পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দশম সংখ্যা একবার কেইসারেব সহিত রাজ্ঞী মেরীর এ বিষয়ে বেশ বাদামুবাদ চলিয়াছিল । তাহাদের উত্তর প্রত্যুত্তরের প্রয়োজনীয় অংশটুকুই উদ্ধত হইল । কেইসার প্রশ্ন করিলেন—“What can women know of politics p" শাস্তম্বিন্ধ স্বরে মেরী প্রত্যুত্তর করিলেন— Just about as much as a man knows of the organization of a nur sery and the rearing of a family. কেইসাব চুপ করিয়া রহিলেন। প্রতিবাদের দ্বিতীয় শব্দ না করিয়া কথার সুর বদলাইয়া দিলেন । ভাগিনেয় কেইসারের মাতুলপ্রতি তাহার চরিত্রের আর একটা মধুর দিক । এডওয়ার্ডকে তিনি কতদূর শ্রদ্ধার চক্ষে দেখিতেন—কতদূর অন্তরতম ভাবিতেন, জনসমাজ সে কথার একাংশও বিদিত নহে । একটা ঘটনা হইতেই তাহার আন্তরিক ভাবের বেশ পরিচয় পাওয়া যায়। তথন তিনি মন্ত্রীর সহিত মন্ত্রণায় নিযুক্ত, খবর আসিল, ইংলণ্ডের রাজা মৃত্যুশয্যায় শায়িত ! অমনি জৰ্ম্মানসম্রাট দুই হাতে মুখ ঢাকিয়া ফেলিলেন ; শোকবিজয়ীর হৃদয় কোন অভূতপূৰ্ব্ব বেদনায় পরিপ্লুত হইয়া উঠিল। কেইসার কাদিয়া ফেলিলেন ।......সাম্রাজ্যের প্রতি শত কৰ্ত্তব্য উপেক্ষা করিয়া সেই মুহূর্তেই লগুনাভিমুখে যাত্রার জন্ত যথোপযোগী আয়োজনের আদেশ প্রচারিত হইল। সঙ্গে সঙ্গে ইহাও বলা হইল, যেন কেহই তাহাকে নিরস্ত করিবার অভিপ্রায়ে জীবনবাহী চির অভিশাপ অর্জন না করেন । এইরূপে জৰ্ম্মান্ত্ৰাট কেইসার উইলহেলম্ ১১২৩ — নানাপ্রকারে—যাবতীয় কার্য্যের মধ্য দিয়! ইংলণ্ডেব প্রতি র্তাহার গভীর আসক্তি প্রকাশ হইয়া পড়িয়াছে! আমরা জানি ইউরোপের পঞ্চ শক্তির মধ্যে ইংরেজ ও জাৰ্ম্মান শক্তি ক্ষমতার তোলদণ্ডে সম-ওজনে বিবাজমান্‌— কিন্তু এই সমতাই আবার উভয়ের বিবোধের কারণ। ইংরেজ শক্তির কার্যকলাপ একটু চাপা ধরণেব । এইরূপ চাপা ভাব প্রায় সমস্ত ইউরোপীয় রাজশক্তির মধ্যেই হইয় পড়িয়াছে। কিন্তু জৰ্ম্মান সম্রাট ইহার অনুকরণে এখন পর্য্যন্তও অনুপ্রাণিত হন নাই। আত্মগোপন র্তাহার পক্ষে একান্ত অসহ-গোপনে বৃহৎ কার্য্যের অনুষ্ঠান তাহার মত বিরুদ্ধ। নববর্ষে জৰ্ম্মান দেশে “Mock Fight”এর প্রবল ধুম পড়িয়া যায়-প্রায় সপ্তাহ খানিক ব্যাপিয়া "ছল যুদ্ধ” চলিতে থাকে । জৰ্ম্মান রণসম্ভারের রণনৈপুণ্য পরিদর্শক শুধু সম্রাট একক নহেন—পরন্তু নানাদেশীয় যুদ্ধবিদ্যাবিশারদ ব্যক্তিবর্গ এই রণক্রীড়া পরিদর্শন করিয়া থাকেম । এই উপগক্ষে ইংলণ্ডের প্রধান প্রধান সেনাপতি নিমন্ত্রিত হইয়৷ সম্রাট কর্তৃক মহোৎসাহে অভ্যর্থিত হন এবং বার্লিন রাজপ্রাসাদে একত্র পানাহারে রাজসম্মান ভোগ করিয়া থাকেন । জৰ্ম্মান সম্রাটের এবম্বিধ শিশুসারল্য বৈদেশিক সেনানায়কের মন বিস্ময়ে কৌতুহলে স্তম্ভিত করিয়া দেয় ! এইবার সম্রাট চরিত্রের একটা অদ্ভুত কাহিনী বলিব, সেটা এই যে, ইনি বহুল পোষাক পরিবর্তন বড়ই পছন্দ করেন ! তাহার ১২টি সজ্জাগৃহ এবং বারটি লাইব্রেরি এই চতুৰ্ব্বিংশ প্রকোষ্ঠের স্থানে স্থানে কত