পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ-বর্ষ, দশম সংখ্যা কেন,—সমগ্র পৃথিবীতে এরূপ কৰ্ম্মাসক্ত পুরুষ দুইটী আছে কি ন সন্দেহ । কার্য্যের প্রতি এত অধিক অসুরক্ত হইলেও মাঝে মাঝে এরূপ শুনা যায় যে, স্থানীয় থিয়েটারেও ইনি যোগ দিয়া থাকেন। রঙ্গালয়ে অভিনয়ের ধূম চলিতেছে, রহস্য বেশ জটিল হইয়া আসিয়াছে, রাত্রিও প্রায় দুই প্রহর,— হয়ত এমন সময়েই সম্রাট নাচ গান, হাসি তামাসা ফেলিয়া কৰ্ম্মের টানে বার্লিন রাজপ্রাসাদে প্রত্যাবৃত্ত হইলেন। আর অমনি পূৰ্ব্বকৃত অসমাপ্ত কার্য্যে মনোনিবেশ করিয়া উহার বাকী অংশ শেষ করিয়া ফেলিলেন । এইরূপে যখন নগরীর লোকসকল একবার ঘুমাইয়া আবার দিবালোক প্রকাশের বাকী দুই ঘণ্টার জন্ত দ্বিতীয় বার নিদ্রার ক্রোড়ে শ্রমসন্তপ্ত দেহ ঢালিয়া দেয়, তখনও জাৰ্ম্মান সম্রাটের কক্ষস্থিত আলোক নিৰ্ব্বাণ প্রাপ্ত হয় না । - এই ত গেল রাত্রির কথা । দিবাভাগে যে পরিমাণ কাৰ্য্য তিনি করিয়া থাকেন, উহা বাস্তবিকই বিস্ময়কর। প্রত্যেক কার্ঘ্যের বিবরণ লিখিয়া রাখিবর জষ্ঠ সৰ্ব্বদাই বহু ংখ্যক সেক্রেটাবী তাহার পশ্চাতে লাগিয়া থাকে, কিন্তু তাহাকে সাহায্য করা দূবে থাকুক, সম্রাটকে অনুসরণ করিতেই বেচারাদের সময় চলিয়া যায় । আর যদি র্তাহার কোন কাজে হাতই দেন ত তাহt অৰ্দ্ধেক শেষ করিতে না করিতেই আবার সম্রাটের নুতন তাগিদ তাহদের ব্যস্ত করিয়া তুলে । সময়ের অনাবশ্বক পরিক্ষেপ যিনি আদেী পসন করেন না। - ভারত সম্রাট পঞ্চম জর্জের সুশৃঙ্খল কাৰ্য্য জৰ্ম্মানসম্রাট কেইসার উইলহেলম্ >s প্রণালী বিশেষ ভাবে খ্যাতি লাভ করিয়াছে । অনেকে অভিযোগ করিয়া থাকেন জার্মান্‌ সম্রাটের কার্য্য কলাপে শৃঙ্খলার লেশ মা ও নাই। যদি এতদূর অমুযোগ তীখকে দিত্তেই হয়, তবে জানা উচিত যে উহা দ্রুত কাৰ্য্যপ্রিয়তার আমুসঙ্গিক দোষ । এই যেমন ধরা যাকৃ, মন্ত্রীর নিকট তিনি এক জরুরী, পত্র লিখিতেছেন, এমন সময়ে সৈন্ত বিভাগের এক অভিযোগ আসিয়া উপস্থিত হইল, তিনি সে চিঠি লেখা ফেলিয়, প্রাপ্ত অভিযোগের যথার্থ উত্তর প্রদানে নিযুক্ত হইলেন । ইহাতেই বেশ বুঝা যায় সম্রাট কখনও ভিড়ে চাপা পড়েন না ; সকল সময়েই কৰ্ত্তব্যের প্রতি র্তাহার চিত্ত সজাগ ও সচকিত থাকে । - সম্রাটের একমাত্র কণ্ঠ প্রিন্সেস্ ভিক্টোরিয়৷ লুসি আশৈশব পিতার সঙ্গী ; যখন কাৰ্য্যব্যপদেশ তিনি ইউরোপের প্রত্যেক রাজশক্তির সহিত পরিচিত হইতেছিলেন, প্রাণাধিক কন্ত। তখনো পিতার সঙ্গ ভ্যাগ করেন নাই। জীবনের প্রতিপদ বিক্ষেপে,— আলোড়ন বিলোড়নের মাঝে সম্রাটের একনিষ্ঠ সাধক —একমাত্র সঙ্গী তাহার এই কস্তা ! প্রাত্যহিক অভ্যাস অনুযায়ী বিশ্রাম মুখ উপভোগ করিতে সম্রাট প্রায়ই বজরায় কাল কাটাইয়া থাকেন—কন্ত লুসিও, পিতার আমোদ প্রমোদে যোগ দান করেন । কোন কোন পাঠক হয়ত কেইসারকে বেরসিক ঠাওরাইয়াছেন । কিন্তু আসলে তা নয়, শুনিলে আশ্চৰ্য্য বোধ করিতে হয় যে তাহার ন্যায় । কৰ্ম্মাসক্ত পুরুষও গীত