পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দশম সংখ্যা হইয়া উঠিল—এমন কি, তিনি রাজ্য কারবার ছাড়িয়া কাশীবাসের সঙ্কল্প জানাইলেন। এমন সময় যমদূত আসিয়া নানার পক্ষ অবলম্বন করিল। সিন্দিয়া জররোগে আক্রান্ত হইয়া অকস্মাৎ মানবলীলা সম্বরণ করিলেন । নানাব এক মাত্র প্রতিদ্বন্দ্বী সরিয়া যাওয়াতে র্তাহার প্রভুত্বেব পথ নিষ্কণ্টক হইল । খর্ডার যুদ্ধ মহাদাজীর মৃত্যুর অনতিকাল পবে পেশওয়া ও নিজামের মধ্যে চৌথ লইয়া যুদ্ধ বাধিবার উপক্ৰম । নিজাম আলি ব্ৰিটিষ সিংহকে স্বপক্ষে টানিবার অনেক চেষ্টা করিয়াও কৃতকাৰ্য্য হইলেন না। শীঘ্রই যুদ্ধারম্ভ হইল । মহারাষ্ট্রীয় মহা মহা বীবের পেশওয়ার পতাকাতলে এই শেষবার সম্মিলিত হইলেন। মহাদাজীর উত্তরাধিকারী দৌলতরাও সিন্দে তথা তুকাজী হোলকর পুণাতেই ছিলেন। নাগপুর রাজা ভেণসলাও তাহাদের মধ্যে আসিয়া জুটলেন। গোবিন্দরাও গাইকওয়াড গুজরাট হইতে ফৌজ পাঠাইলেন । রাস্তে ও পটবর্দ্ধন, মালেগাম ও বিষ্ণুরপতি, পস্ত প্রতিনিধি, পন্ত সচিব, নিম্বালকর, পাটনকর, ঘাটগে, ডমালে, থেরিাত, পত্তওয়ার প্রভৃতি বড় বড় শূর সর্দাব জায়গীরদার স্ব স্ব দলবল লইয়া রণসজ্জায় সজ্জিত হইলেন। অশ্বপদাতিক সৰ্ব্বসমেত প্রায় দেড় লক্ষ সেনা একত্রিত। পরশুরাম ভাউ সেনাপতি । আহমদনগর জিলার অন্তর্গত খর্ডীয় যুদ্ধ সংঘটন হয় । এই যুদ্ধে বড় একটা রক্তপাতের প্রসঙ্গ আসে নাই। যেমন গর্জন তেমন বর্ষণ আমার বোম্বাই প্রবাগ

օԵ'é

নয় । কোন পক্ষের বিশেষ রণচাতুরীও প্রকাশ পায় নাই । নিজামের অকারণ ভীরুতা ও ভয়ে পলায়ন বশত মারাঠীর সুভলমূল্যে জয় ক্রয় করিতে সমর্থ হইল। মারাঠীগণ এই যুদ্ধে নিজাম সরকার হইতে দৌলতাবাদ ভূমিখণ্ড ও বিস্তর নগদ টাকা মিলিয়া বিলক্ষণ এককমড় আদায় করিয়৷ লইল । নানার গৌরবের আর সীমা রহিল না ! কোন বিদেশী রাজার সাহায্য বিনা অমন প্রবল শক্রর পরাভব, ধন্ত নানার নয়কৌশল ! দৌলতরাও সিন্দিয় তাহার প্রতি প্রসন্ন, তুকাজী হোলকর তাহার বাধ্য, রঘুজী ভোসলা ও অপরাপর সর্দারগণ তাহার প্রতি অনুরক্ত । পেশওয়ার রাজ্যে অদৃষ্টপূৰ্ব্ব গৌরব সঞ্চারের সকলি অমুকুল । এই সমস্ত শুভলক্ষণ সত্ত্বেও কোথা হইতে আচম্বিতে এক দুর্ঘটনা ঘটিয়া নানাব আশা ভরসা বন্তীয় ভাসাইয়া দিল । পেশওয়ার আত্মহত্যা যে অনর্থ পাতের কথা সুচিত হইল তাহা মাধবরাও পেশওয়ার আত্মহত্য । র্তাহার বয়স যদিও বিংশতি বৎসর, তথাপি নানা র্তাহার সহিত নাবালকের মত ব্যবহার কবিতেন, তাহকে স্বাধীন ভাবে কাৰ্য্য করিতে দিতেন না । ইচ্ছামত র্তাহাকে আপনার ভাইদের সঙ্গে মিশিতে দিতেন না । —নানার ষড়চক্রে রাঘোবার তিন পুত্র কয়েদ ছিলেন, বাজিরাও র্তাহীদের জ্যেষ্ঠ । এই বাজিরাও শাস্ত্রালাপ, শস্ত্রনৈপুণ্য রূপে গুণে বিখ্যাত ছিলেন। মাধবরাও সৰ্ব্বদাই র্তাহার গুণামুবাদ শুনিতে পাইতেন । কিসে