পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, একাদশ সংখ্যা আচাৰ্য্য মোক্ষমূলর এই পঞ্চজনকে "Five nations” (১) বলিয়া অনুবাদ করিয়াছেন। সুতরাং পঞ্চজন শব্দে যে পঞ্চজাতিকে বুঝাইতেছে তাহাই আমরা বুঝিতে পারিতেছি। পাশ্চাত্য পণ্ডিত মিউর (Muir) পঞ্চজনের অনুবাদ (Five tribes) (২) লিখিয়াছেন । ইহার অর্থ পঞ্চজাতি হয় । ইহা হইতে আমরা অনুমান করিতে পারি যে মূল আর্য্য জাতি প্রথম পাঁচ শাখায় বিভক্ত ছিল । যেমন পঞ্চজনের উল্লেখ বেদে দেখা যায় তেমনই "সপ্ত মনুষ্যের’ উল্লেখও তাহাতে দেখা যায় ; যথা :– “যে অগ্নি সপ্তমানুষঃ শ্রিতে বিশ্বেষু।” তম{গম্ম । ৮ ঋগ্বেদ ৮ম মণ্ডল ৩৯ ফুক্ত । “যে অগ্নি সপ্তমনুষ্য বিশিষ্ট ও সমস্ত নদীতে আশ্রিত, আমরা তাহার নিকট গমন করি।" পূৰ্ব্বে আমরা ‘পঞ্চজন’ ও পরে যে ‘সপ্ত মানুষের’ উল্লেখ প্রাপ্ত হইয়াছি, ইহার তাৎপৰ্য্য আমরা ইহাই মনে করি যে পূৰ্ব্বে আৰ্য্যগণ কেবল জন অর্থাৎ জাত বলিয়াই আপনাদিগকে অভিহিত করিতেন। এই জন্তই বেদের অপর একস্থলে (৬৬১৷১২) আমরা ‘পঞ্চজাত বলিয়াও তাহাদিগকে বর্ণিত দেখিতে পাই। পরে যখন মসুর অভু্যদয়ের সঙ্গে সঙ্গে আর্য্যগণ র্তাহার সন্ততি বলিয়া পরিচিত হইতে লাগিলেন—তখনই র্তাহাবা “মানুষ’ বলিয়। কথিত হইতে লাগিলেন। আর্য্যগণ মনুর পূর্বে পঞ্চজাতিতে বিভক্ত ছিল—মমুর সময় তাহদের বংশ (১) রমেশ বাবুর ঋখেদামুবাদ ১১৩১ খৃঃ। (২) রমেশ বাবুর ঋগ্বেদ মুবাদ ১৩•৫ খৃঃ । মুল-আৰ্য্যজাতি ১২২৯ বৃদ্ধি হইয় তাহারা—সপ্তজাতিতে বিস্তার লাভ করিয়াছিলেন—তাহাতেই তাহার। তখন সপ্ত মানুষ বলিয়া বর্ণিত হইয়াছেন। এই সময়ে এই বংশবিস্তার দ্বার স্থানাভাব ঘটাতেই সম্ভবতঃ আৰ্য্যগণ নুতন বাসস্থানের সন্ধানের জন্ত পরস্পর হইতে বিচ্ছিল্প হইয়া নানাদিকে গমন করিয়াছিলেন। পাশ্চাত্যদিগের মধ্যে আমরা মনুষ্য বাচক যে "man" শব্দ দেখিতে পাই—তাহাতে র্তাহারা যে মসুরই বংশধর তাহারই নিদর্শন যেন দেখিতে পাওয়া যায় । কারণ মক্কু শঙ্ক নমন মন ধাতু হইতে নিম্পন্ন হইয়াছে—"man" শব্দও তদ্রপ মন্‌ ধাতু হইতেই নিম্পন্ন হইয়াছে । বর্তমান ভাষা-বিজ্ঞানে মূল আর্য্যজাতির আদি বিভাগও তাহাদিগের প্রাচ্য ও প্রতীচ্যু উপনিবেশ বিস্তারের এইরূপ সংক্ষিপ্ত ইতিহাস

  • ों 8भ्रं शृ[ग्न !

“The Aryan settlement seems to have separated into two main divisions, one of which marched towards the west and. the other towards the south-east. The former division kept together. till it reached the neighbourhood of the Caspian, sea, when it broke up into various detachments, which advanced at different times to seek new homes in the west, and finally succeeded in conquering the greater part of Europe. First,.a. tribe, now known as Kelts, marched, to the neigh. bourhood of the Danube. Next came the Teutons, who, following in the wake of the Kelts, drove them from the Danube" further westward into Wales, Ireland, and Scotland, and installed themselves in تمaصيصط