পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতীয় মহাসমিতি করাচীতে এবারকার জাতীয় মহাসভার অধিবেশন সুচারুরূপে সম্পন্ন হইয়া গিয়াছে। অভ্যর্থনা সমিতিৰ সভাপতি মাননীয় শ্ৰীযুক্ত হরচন্দ্র রায় বিষণদাস বিভিন্ন প্রদেশের সমাগত ডেলিগেটদিগকে স্বাগত সম্ভাষণ জানাইবাব সময় হিন্দু মুসলমান ঐক্যের প্রসঙ্গে এইরূপ বলিয়াছেন ;-- উভয় সম্প্রদায়েব মধ্যে দিন দিন যে সখ্য ভাব দেখা যাইতেছে তাহ সমগ্র দেশের পক্ষে মঙ্গলে বই সূচনা করিয়া/ দিতেছে। গত বৎসব অভ্যর্থন সমিতির A. যে আনন্দপূর্ণ ভবিষ্যৎ বাণী করিয়াছিলেন তাহ ক্রমশ সাফল্যেৰ অভিমুণে অগ্রসব হইতেছে। পয়ত্ৰিশ কোট মানব জাতিবর্ণনিৰ্ব্বিশেষে এক প্রাণে, একত্রে শান্তিতে উন্নতির পথে অগ্রসর হইতেছে ;—সকলেরি উদ্দেশ্য, চেষ্টা, সাধনা, আকাঙ্ক্ষ, অধ্যবসায় সেই এক মাতৃভূমিৰ সেবা–এ অপূৰ্ব্ব দৃপ্ত কবিকল্পনা নয়, স্বপ্নমুগ্ধেব মানসছবি নয়, ইহা বাস্তব ঘটনা । মুসলমানদিগের মধ্যে নব জাগরণের প্রকাশ সমগ্ৰ দেশবাসীর পক্ষে বিশেষ আনন্দের বিষয়। আমরা ভায়ে ভায়ে এক মিলিয়া জ্ঞাতিলিবোধ ও তুচ্ছ স্বার্থের প্ররোচন ভূলিতে পারিলে, তবেই না মাতৃভূমির উন্নতি সাধিত হইবে ? মুসলমানগণ দেশধৰ্ম্মের উদারতা, কৰ্ত্তব্যনিষ্ঠ যতই গভীর রূপে অনুভব করিবেন—ততই না ভারতীয় জাতি মুদৃঢ় রূপে গঠিত হইবে ? ১২ কেবলমাত্র হিন্দু নয়, মুসলমান নয়, পার্গি জৈন নয়, প্রত্যেকের এবং প্রত্যেক জাতিরই উন্নতিতে—জাতীয়জীবনের সম্পূর্ণতা, সৰ্ব্বাঙ্গসুন্দর পরিণতি । মোসলেম লীগের পরিচালকসমিতি গভ 3&I: H. H. Aga Khan qā casts ভারতবর্ষের পক্ষে ব্রিটিশরাজের আশ্রয়ে স্বায়ত্তশাসনই যে আদর্শ শাসন প্রণালী স্বীকার করিয়াছেন। ইহা হইতেই জানা যাইতেছে— জাতীয় কৰ্ত্তব্য সম্বন্ধে তাহাদিগের আর কোন মতভেদ নাই। আমরা সকলেই আকাঙ্ক্ষপ্রণোদিত হইয়া একই লক্ষ্যের অভিমুখে স্থির ভাবে অগ্রসর হইতেছি। কাব্য সাহিত্য দর্শন এবং ধৰ্ম্ম শাস্ত্র আলোচনা করিয়া হিন্দুর বিংশতি বৎসর পকে মুসলমানও সেই পথের যাত্ৰী হইয়াছে। আমাদের সকলেরই এক স্বার্থ মাতৃভূমির দুঃখ নিরাকরণ ; আমাদের সকলেরই হৃদয় সমস্বরে বলিতেছে “নমে হিন্দুস্থান।” জাতীয় মহাসমিতির সভাপতি নবাৰ সৈয়দ মহম্মদের বক্তৃত সুদীর্ঘ। তাছাতে তিনি বহু অপিষ্ঠকীয় বিষয়ের আলোচনা করিয়াছেন এবং মীমাংসা করিতে চেষ্টা করিয়াছেন। তন্মধ্যে বিশেয বিশেষ বিষয়গুলির উল্লেখ করিয়াই এস্থলে ক্ষান্ত হইব। হিন্দু মুসলমানদিগেব ঐক্য সম্বন্ধে সভাপতি বলিয়াছেন ;– “আজ বহু বৎসর পূর্বে ১৮৮৭ সালে মন্দ্রিজে জাতীয় মহাসভার তৃতীয় অধিবেশনের