পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৭ বর্ষ, দশম সংখ্যা রহিয়াছে। কেবল র্তাহারাই সদস্তে পূৰ্ব্বকৃত অপবাদেব নিরীকরণে হস্ত প্রসারণ করিতে সাহস পান । জৰ্ম্মান সম্রাটের নৈতিক চরিত্র পর্য্যবেক্ষণে যাহারা প্রচুর অবকাশ পাইয়াছিলেন র্তাহীদের মধ্যে—বৰ্ত্তমান প্রবন্ধের লেখকও একজন। প্রবন্ধের অন্তর্গত রোমান্স (Romance) sfēI Giott-FH মৌলিক চিন্তাশক্তিব ফল নহে—বা কাব্য কল্পনাও নহে পবন্ত তাহা সাক্ষাৎ দর্শনে তাহার আভ্যন্তরীন্‌ চরিত্রের যথার্থ অনুবর্তন মাত্ৰ ! পৃথিবীতে বিশ্রামবিমুখ যদি কাহাকেও বলিতে হয়, তবে জৰ্ম্মান সম্রাটই সেচ লোক, —এই আখ্যা একমাত্র তাহাকেই সাজে । অপরাপর রমণীয় সামগ্রীপুঞ্জেব মধ্যে, র্তাহার অতি প্রিয় একটা মাত্র বজবই প্রাতঃসন্ধ্যায় তাহার বাহন স্বরূপ হইয়া থাকে। এই সুদৃগুমান সুরভিসম্ভারে সজ্জিত ক্ষুদ্র তরণীর আরাম কুঞ্জেও তার বিশ্রাম নাই! কোন দেশে কখন কোন বিষয়ের কতদুব উন্নতি সাধিত হইল ও কোন সাম্রাজ্যের শাসননীতি কতদূর উন্নতিশালী হইল এইরূপ আলোচনাই সম্রাটের নিকট বিশ্রাম মুখের প্রকৃত উপকরণ বলিয়া বিবেচিত হয় । এইরূপ আলোচনা ছাড়াও বজর খানি নানাবিধ জটিল বিষয়ের মন্ত্রণালয় । অশ্চির্য্যের বিষয় এই যে, সময়ের অল্পতা যতই কেন হউক না, বিষয়টার গুরুত্ববোধক ও সমস্তাস্বচক কুটস্থান র্তাহার দৃষ্টি এড়াইতে পারে না, অদ্ভুত মেধাবীর দ্যায় তৎক্ষণাৎ উত্তর প্রত্যুত্তরে সকল জটিলতা “জলবৎতরলম্” করিয়া তবে ক্ষাস্ত হন। সম্রাটের ইংলণ্ডপ্রতি র্তাহার পুত জৰ্ম্মান্দম্রাট কেইসার উইলহেলম্ పిపి ఫి চরিত্রের আর একটী নিৰ্ম্মল চিত্র । সম্রাঞ্জী ভিক্টোরিয়াকে ইনি দেবীজ্ঞানে মনোমন্দিরে পূজা করিয়া থাকেন এবং সেই হেতু কোন ইংরেজকে দেখিবামাত্রই তাহার আরাধ্যt মহীয়সী নারীর স্মৃতিচিকু মনে করিয়া সমাদরে তাহাকে আতিথ্য দান করেন । সমবেত কৰ্ম্মচারী সমক্ষে, একদ। তিনি কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, পৃথিবীর জ্ঞানী ও উৎকৃষ্ট নৃপতির আসরে সর্বশ্রেষ্ঠ স্থান পাইবার মত মাত্র দুইটী লোকের নাম করা যায়। রাজ্ঞী ভিক্টোরিয়৷ ইহঁদের মধ্যে প্রথম ও সম্রাট পিতামহ উইলহেলম্ এইরূপ কথোপকথনের পর সম্রাট, হাস্ত্যপরিহাসচ্ছলে বলিলেন—“অবশ্য আমিও ইহঁদের পরবর্তী আসন পাইতে ইচ্ছুক, কি বল ?” বাস্তবিক তিনি একটা সরলতার প্রতিমূৰ্ত্তি! মন্ত্ৰীসমক্ষে সভাস্থলে—বিদ্বীন ব্যক্তি সঙ্গমে এমন কি, সাধারণ রাজদর্শনাকাজক্ষী ব্যক্তির সম্মুখেও, বিশেষ বিনয়তৎপরতার সহিত আত্মদৈন্ততা জানাইয়া,—তিনি যে সম্রাজ্ঞী ভিক্টোরিয়া ও র্তাহার পিতামহের শাসননীতির অনুসরণ বৃত্তির আশ্রয় অবলম্বনে কাৰ্য্য কবিয়া চলিয়াছেন, ইকু স্পষ্ট ভাষায় বলিতে এতটুকু কুণ্ঠ বোধ করেন না । বাস্তবিক যখনই কোন অঘটন ঘটিবার উপক্রম হয়, কি কোন প্রকার দুর্ঘটনার অভিনয় মুরু হইবার পূর্বলক্ষণ দেখা যায় সম্রাট একান্ত অনুগতের ন্তায় ঐ মহাপুরুষদ্বয়ের কার্য্যাবলীর আলোচনা দ্বারা স্বীয় সিদ্ধান্তের উপসংহার করেন । এইরূপ গুণগ্রাহিতায় জৰ্ম্মান সম্রাটের উদারতার বেশ পরিচয় পাওয়া যায়। অন্ততম ।