পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দশম সংখ্যা রাজা সম্বন্ধে যেমম পেশওয়া, পেশওয়ার সম্বন্ধে তদ্রুপ র্তাহার ভূত্যবর্গ। পুণায় দলাদলি পুণা দরবার দুই দলে বিভক্ত। একদল রাঘোবার পক্ষ—অপর দল মৃত নারায়ণরাওয়ের পত্নী গঙ্গাবাইয়ের পক্ষ । গঙ্গাবাই তখন গর্ভবতী, সুরক্ষিত ভাবে পুরন্দর দুর্গে অবস্থিতি করিতেছিলেন। রঘোব সৈন্ত সামন্ত লইয়া স্বপক্ষ সমর্থনে যত্নশীল হইলেন ; প্রথম প্রথম কতকটা কৃতকাৰ্য্যও হুইয়াছিলেন । তিনি যুদ্ধে জয়ী হইয় বিপক্ষ সেনাপতিকে গ্রেপ্তার করিলেন কিন্তু বিধাতা তাহার প্রতিকুল । পুণার সিংহাসন স্পর্শ করেন, ইতিমধ্যে তাহার মাথায় বজ্রপাত সদৃশ সংবাদ আসিল যে রাণীর পুত্র-সন্তান জন্মিয়াছে ;–৪০ দিন গত হইলে শিশু রাজার রীতিমত রাজ্যাভিষেক ক্রিয়া সম্পন্ন হইল । জ্যেঠা অপেক্ষাও বড় এই অর্থে “সওয়াই” মাধবরাও নামে শিশুর নামকরণ হইল। এই সঙ্কটে হোলকর সিঙ্গিয়ার সাহায্য লাভে নিরাশ্বাস হইয়া রাঘাবা ইংরাজদের শরণাপন্ন হইলেন । বম্বে গবর্ণমেণ্ট অর্থ ও ভূমিলাভ লালসায় তাহার পক্ষে অস্ত্ৰধারণে প্রতিশ্রুত হইলেন। রঘোদা ও বোম্বাই গবর্ণমেণ্ট । ১৭৭৫ সালে রাখোবা ও বোম্বাই গবর্ণমেণ্টের মধ্যে যে সন্ধি স্থাপন হয় তাহার নাম স্বরাটসন্ধি ; ইহার তাৎপৰ্য্য এই যে, ইংরাজের রাঘোবাকে সসৈন্ত পুণায় পৌছাইয়া দিয়া পেশওয়া সিংহাসন প্রত্যপর্ণ করিবেন–রাধোবা ইংরাজদের পুরস্কার স্বরূপ আমার বোম্বাই প্রবাস বাসন সালসেট প্রভৃতি কতকগুলি লোভনীয় স্থান ছাড়িয়া দিবেন। রাঘোবার সহিত এইরূপ বন্দোবস্ত সুপ্রীম গবর্ণমেণ্টের মনঃপূত হয় নাই। মুরাট সরি পর পুরন্দর সন্ধি, এই প্রকার নানা পরিবর্তন ও সংশোধনের পর সবশেষে ১৪ই নবেম্বর ১৭৭৮ সালে রাম্বোবার সহিত নুতন সন্ধি স্থাপিত হইল। এই সন্ধিস্থত্রে ইংরাজ ও মারাঠীদের মধ্যে যুদ্ধারম্ভ হয়। প্রথম মারাঠা যুদ্ধ গবর্ণমেণ্ট বম্বেব সাহায্যে এক দল সৈন্য প্রেরণ করেন । তাহীদের আগমন অপেক্ষা না করিয়া বোম্বাই গবর্ণমেণ্ট যুদ্ধে কটিবদ্ধ হইলেন। বম্বের সৈন্তাধ্যক্ষ কর্ণেল এজটন । তাহার যে একাধিপত্য তাহী নহে, তাহার উপর আবার এক যুদ্ধ কমিটির অধিকারণ। এই অল্প সৈন্ত লইয়া মহারাষ্ট্র গর্ভে প্রবেশ করা যত সহজ মনে হইয়াছিল, ফলে দেখা গেল তত সহজ নয়। ব্ৰিটিষ সৈন্ত যত অগ্রসর হয়, মারাঠীরা আশপাশ প্রদেশ অগ্নিসাৎ করত তত পিছু হটে। ইংরাজ সৈন্ত তলেগাম গিয়া দেখে সকলি ভস্মরাশি – লোকজন গ্রাম ছাড়িয়া পলায়ন করিয়াছে। দুদিন পরে কমিটি হইতে সৈন্ত প্রত্যাবর্তনের হুকুম আসে। যদিও কোন কোন বিচক্ষণ ব্যক্তির ইহাতে অমত ছিল, তথাপি এই আদেশ মত কাৰ্য্য করিতে হইল। রাত্রে ভারি ভারি তোপসকল ডোবার মধ্যে নিক্ষিপ্ত হইল। বেশীর ভাগ জিনিসপত্র অগ্নিকুণ্ডে আহুতি দিয়া ব্ৰিটিষ সৈন্ত ফিরিল । কমিটি ভাবিয়াছিলেন সৈন্তের নিঃশব্দে ফিরিয়া আসিবে, কেছ কিছু