পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১১৪ মানবের অকারণ জ্ঞের রহস্তময় বিরক্তি এ সকলের মূলেই ঐ রমণী ! আবার তাহাদের পাপ দেহের অপেক্ষা প্রেম প্রবল আত্মা অধিকতর ঘৃণ্য । অনেক সময় তাহার মনে হইত, রমণীর স্নেহময় ব্যবহার বুঝি তাহার মনকে টলাইতে প্রয়াস পাষ্টতেছে ; আপনাকে প্রেমজয়ী বলিয় তাহার দৃঢ় বিশ্বাস থাকিলেও চিরপ্রেম-বিক্ষোভিত রমণী হৃদয়ের আকর্ষণ মধ্যে মধ্যে র্তাহার চিত্তকেও লিঙ্কুব্ধ করিত। তিনি ভাবিতেন, পুরুষকে পরীক্ষা করিবার জন্ত, তাহাকে প্রলোভিত করিবার জন্তই ভগবান রমণীর স্বজন করিয়াছেন । রমণীর নিকট যাইতে হইলে অতি সাবধানে যাওয়া উচিত। কি জানি সে পুরুষ ধরিবার জন্য কি ফাঁদ পাতিয়া রাথিয়াছে । পুরুষের পক্ষে রমণী বাস্তবিকই ফাদ বিশেষ। পুরুষকে ধরিবার জষ্ঠই যেন তাহাদের বাহু সৰ্ব্বদা প্রসারিত রহিয়াছে। তাহার মল একমাত্র সন্ন্যাসিনী সম্প্রদায়ের উপগ্ন প্রসল্প ছিল, কারণ তাহার ব্রতধারিণী, পবিত্র । তাহদের উপরেও তিনি সমভাবে রূঢ় ব্যবহার করিতেন, তাহার কারণ তিনি বেশ জানিতেন যে তাহার শুষ্কচারিণী হইলেও অস্তুরে অস্তরে তাহীদের প্রণয়ের শ্ৰোত বঠিতেছে ; আর র্তাহার স্তায় সংঘৰ্মী পুরোহিতও কখন কখন তাহার আভাষ অনুভব করিয়া থাকেন। তিমি বিলক্ষণ অমুভব করিতেন যে, সন্ন্যাসিনীর নেত্রে ষে পরিমাণ কোমলতা, চাহনীতে ধে পরিমাণ স্নেহ থাকা উচিত आब्रछी भे३ि, ४७२० কোমলতা, অধিক স্নেহ আছে ; তাহাদের স্ত্রীষ্টের প্রতি প্রেমোচ্ছাসও র্তাহার নিকট ভাল বোধ হইত না, কারণ সে প্রেম দেবতার উদ্দেশে প্রেরিত হইলেও তাহী রমণীর প্রেম, পার্থিব প্রণয়োচ্ছাস ব্যতীত আর কিছুই নহে । সন্ন্যাসিনীদিগের দেবতার নিকট আত্মসমৰ্পণ, তাহদের কোমল স্বরে তাহার সহিত কথা কহ, তাহার নিকট তিরস্কৃত হইলে অশ্রুসজল নেত্রে বিদায় প্রার্থনা এ সকলের মধ্যেও তিনি তাহদের পঙ্কিল পার্থিব প্রেমের অস্তিত্ব অনুভব করিতেন । মঠ দ্বার হইতে বাহির হইয়াই তিনি র্তাহার পরিচ্ছদটী ঝাড়িয়া ফেলিতেন, তাহার পর দীর্ঘপাদবিক্ষেপে সে স্থান হইতে দ্রুতপ্রস্থান করিতেন—যেন কি একটা বিপদের হাত হইতে পরিত্রাণ পাইলেন ! র্তাহার একটা ভাগিনেয়ী ছিল। সে তাহার মাতার সহিত নিকটবৰ্ত্তী একটী ক্ষুদ্র . বাটতে বাস করিত । পুরোহিত তাহাকে সন্ন্যাসিনী করিবেন স্থির করিয়াছিলেন । মেয়েট দিব্য সুন্দরী, একটু পাগলাটে ধরণের ; পুরোহিত তাহাকে ধৰ্ম্মোপদেশ দিলে সে হাসিতে থাকিত ; তিনি ক্রমে রাগিয়া যাইতেন ; বালিকা তখন র্তাহাকে উভয় বাহুতে বেষ্টন করিয়া চুম্বনের উপর চুম্বন দানে বিব্রত করিয়া তুলিত ; তিনি অস্তরে ইহাতে আনন্দ পাইলেও এবং পুরুষ হৃদয়ের সুপ্ত পিতৃভাব জাগিয়া উঠিলেও অনিচ্ছার সহিত আপনাকে সে স্নেহালিঙ্গন হইতে মুক্ত করিতে প্রয়াস পাইতেন। তিনি যখন কুমারীকে সঙ্গে লইয়৷ তাছাদের দৃষ্টিতে তাছা অপেক্ষ অনেক অধিক মাঠের পথে ভ্রমণ করিতে করিতে ঈশ্বরের