পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, একাদশ সংখ্যা উৎসর্গ করে সাংসারিক সৰ্ব্ব প্রকার ভোগ বিলাসিত ত্যাগ কবে ব্রহ্মচৰ্য্য আশ্রয় করেছেন, খুব মহৎ অন্তঃকরণ তাতে সন্দেহ কি ? আমার অনুমান ইনি একজন ভগবদ্ভক্ত, ভগবৎ জ্ঞানের উপাসক। কিন্তু আমার মনে হয় ইনি এবং এর সঙ্গীরা এখনও সাধনার উচ্চ সোপানে আরোহণ করবার যোগ্যতা লাভ করেননি। কেন না যে মহাত্মা মহানন্দময় মহদৈশ্বৰ্য্যের অধিকারী হয়েছেন তিনি কি এমন বিপথ ধরে সমুদ্র পার হতেন ? আমার মনে হয় এর কোন শিক্ষিত যোগীর শিষ্য। শীঘ্রই এর সাধনার উচ্চ অবস্থায় উপ নীত হবেন । আমি ত এই রকম আন্দাজ কচ্চি ?” এসথার সিড়ীর উপরকাব গোলাপ গাছের গুস্ক পাতাগুলা ছিড়িয়া ফেলিতেছিল, বাবার "পানে ফিরিয়া বিষণ্ণ মুখে জিজ্ঞাসা করিল “এত ভাল ভাল জায়গণ থাকৃতে এই সব সাধু মহাত্মাদের এই অনুৰ্ব্বর স্কটল্যাণ্ডের জলাভূমি কেন পছন্দ গেল বাবা ?” তাহার কণ্ঠের কাতরতার স্থর আমাদের মনেও বেদনার দোলা দিয়া গেল। বাবা বিচলিত ভাবে মাথার চুল গুলা ঘন ঘন কওয়ন করিতে করিতে চিন্তিত মুখে উত্তর দিলেন “তাইত এ কথাটা আমি ভেবে দেখিনি, এ সম্বন্ধে তুমি আমার পেরিয়ে গেছ বাছা ! তবে অনুমান যে করা যায় না এমন নয়-সহরের কাছে থেকে ও নির্জন তাই পছন্দ করেচেন—আর কি কারণ থাকৃতে পারে ? যতক্ষণ এরা আমাদের দেশের শাস্তি ভঙ্গ না কচ্চেন ততক্ষণ ত অামাদের ভাবনার কোন দরকারও নেই।” আমি কহিলাম “আপনি গুনেচেন কি যে এই সৌধ-রহস্ত • > &&& সব উন্নত সাধকদের এমন সব অস্তুত ক্ষমতা আছে যা আমরা কল্পনাও করতে পারি না।” “কেন প্রাচ্য পুস্তকাবলী এই সব কথাতেই ত পরিপূর্ণ। বাইবেলও একখান প্রাচ্য পুস্তক । এর প্রত্যেক পৃষ্ঠাইত এই সুকল ক্ষমতার কথা প্রকাশ কচ্চে। এটা খুব সত্যি যে আমরা যে শক্তি যে জ্ঞান হারিয়ে ফেলেচি প্রাচ্যের সেই বিষয়ে অনেক উচ্চে আরোহণ করেচেন। অবশু আধুনিক সাধকের সেই মহান শক্তির অধিকারী কিনা সে সম্বন্ধে আমার কোন অভিজ্ঞতা নেই, আমি বলচিও না কিছু।” আমি চিন্তিত মুখে জিজ্ঞাসা করিলাম “আচ্ছা-এর কি প্রতিহিংসাপরায়ণ ? এদের ভিতর কি এমন কোন অপরাধ আছে যার দও মৃত্যু ভিন্ন আর কিছুই নেই ?” বাব বিস্মিত নেয়ে আমার পানে চাহিয়া উত্তর দিলেন “আমি ত কিছু জানি না। “অহিংসা পরমো ধৰ্ম্ম” এই যাদের নীতি তাদের মধ্যে এমন ব্যবস্থা না থাকাই অন্তত উচিত। কিন্তু ওয়েষ্ট, এলখার আমি বুঝতে পাচ্চিন তোমাদের হয়েচে কি ? আজ যেন বড় উৎকণ্ঠিত মনে হচ্চে ? তোমার এ রকম প্রশ্নের মাসে কি ? আমাদের প্রাচ্য আগস্তুকের তোমাদের মনে কোন রকম কৌতুহল বা ভয় জাগিয়ে তুলেছেন কি ?” - মনে মনে লজ্জিত অমৃতপ্ত হষ্টলেও বাবার কাছে কোন কথা খুলিয়। বলা সঙ্গত মনে হইল না। এ সংবাদে র্তাহাকে ব্যথিত করিয়া তুলা ছাড়া অপর কোন ফল হইবে না। র্তাহার শরীর ও বয়স এখন বিশ্রাম লাভের অবসর চাহিতেছিল