পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৫e আমি তাহার বিপরীত একটি গলির দিকে গিয়া বলিলাম "আচ্ছ, আমুন তাহলে প্রণাম । আমার এইদিকে একটু কাজ अitछ् ।' তখন বাঙ্গালট বিদায় বাপ । হাফ ছাড়িয়া তখন ঘরে আসিয়া জুতা খুলিয়া গুইয়া পড়িলাম । £ জামার নির্দেশক্রমে সরকার দুজন মিস্ত্রী পাঠাইল। তাহারা কেবল ছাদ মেরামত করিয়া দিয়া আসিবে এই বলিয়া দেওয়া হইল । গোবর ও চুণ মিশাইয়া ছাদের উপর একটা কোটিং (Coating) দিবে। ছাদ খোড়া হইবে না। বর্ষাকালটা এই রকমে রিপু করিয়া চলুক। শীত গ্রীষ্মে কোন ভয় নাই । আর বছর বর্ষাকালে ধা হয় দেখা যাইবে । তারপর দিন বাঙ্গালট আবার আসিয়া হাজির ৷ বলিল, মিস্ত্রীরা কিছুই করে নাই । তাহার কথা শোনে নাই । টালিয়া কি একটা কাও করিয়াছে। মেরামত প্রভৃতি কিছুই হয় নাই। আমি তখন নিজমুক্তি ধরিলাম। সমস্ত seasonএর ভাড়া অগ্ৰিম আদায় হইয় গিয়াছে। বাঙ্গালটা করিবে ,কি ? বলিলাম “আবার কি হ’বে ? গোটা বাড়ীটা ভেঙ্গে নতুন করে গড়ে দিতে হবে নাকি ? তুমি কোথাকার লোক ? বাড়ী যখন ভাড়া করেছিলে তখন দেখে নিতে পারনি ? নানা রকম ফ্যাচাঙ বারকরে উদ্বাস্ত করে তুলেছ।’ "আজ্ঞে, দোর জানালা বদ্ধ কল্পেও কপাটের ভেতর দিয়ে ফাক বয়, ছ ছ করে হাওয়া চোকে ॥* इंग्न ! डांब्रटौ ছাদে গোবর कांग्लन, »e२० “ত ঢুকবেই ত! এসেছ হাওয়া বদলাতে । হাওয়া খাবে না ? ডাক্তারদের পরামর্শ নিয়ে এ বাড়ী তৈরি হয়েছে; ventilation না থাকুলে সে বাড়ী বাসযোগ্যই নয়, তা জান ? থাক পাড়াগেয়ে, এ সব বুঝবে কি ?” “আর রান্নাঘরে যে নৰ্দ্দামা দিয়ে জল বেরোয় না ।” “সেখানে জল ঢাল কেন ? একটা মাটির গাম্‌লা কেন । তাতে জল ঢাল । গামূলা ভৰ্ত্তি হ’লে বাড়ীর বাইরে গামলা নিয়ে গিয়ে জলট ফেলে দিলেই হবে।” “আর বালি চূণ খসে পড়ছে যে—“ “তোমার বায়নাক' ত কম নয় ? দেবে ত মাসে ৫িশটি টাকা ভাড়া । তা ইট বারকরা দেওয়াল হলে তোমার ঘুম হয় না। কি এমন লবাবপুত্তর তুমি যে তোমার জন্তে ঘরে পেণ্ট করে দিতে হবে। আর কিছু হবে টবে না । মিছামিছি আর জালিও না। পছন্দ না হয় অন্ত বাড়ী খুঁজে নাও গে।” “আজ্ঞে তা হলে আমি বাড়াই বদলাব।” “স্বচ্ছন্দে ।” “আমার টাক। তা হলে ফেরৎ দিন।” “কিসের টাক ?” “আমি যে ছমাসের ভাড়৷ দিয়েছি।” “সে টাকা কেন দেব ? আমি ত আর তোমায় উঠিয়ে দিচ্ছিনি। তোমার পোষাচ্ছে না তুমি উঠে যাচ্ছ ।" 發 “আজ্ঞে, আপনি আইনতঃ মেরামত করতে বাধ্য।” আগাম বাষ্ট্ৰী