পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ও৭শ বর্ষ, একাদশ সংখ্যা পাটলিপুত্র ৩ । পাটলিপুত্রের পূর্বকার খননের সংক্ষিপ্ত ইতিহাস (ক) ১ ৭২ সনে সুবিখ্যাত প্রত্নতত্ত্বৰিৎ কানিংহাম বেগলার সাহেবকে প্রাচীন পাটলিপুত্রে প্রেরণ করেন । প্রায় পাচ বৎসব স্তম্ভের শীর্ষদেশ »:8እ পরে, কানিংহাম স্বয়ং পাটলিপুত্রে আসিয়া এই সিদ্ধান্তে উপনীত হন যে, প্রাচীন পাটলিপুত্রের অনেকাংশ গঙ্গাগর্ভে বিলীন হইয়াছে। কানিংহান সাহেব চৈনিক পরিব্রাজকগণের লিখিত কয়েকটা স্থান নির্দেশে সমর্থ হইয়াছিলেন। (থ) ওয়াড়েল সাহেব ১৮৯২ সনে পাটলিপুত্রে আগমন করিয়া “পাচ-পাহাড়ী” নামক স্থানে গমন করেন । হিউয়েন-সিয়tং তাহার ভ্রমণকাহিনীতে এই পাচ পাহাড়ীর উল্লেখ করিয়াছেন এবং এই পাচপাহাড়ী নামে বৰ্ত্তমানে পরিচিত স্থানই যে পর্য্যটক-উল্লিখিত পাঁচটি স্ত,প তাহাই নিৰ্দ্ধারণ করেন। “ভিক্ষুপাহাড়ও পাচ পাহাড়ীর মধ্যস্থিত প্রায় দুই মাইল স্থানে মৌর্য্যকালের খোদিত অনেক প্রস্তর দেখিয়া তিনি স্থির করেন যে, এই স্থানই প্রাচীন পাটলিপুত্র । তিনি মেগস্থেনিসবর্ণিত কাষ্ঠ প্রাচীরেরও নিদর্শন পান । (গ) উক্ত ওয়াডেল পুনৰ্ব্বার•৭৮৯৪ সন হইতে এই কাৰ্য্যে ব্ৰতী হন।