পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

う>b* মালকমের হস্তে আত্ম-সমৰ্পণ করিলেন এবং অতঃপর উদার পেন্সন ভোগে কানপুব সন্নিহিত বিঠরে কালংরণ করিতে লাগিলেন । সিপাহী বিদ্রোহের সূত্ৰধার কুরাচার নানা সাহেব এই বাজিরাও-এর পোষ্যপুত্র। শতবর্ষায়ত পেশওয়া বংশ তাহাতেই বিলীন হইল। পুর্ণা ও পুণার অধীনস্থ সমস্ত প্রদেশ ইংরাজ রাজ্যভুক্ত হইল । আহমদনগর আহমদনগর দক্ষিণ প্রদেশের একটি নামাঙ্কিত নগর। মোগল যুগে ইহার পত্তন হয়। বিপ্লবের মধ্যেই ইহার জন্ম ও বিচিত্র ঘটনার মধ্য দিয়া কিরূপে ইহা ব্ৰিটিষ রাজ্যের অধীন হইল তাহীর সংক্ষিপ্ত বিবরণ এই ঃ– সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে মোগল সম্রাট ভারতের সৰ্ব্বোচ্চ শিখরে আরূঢ়। দক্ষিণাত্য তখনো মোগল যুপ স্বন্ধে বহন করে নাই, ক্রমে দিল্লীর সম্রাট দক্ষিণ ভারতবর্ষে স্বীয় আধিপত্য . বিস্তারে ব্ৰতী হইলেন। ১৩৪৭ খৃষ্টাব্দে আল্লাউদ্দীন দক্ষিণের সুবিস্তৃত প্রদেশ অধিকার করিয়া ‘বামন রাজবংশ সংস্থাপন করেন। ইহার দেড়শত বৎসরের কিছু পরে দক্ষিণের সেই মহাবল পরাক্রান্ত বামন বংশ ধবংস হইয়া তাহাৰ ভগ্নাবশেষ হইতে বিজাপুর আহমদ নগর গলকগুী প্রভৃতি পঞ্চ মুসলমান রাজ্য সমুথিত হইল। ১৫৬৫ অব্দে মুসলমান রাজার দলবদ্ধ হইয়া বিজয়নগরের হিন্দুরাজাকে তালিকোট যুদ্ধে পরাভূত করিয়া দক্ষিণে মুসলমানদের একাধিপত্য স্থাপন করিলেন। দক্ষিণ রাজকুলের শ্ৰীবৃদ্ধি দেখিয়া ভারতী ফাঙ্কন, ১৩২৪ মোগল সম্রাটের ঈর্ষানল উদ্দীপ্ত হইল। আকবরের সময় হইতেই তাহার বশীকরণ চেষ্টা প্রবর্তিত হয় ও র্তাহার পৌত্র সাহাজি হানের রাজত্বকালে আহমদনগর মোগল রাজ্য ভুক্ত হয় । সুলতান বত্বান নিজাম সার মৃত্যুর পর আহমদ নগর দুই দলে বিভক্ত হয় ; সুবিখ্যাত চাদবিবি তন্মধ্যে একদলের অধিনায়িকা ছিলেন । অপব দলের দলপতি মোগলসম্রাটের শরণাপন্ন হইয়া আকবরের পুত্র দুবরাজ মোরাদকে পত্র লেখেন। মোরাদ তখন গুজরাটে ছিলেন। মোগলের দক্ষিণাত্যে হস্তক্ষেপ করিবার অবসর অনেককাল খুজিতেছিলেন, র্তাহারা এই সুযোগ ছাড়িবার পাত্র নন । সম্রাটের আদেশ ক্রমে মোরাদ আহমদ নগরের সম্মুখে সসৈন্ত উপনীত হইলেন। চাদবিবি আহমেদনগর আক্রমণ কালে সুলতান চাদবিবি যে অসাধারণ বীরত্ব ও দেশানুরাগের পরিচয় দিয়াছিলেন র্তাহাতে র্তাহার নাম ও অঞ্চলে চিরস্মরণীয় হইয়া রহিয়াছে। তিনি তাহার আত্মীয় বিজাপুর সুলতানের সাহায্য প্রার্থনা করিয়া পাঠাইলেন কিন্তু সুলতান সময় মত আসিতে পারিলেন না । চাদবিবি একলাই তার বিচ্ছিন্ন সৈন্তবল একত্রিত করিয়া মোগলবলের বিপক্ষে কটবদ্ধ হইয়া দাড়াইলেন। এদিকে যুবরাজ মুরাদ সৈন্তসামন্তে নগর বেষ্টন করিয়াছেন, স্থানে স্থানে স্বড়ঙ্গ প্রস্তুত, কিন্তু রাণী কিছুতেই বিচলিত হইবার নন। প্রত্যহ অশেষ সঙ্কটের মুধ্যে