলেন। রত্নাবলীর জলমগ্ন হইবার কথা হইতে আরম্ভ করিয়া, যাদুকরের গৃহদাহক্রীড়া পৰ্য্যন্ত সমস্ত ব্যাপার তাহারই কৌশল । এই মহৎ উপকারের জন্ত বৎস-রাজ স্বীয় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাইলেন এবং নিজ শুভ অদৃষ্টকেও ধন্যবাদ দিলেন । ( ক্রমশ: ) শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। একটি গান ( রবীন্দ্রনাথের ইংরাজি হইতে ) পার্থী ও সে আহা পার্থী গাইত নিতি হৃদয়-খোলা খেয়ালে খুলী, মেলত পাখী মেঘেব সীমানায় ; কোন ক্ষণে প্রেম সঙ্গ নিলে কোন আশা পুষি’ জানলে নাক’ হায়! আজ সে পার্থীর স্বস্তি নাহি আর,— হারিয়েছে নীড়,—হিয়ায় হাহাকার । আর সে খেয়াল নাইগো উড়িবার,-- গগন-বিহার বন্ধ আজি তার । বন্দী সে আজ প্রেমের বন্ধনে, তবে চরম কথা মরণ-ক্রনীনে নিকৃ সে ক’য়ে, হায় ! আজ ফুরিয়েছে তার গগন-বিহার হারিয়েছে কুলায়। শ্ৰীলত্যেন্দ্রনাথ দত্ত।