পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা আমি তাহাকে উৎসাহ দিয়া বলিলাম, “প্রকৃত মানুষের কাজই ত এই ! তা হ’লে এখুনি তুমি যাচ্চ ?” “হঁ্যা-এখুনি, এখুনি। আর এক মুহূৰ্ত্তও এখানে না। আর দেখ, আমার ত’ মনে হয় খুব সম্ভব কালই তোমাদের সঙ্গে সুলতানের যুদ্ধ বাধবে।” “হঁ্যা অমাবও তাই মনে হয়। কিন্তু সে যাই হোক তুমি এখান থেকে চলে যাচ্চ ব’লে আমাদের বন্ধুত্ব বোধ হয় যাবে না ! অন্ততঃ আমার ত’ এই ইচ্ছে যে যেখানেই তুমি থাক আজীবন আমরা পরস্পরকে বন্ধু ব’লে মনে ক’রব ।” “এ কথা না ব’ললেও চ’লত। আমি তোমায় ঠিক ভাইয়ের মতই ভাল বাসি । আমার বিশ্বাস এই যুদ্ধে আমরা দু’জনেই ম’রব। কিন্তু মরবার আগে আমায় একটা কাজ ক’ত্তেই হবে!” “কি কাজ রামদীন ?” “সেনাপতি আদভের মাথা কাটা—এ কাজটা আমি নিজের হাতেই ক’রব।” আমরা পরস্পব পরস্পরকে আলিঙ্গন করিলাম। তাহার পর রামদীন অন্ধকারে মিশাইয় গেল আমি আর তাহাকে দেখিতে পাইলাম না । আমাদের পূর্ব অনুমান সত্যে পরিণত হইল। দেখিলাম শক্রসৈন্ত আমাদিগের শিবিরের অদূরে সজ্জিত হইয়া আমাদেরই অপেক্ষা করিতেছে! বেলা প্রায় নয়টার সময় যুদ্ধ আরম্ভ হইল। সন্ধ্য প্রায় ছয়টার সময় একদল মুসলমান সৈন্ত আমাদিগের অধীনস্থ সৈন্তগণকে আক্রমণ করিল। বঁাশী দেখিলাম রামদীনের অধীনে সে দল পরি. চালিত হইতেছে,--তাহার পরিধানে তখন মুসলমান সেনামায়কের পরিচ্ছেদ ! কিয়ৎক্ষণ যুদ্ধেব পর রামদীনের অধীনস্থ সেনাদল পরাজিত হইয় প্রাণ ভয়ে পলায়ন করিল,—আমরা যুদ্ধে জয়লাভ করিলাম। কিন্তু পলায়নের পূৰ্ব্বে রামদীন তাহার প্রভিজ্ঞ পালন করিল,—স্বহস্তে গুলির আঘাতে সেনাপতি আদভকে নিহত করিল। তাহার পর আরও বহুক্ষণ যুদ্ধ চলিল । ভাগ্যদেবী ক্রমেই অমাদিগের বিপক্ষ পক্ষকে অধিক অনুগ্রহ প্রদর্শন করিতে লাগিলেন। শেষে আমি সদলবলে বনী হইলাম। সে রাত্রির মত অমর নিকটবৰ্ত্তী একটা ক্ষুদ্র গৃহমধ্যে আবদ্ধ রহিলাম । সেনাপতি আজ্ঞা দিলেন প্রাতে আমাদের গুলি করিয়া মাথা হইবে । কতক্ষণ পরে মৃত্যুর দূতরূপে প্রভাত আসিয়া আমাদিগের কক্ষে দেখা দিল । আমি উৎকষ্ঠিত ভাবে মৃত্যুর প্রতীক্ষা করিতে লাগিলাম । একজন রক্ষী আসিয়া আমাদিগের পরিচ্ছেদ খুলিয়া লইয়া এক একটা কৌপিন পরাইয় দিল । আমি উৎকণ্ঠিত ভাবে জিজ্ঞাসা করিলাম,—“এইবার বুঝি গুলি করা হবে ?” কি জানি কেন রক্ষী একটু নম্রস্বরে বলিল,- “ন, এখনও তিন ঘণ্টা বাকি !” আমার মন তখন রামদীনকে একবার দেখিবার জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছিল। কিছুক্ষণ পরে কয়েকজন সশস্ত্র প্রহরী আসিয়া আমাদিগকে বধ্যভূমে লইয়া চলিল। তখন প্রায় শেষ মুহূৰ্ত্ত ! মুসলমান 2 ο 86ζ