পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাৰ্দ্দর নাট্য রচনা [ জগদ্বিখ্যাত নাট্যকার সার্দর মৃত্যুর কয়েক দিবস পূৰ্ব্বে নাট্য এবং নাট্যশালী সম্বন্ধে তিনি যাহা বলিয়া গিয়াছেন তাঁহাই এ স্থলে সঙ্কলিত হইল। সার্দ একাধারে শ্রেষ্ঠ নাট্যকার, উত্তম রঙ্গভূমি সজ্জাকর, এবং শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন। ] যাহার নাট্যাভিনয় দর্শনে পুরাতন ও নুতন ভূমণ্ডলের সহস্ৰ সহস্র দর্শক বিপুল আনন্দ লাভ করিয়াছেন, তাহার যৎকিঞ্চিৎ পরিচয় প্রদান বোধ হয় শিক্ষণপ্রদ ও আনন্দদায়ক হইবে। বহু চিত্রকর সার্দুর কোমল মধুর ভাবব্যঞ্জক অন্ত দৃষ্টিপূর্ণ নয়নদ্বয়কে চিত্রিত করিতে যাইয়া বিফল মনোরথ হইয়াছেন, এবং অনেকে তাহাকে একাদশ লুষ্ট হইতে ভলটেয়ায় পৰ্য্যন্ত বহু বিখ্যাত লোকের সহিত তুলনা করিয়াছেন। এই স্বপ্রসিদ্ধ নাট্যকার গ্রীষ্মের কয়েকমাণ ফ্রান্সের একটা অতি মনোহর অথচ অজ্ঞাত পল্পীভবনে বাস করিতেন। উজ্জ্বল বিচিত্র ভাবে সজ্জিত কক্ষে বসিয়া সার্দু, তাহার নাটকীবলী রচনা করিতেন । বিগত ৫৪ বৎসর মধ্যে ইনি নাটক এবং অন্তান্ত প্রকারের প্রায় ৭• থানি পুস্তক রচনা করিয়াছেন, ইহা হইতে বুঝিতে পারা যাইবে ইনি কি প্রকার পরিশ্রম করিতেন । এখন সাৰ্দ্দর নিজের কথাতেই তাহার কাৰ্য্যপ্রণালী এবং কিরূপ ভাবে নাটক সমুহ রচিত হইত তাহা বলা যাউক । “কেমন করিয়া আমি নাটক রচনা করি ? এ প্রশ্নের উত্তর দেওয়া তত সহজ মহে । হাস্তরসাত্মক নাট্য , এবং সাধারণ নাট্য রচনায় সাধারণতঃ এই ভাবে অগ্রসর হই। প্রথমতঃ আমি ছোট গল্পাকারে নাট্যের বিষয় লিপিবদ্ধ করি । যদিও আমি নাট্য সেবাতেই জীবন উৎসর্গ করিয়াছি তথাপি আমি উপন্তাসরচয়িতাকে অত্যন্ত শ্রদ্ধার চক্ষে নিরীক্ষণ করিয়া থাকি । আমার নিকট সেক্সপিয়ারের দ্যায় প্রিয় । আমি সাধারণতঃ একাসনে বসিয়া এক অঙ্ক লিখিয়া ফেলি। পুনৰ্ব্বার কার্য্যে প্রবৃত্ত হইয়া প্রায় সমস্ত দৃশুই লিখিয়া সেক্রেটারীর নিকট দিই। কখনও যতবার সন্তুষ্ট না হই ততবার এমন কি দশবারও একটা অঙ্ককে পরিবর্তিত করি। যখন আমি লিখি তখন প্রত্যেক চরিত্র এবং তাহাদের সামান্ত কাৰ্য্যপ্রণালীও আমার নয়ন সমক্ষে ভাসিতে থাকে । অবশু প্রত্যেক নাট্যকারই তাহদের নিজ নিজ মতানুসারে নাট্য রচনা করিয়া থাকেন। আমার নিকট প্রতিদৃশুই একট প্রত্যক্ষ ঘটনা বলিয়া প্রতীয়মান হয় এবং আমার প্রতি চরিত্রই মানসে ভাসিতে থাকে।” “দিবসের কোন সময়ে কাৰ্য্য কর আপনি ভাল বিবেচনা করেন ?” “আমি সৰ্ব্বদাই প্রাতে লিখিয়া থাকি । রজনীর কাৰ্য্যে আমি বিশ্বাস কুরি ন, মস্তিষ্ক সে সময় অতিরিক্ত উত্তেজিত কিম্বা অবসাদগ্রস্ত হইয়া থাকুে । একখানি নাটক রচনা Balzac