পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

չՀ8Ե প্রভৃতি প্রলোভন য দূর দেখাবার তা দেথান গেল। বিজ্ঞাপনের খুব ফলও হল। দু মাসের মধ্যে সব বাড়ীগুলি ভাড়া হয়ে গেল । আমিও নিশ্চিন্ত । ছু বছর এই রকম করে কেটে গেল । বাড়ীগুলি থেকে বেশ আয় হতে লাগল। যে বেটার জমী সে কেবল টাকছে কতদিনে বাড়ী তার হয় । আমি মনে মনে হাস্ছি আর বলছি । তোমার আক্কেল দাত গজিয়ে তবে ছাড়ব ।” তৃতীয় বৎসরের প্রথমে মাঝের একখানি বাড়ী ছাড়া আর সবগুলি এক Season এর জন্ত ভাড়া হয়ে গেল। মাঝেরটির আর ভাড়াটে জুটুছে না। এই সময় আমাকে ম্যালেবিয়ায় ধরল। আমি মনে করলুম, যাই কিছুদিনের ছুটি নিয়ে একবার ঐখানেই হাওয়াটা বদলে আসি। দরখাস্ত করে তিনমাসের ছুটি নিলুম। রওনা হবার যোগাড় কচ্ছি এমন সময় আমার সরকারের এক । চিঠি পেলুম যে মাঝের বাড়ীখানি সেইদিন ভাড়া হয়ে গেছে । আমি সরকারকে টেলিগ্রাম কবুলুম সে যেন আমার জন্য আর একখানি বাড়ী দেখে রাখে। দুদিন বাদে আমি সেখানে গিয়ে পেছুলুম। সরকার আমার জন্ত একখানা ছোট বাড়ী ঠিকূ করে রেখেছিল । সেইখানেই ওঠা গেল । মাঝের বাড়ীর ভাড়াটের কথা সরকারকে জিজ্ঞাস করলুম। সে বল্পে "মশাই বড় বিপদে পড়েছি। বাঙ্গাল এক বেট বাড়ী ভাড়া নিয়েছে । নানা রকম ফ্যাপাদ আরম্ভ করেছে। এটা সারিয়ে দাও, ওটা সারিয়ে छांब्रडौ ফাঙ্কন, ১৩২০ দাও । বেট যেন মেটেবুরুজের নবাব । অমন নতুন বাড়ী পছন্দ হয় না। বেটার দেশের বাড়ী হয় ত খোলার চাল, এখানে এসে আমিবী দেখাচ্ছে ।’ আমি বলিলাম ‘অগ্রিম এক Season এর ভাড়া নিয়েছ ত ?” সব কার বলিল অজ্ঞে তা না নিয়ে কি আর বেটাকে বাড়ী ঢুকৃতে দিই? ছ মাসের ভাড়া আগাম নিয়েছি আর দু বচ্ছরের এগ্রিমেণ্ট । তাই জন্তে আরও বেটার রোথ বলে আগাম ভাড়া নিয়েছ, বাড়ী মেরামত করবে না কেন ? আমি বুঝিলাম দুই বৎসর কাটিয়া গিয়াছে। এর মধ্যেই আমার ইঞ্জিনিয়ারের বুদ্ধিতে প্রস্তুত বাড়ী নিজমূৰ্ত্তি ধারণ করিতেছে। বলিলাম ‘আচ্ছ, তা দেখা যাবে। সরকার বলিল আজ্ঞে, সে এখনই আপনার কাছে আসবে। বলেছে বাবু আসছেন, তার সঙ্গেই সব কথা ঠিক করব। তুমি সরকার তোমাব সঙ্গে ঝগড়া করে আর কি হবে ।” g আমি বলিলাম চলিয়া গেল । খাওয়া দাওয়ার পর বিশ্রাম করিতেছি, এমন সময় দীর্ঘাকার বলিষ্ঠ এক মধ্যবয়স্ক ভদ্রলোক আসিয়া উপস্থিত হইলেন । দীর্ঘ শ্মশ্র, চক্ষু রক্তবর্ণ, হাতে এক কোৎকা, আমায় দেখিয়া বলিল ‘আপনিই সারদাবাবু, ব্রাহ্মণ, আশীৰ্ব্বাদ কছি। আপনার বাড়ীটি নিয়ে বড় মুস্কিলে পড়েছি। আপনাকে এর একটা বন্দোবস্ত করে দিতে হবে।’

  • আচ্ছা ৷’ সরকার