পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وهxادط}}نې ন্দিরে পেশওয়ার সহিত সাক্ষাৎ করিতে ন । পেশওয়ার মধুরালাপে প্রত হইয় যমন মন্দিরের বাহির হইলেন অমনি kল্লাদের খড়গাঘাতে ব্রাহ্মণের অপঘাত মৃত্যু । এই ব্ৰহ্ম9ত্যার মুল প্রবর্তক ত্রিম্বকজ । কিন্তু পেশওয়া যে নিতান্ত নির্দোষী ছিলেন হি1 নহে—র্তাহাকেও সত্বর এ পাপের Aায়শ্চিত্ত ভোগ করিতে হইল। বাজিরাওয়ের রাজ্যে শাসন ডঙ্কা বাজিয়া উঠিল । রেসিডেণ্ট এলফিনিষ্টন সুবিচক্ষণ এলফিনিষ্টন সাহেব তখন পুণায় ব্ৰিটিষ কাৰ্য্যকৰ্ত্তা । ত্রিম্বকজা এই হত্যকাণ্ডের মূলপ্রবর্তক সপ্রমাণ হওয়াতে এলফিনিষ্টন তাহাকে পেশওয়ার নিকট হইতে চাহিয়া পাঠান। বাজিরাও প্রথমত ইতস্তত করেন, পরে তাড়া পাইয়া অগত্য প্রিয়তম ত্রিম্বকজাকে ইংরাজ হস্তে সমর্পণ কবিতে বাধ্য হইলেন—ত্রিম্বকজী থানার দুর্গে বন্দী রছিলেন । তাহার উপর ইউরোপীয় সান্ত্রীদের চৌকি পাহারা । কতকদিন পরে তিনি ইউরোপীয় গার্ডদের চক্ষে ধূলি দিয়া পলায়ন পুৰ্ব্বক পাহাড় পৰ্ব্বতে অদৃশু ভাবে ফিরিতে লাগিলেন। - বাজিরাও এইক্ষণে ইংরাজদের তাড়াইবার নানান পন্থা দেখিতে লাগিলেন। এই অভিপ্রায়ে সিন্দে হোলকর নাগপুর রাজা পিণ্ডারী দসু্যদল, এই সকল লোকদের সঙ্গে ষড়যন্ত্রে সৈন্ত সংগ্ৰহ করিতে থাকেন। তাহার সৈন্ত সংখ্যা দিন দিন বৃদ্ধি হইতে চলিল এবং কুলি ভাল প্রভৃতি বন্য জাতীর মধ্য হইতে সৈন্য সংগ্ৰহ উদ্দেশে ত্রিম্বকৰ্জীকে অর্থ সাহায্য ভারতী ফাঙ্কন, ১৩২৯ জন্য পাঠানো হইল। এলফিনিষ্টন সাহেব চরমুখে সমস্ত বৃত্তান্ত অবগত হইতেছেন, বাজিরাও এইরূপ আচবণে নিজের কত হানি করিতেছেন–রাজ্যকে কি ঘোর সঙ্কটে ফেলিবার উদ্যোগ করিতেছেন, ইত্যাদি র্তাহাকে কত বুঝাইলেন। তাহাতে যখন কোন ফল হইল না তখন পেশওয়াকে স্পষ্ট বলা হইল “ত্রিম্বক জীকে দেশান্তরিত করিতে হইবে যদি না কর তাহা হইলে ইংবাজদের সঙ্গেই নিশ্চয় যুদ্ধ বাধিবে । এই বেল প্রতিজ্ঞাপত্র লিখিয়া দেও এই করারের বন্ধক স্বরূপ দুর্গত্রয় আমাদের হস্তে রাখিয়া দেও নইলে পুণা এখনি সৈন্ত বেষ্টিত হইবে।” পরে পেশওয়াকে আষ্টে পৃষ্ট্রে বাধিয়া ফেলিবার অভিপ্রায়ে তাহাকে পূৰ্ব্বাপেক্ষ আরো কঠোর সন্ধিবন্ধনে আবদ্ধ করিলেন । অবশেষে গবর্ণর জেনেরালের আদেশ ক্রমে পুণার সন্ধি স্বাক্ষরিত হইল। - র্তাহার স্বাধীনতার যাহা কিছু অবশিষ্ট ছিল, তাহ। সমুলে নিৰ্ম্মল । এবং পুণার সন্ধি ১৮১৭ বাজিরাও ইংরেজদের সঙ্গে বলে পারিয়া উঠিবেন না বিলক্ষণ জানিতেন ; তাই প্রকাশু্যে কোন শক্ৰতাচরণ করিতে পারেন না, গোপনে সৈন্ত সংগ্রহে নিরস্ত হইলেন না। বাজিরাও যে মতলবে সৈন্ত সংগ্ৰহ করিতেছেন তাহ বুঝিতে পারিয়া এলফিনিষ্টন তাড়াতাড়ি বোম্বাই হইতে একদল ইউরোপীয় ফৌজ আনাষ্টয়া পুণার ক্রোশ দুই দূরে খিড়কী ক্ষেত্রে আডড গাড়িলেন। ৫ই নবেম্বর যুদ্ধারম্ভ ।