পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, একাদশ সংখ্যা খিড়কী যুদ্ধ ৫ই নবেম্বর ১৮১৭ ইংরাজদের সৈন্ত বল সবগুদ্ধ ২৮০০ পদাতিক, তন্মধ্যে ৮০০ ইউবোপীয় সেন । মারাঠীদের ১৮০ ০০ অশ্বারোহী ও পদাতিক ণ হইতে খিড়কীর পথ পর্য্যস্ত tും , সেনায় সেনায় আচ্ছাদিত। বাপু গোখলে মারাঠী সেনাপতি । গোখলে একদল সিপাহির প্রতি লক্ষ্য করিয় তাহার বিরুদ্ধে ৬০০০ বাছাবছো অশ্বচালনা করিলেন— সওয়ারের মহাবোখে হল্লা করিয়া চলিল— সেই সঙ্গে নয়মুখী কামান-ব্যাটারি হইতে গুলিগোলা বর্ষিত হইল। এই অশ্বচাল চালনে আশানুরূপ ফললাভ হইল না, বরং উণ্টোৎপত্তি হইল। দুই সৈন্তের মাঝখানে একটা প্রকাণ্ড গৰ্ত্তের মতন ছিল, কতকজন সোয়ার প্রথম ঝেণকে তাহার মধ্যে গিয়া পড়িল, কতক বা গুলি খাইয় ধরাশায়ী হইল –অবশিষ্ট সওয়ারের পিছু হটয়া গেল । আমার বোম্বাই প্রবাস × ×wፃ সওয়ারদের পরাভবে মারাঠী সেনারা এমন দমিয়া গেল যে আর কেহই এগোইতে সাহস করিল না। সন্ধ্যাব মধ্যে এই বিপুল সৈন্ত সশবাবে অন্তর্ধান । ইংরাজের রিপু শূন্ত সমরক্ষেত্র অধিকার করিয়া রহিল । এই রণে ইংরাজদের সামান্য ক্ষতি, মারাঠীদের ৫০০ লোক মাব পড়ে । পেশওয়া সেনা মণ্ডলী পবিবৃত হইয়া পাৰ্ব্বতী মন্দির হইতে খিড়কীর যুদ্ধ দেখিতেছিলেন। সুৰ্য্যোদয়ে র্তাহার সৈন্যদলের উৎসাহ কোলাহলে আকাশপুর্ণ—স্বৰ্য্যাস্তের মধ্যে সে সমস্ত সৈন্য ছিন্নভিন্ন হইয়া কোথায় চলিয়া গেল, তাহার চিত্নমাত্র রহিল না। He counted them at break of day, And when the sun set where were they প্রভাতে গণিয়া সেনা হরষে বিহবল, ভানু যবে অস্তাচলে কোথায় সে বল ? বাজিরাও-এর গ্রহ মন্দ । ইংরাজদের প্রসাদে তিনি সিংহাসন লাভ করিলেন— ইংরাজদের মারিতে গিয়া নিজে মরিলেন। ১৫ই নবেম্বর ব্ৰিটিষ সৈন্তের পাৰ্ব্বতী মন্দির পুণ অধিকার, তখন হইতে মহারাষ্ট্র রাজ্য ইংরাজদের করতলন্তস্ত হইল। নববর্ষারম্ভে পুণার অনতিদূর কোরেগামে আর এক যুদ্ধ হয়, তাহাতে দুৰ্দ্ধৰ্ষ ইংরাজপ্রতাপের দ্বিতীয় বার পরিচয় পাইয়া বাজীরাও সেই যে স্বদেশ ছাড়িয়া উৰ্দ্ধশ্বাসে পলাইলেন, আর ফিরিলেন না । দেশ দেশান্তরে তাড়িত হইয়। অবশেষে তিনি সরজন