পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 לצ আমাদের বর্তমান সম্রাট পঞ্চম জর্জের সহিত, কেইসারের বেশ মাখামাখি আছে। অবকাশ কালে এই দুই শাসন কৰ্ত্তার মধ্যে চিঠি পত্রের বিনিময়ও ঘটিয়া থাকে। মাম এডওয়ার্ড থাকিতে ভাগিনেয় আপন প্রিয় বজরায় করিয়া বৎসরান্তে একবার ইংলণ্ডে বেড়াইতে যাইতেন ; এই উপলক্ষে আমোদ প্রমেদে লণ্ডন নগরী মুখরিত হষ্টয়া উঠিত। কিন্তু এখন ? এখন ইচ্ছা থাকিলেও জৰ্ম্মান সম্রাট ইচ্ছার পূর্ণতাসাধনে যত্নবান হইতে পারেন না। সে গিয়াছে এক শান্তির যুগ যখন এডওয়ার্ড জীবিত ছিলেন । আর আজ ? চতুর্দিকে অস্ত্রের ঝন্‌ঝনা-গোপনে সমরানলের আয়োজন— যাহার এক অধ্যায়ের অভিনয় বলকান ক্ষেত্রেই অভিনীত হইতেছে। আরো কি হইবে কে জানে ? এই সব কারণেই জৰ্ম্মান সম্রাট, নিতান্ত ইচ্ছা থাকিলেও তথায় যাইতে পারিতেছেন না। লোকে কি বলিবে ? উদ্দেশু যাহাই থাকুক না কেন, কানাকানি ষ্ঠাকাস্থাকি ত চলিবে ! পাশ্চাত্য সুধীসমাজ জৰ্ম্মানসম্রাট কেইসারকে ইউরোপের মধ্যে “শ্রেষ্ঠতম কৰ্ম্মনিষ্ঠ পুরুষ” বলিয়া অভিহিত করিয়াছেন। এই উক্তি যে সৰ্ব্বাংশেই তাহার প্রাপ্য, তাহা বলাই বাহুল্য। ইউরোপের রাজশক্তির সহিত পরিচয় লাভ তিনি একটি প্রধান কর্তব্য বলির মনে করেন। তন্ত্রদেশে ইনি কয়েক বৎসর হইল, বিদেশ ভ্রমণে বহির্গত হইয়াছিলেন। উদেণ্ড নৃপতিদিগের সহিত কিয়দিবস একত্রে বাস ও গভীর সূক্ষ্মদৰ্শিতার ফলে তাহাদের চরিত্র ও আন্তর্জাতিক ভাবের আভাষ উপলব্ধি করা । আমরা জানি ভারতী মাধ, ১৩২৪ একদিন পরলোকগত সম্রাট এডওয়ার্ড সমগ্র ইউরোপ পরিভ্রমণ করিয়াছিলেন। কিন্তু সে বিভিন্ন উদ্দেশ্য লইয়া ! শক্তির পসরা যাহাতে ইউরোপ অধিক দিন বহন করিতে পারে, এ কেবল তাহারি জন্ত ! কিন্তু হায়, সম্রাটের চুক্তিপত্রের বন্ধনও যেন এইবার শিথিল হইয়া আসিয়াছে। জৰ্ম্মাম্রাজ বহু ভাষাবিদ। ইংরেজী ভাষা ঠিক যেন মাতৃভাষারই হায় অনর্গল বলিয়া যাইতে পারেন। বিদেশী ভাষায় তাহার এরূপ অদ্ভূত ক্ষমতা সম্বন্ধে প্রশ্ন উঠায় তিনি বলিয়ছিলেন-—“আমি ইংরেজী ও জৰ্ম্মান ভাষার মধ্যে কোনট আগে শিখিয়াছি, মনে নাই ।” সম্রাট কেইসার অতি প্রত্যুষেই শয্যাত্যাগ করেন । কেহ কেহ তাহার সম্বন্ধে এমনও বলেন যে, তিনি মোটেই ঘুমান না। সারা রাত জাগিয়া কেবল কাজের বোঝা লাঘব করিতে থাকেন। রাজপ্রসাদের প্রত্যেক শয়ন কক্ষের পাশ্ববৰ্ত্তী স্থানে একটা করিয়া অধ্যয়নাগার নির্দিষ্ট আছে – এইরূপে দ্বাদশট কক্ষে দ্বাদশটি পাঠাগার সংযুক্ত। সন্ধ্যা হইলেই সম্রাট প্রথমটীতে গমন করেন ও ঘণ্টাকাল কাটাইয়। দ্বিতীয়টতে প্রবিষ্ট হন, এইরূপে সারা রাতে দ্বাদশট ও কোষ্ঠ পৰ্য্যায়ক্রমে ঘুরিয়া থাকেন। ইহার মধ্যেও অন্য কাজ আছে,—এইরূপ কাজকৰ্ম্ম পড়াশুনার মাঝে তিনি কখন আহার ও নিদ্রামুখ উপভোগ করেন তাহাই আশ্চৰ্য্য ! পাশ্চাত্য সুধীসমাজ হয় ত এই জন্তই তাহাকে সমগ্র ইউরোপের শ্রেষ্ঠ কৰ্ম্মনিষ্ঠ পুরুষ বলিয়া সিদ্ধান্ত করিয়াছেন । ইউরোপ