পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রত্নতত্ত্ববিৎ ডাক্তার স্পনার ডাক্তার পুনার কেবল মাত্র আট বৎসর প্রত্নতত্ত্ব বিভাগে যোগদান কবিয়াছেন ; কিন্তু এই অল্প সময়েব মধ্যেই তিনি যে খ্যাতিলাভ করিয়াছেন তাহ নিতান্ত অল্প নহে। সম্প্রতি তিনি পাটলিপুত্রের খনন কাৰ্য্যে নিযুক্ত আছেন । প্রত্নতত্ত্ববিৎ ডাক্তার পুনরি ১৮৯৯ সনে আমেরিকায় কালিফোর্ণিয়ার অপ্তর্গত ষ্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বি, এ পরীক্ষায় সন্মান লাভ কবেন। জাপানের রাজধানী টকিও নগবে তিনি কিছুদিন শিক্ষালাভ করিয়া পরে পুণ্যক্ষেত্র কাশীধামে ১৯০১ প্রত্নতত্ত্ববিৎ ডাঃ পুনর। しア হইতে ১৯০৪ সন পৰ্য্যন্ত সংস্কৃত অধ্যয়ন করিয়া “মধ্যম” পরীক্ষায় উত্তীর্ণ হন। কাশীবাসকালে তিনি আমেরিকার হাৰ্ব্বার্ড বিশ্ববিদ্যালয়েব সদস্যপদ লাভ করেন। হাৰ্ব্বার্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুসারে সাধারণতঃ একব্যক্তি একাধিকবার সদস্য নিৰ্ব্বাচিত হইতে পাবেন না। কিন্তু, মিঃ পুনারকে দুইবার সদস্ত নিৰ্ব্বাচিত করিয়া হাৰ্ব্বার্ড বিশ্ববিদ্যালয় স্বকীয় গুণগ্রাহিতারই পরিচয় প্রদান করিতেছে। ১৯০৪ সনেই পুনার সাহেব গটিঞ্জেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত শাস্ত্রাভিজ্ঞ অধ্যাপক কিলহর্ণেব নিকটে সংস্কৃত অধ্যয়ন করিতে গমন করেন এবং পরবর্তী বৎসরে পুনৰ্ব্বার হাৰ্ব্বার্ডে গমন করিয়া পালি ও সংস্কৃত শাস্ত্রে ও ভারতীয় ভাষাতত্ত্বে ব্যুৎপত্তি লাভ করিয়া সম্মানসূচক “ডাক্তার” উপাধি প্রাপ্ত হন। ১৯৭৬ সনে ডাক্তার পুনার “সীমান্ত প্রদেশীয়” প্রত্নতত্ত্ববিভাগের সুপারিন্টেণ্ডেণ্ট পদ লাভ করেন। ১৯০৬ হইতে ১৯০৭ সনে তিনি মর্দান জিলার সারিবাহল নামক স্থানে খননে নিযুক্ত থাকিয়া কারুকার্য্য শোভিত অনেকগুলি মূৰ্ত্তি প্রাপ্ত হন। তাহার আবিষ্কৃত কুবের ও হরিতির চিত্র আমরা এই স্থানে প্রদান করিলাম । এই সকল মূল্যবান দ্রব্যাদি পেশোয়ার যাদুঘরে রক্ষিত হইয়াছে। এই সময়ে পুনার সাহেব যে সকল জব্যাদি