পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. »२८७ . প্রকাশ করিয়াছিলেন। জীবনের শেব eাগে তিনি সঙ্গীত-কথাসরিত নামে ভারত সঙ্গীতের এক ইস্থাৎ ইতিহাস-সঙ্কলনে প্রবৃত্ত হইয়াছিলেন । - সাহিত্যেও উহার প্রতি স্থা উজ্জ্বলভাবে বিকশিত হইতেছিল। তিন রিখানি, নাটক, আট দশখানি কাব্যগ্রন্থ, এতদ্ভিন্ন নানাবিষয়ক প্রবন্ধাৰণী বিভিন্ন নামে সজ্জিত করিয়া পুস্তকাকারে প্রকাশিত করিবার জন্ত তিনি রাথিয়া গিয়াছেন । তাঙ্গার প্রথম গ্রন্থ, “শতদল” কয়েকটি কোমল কবিতার সমাবেশ। দ্বিতীয় গ্রন্থ, “ত্রিশূল।” দুই গ্রন্থে পার্থক্য গভীর। শতদলের’ কবিতাগুলি শতদলের মতই শোভায় সৌনার্য্যে কোমলতায় চল-চল, আর ‘ত্ৰিশূলের’ কবিতাগুলি শ্মশানচারী ভূতপতি ভবানীনাথের জটাজালের মতই গম্ভীর, তেজোদীপ্ত। কবির সমসাময়িক কালে সমাজ-প্রাঙ্গণে যে সকল আবর্জন জমিয়া উঠিতেছিল, তাহারই সংস্কার কল্পে কবি ত্রিশূল প্রকাশ করেন। কিরূপে সমাজ ও গৃহ, তপস্তা, আত্মনির্ভরতা ও ধৰ্ম্মে উজ্জল হইয় উঠে, "ত্ৰিশূলে কবি তাহারই জাভাস দিয়া গিয়াছেন। ‘ত্ৰিশূল’ যখন প্রকাশিত হয়, কবির বয়স তখন একুশ বৎসর মাত্র । চিত্রবিষ্ঠায় তাহার শক্তি যথেষ্ট ছিল । পূৰ্ব্বে বঙ্গীয় মাসিক পত্রাদিতে রঙ্গীন ছবি বাহির হইত না । হিতেন্দ্রনাথের পুণ্যই প্রথম এ বিষয়ে পথ প্রদর্শন করে ; প্রথম দুই-এক সংখ্যায় পাচশত খণ্ড চিত্র তুলিকা দ্বারা রঙে তিনি চিত্রিত করেন ; কিন্তু দেখিলেন, এ ভাবে রঙীন চিত্র প্রকাশ করা বহুকাল ও শ্রমসাপেক্ষ । তখন তিনি छैॉब्रडौ झांझुनं, '><१० ক্রোমোলিথোক সাহায্য গ্রহণ করিলেন । ক্রোমোলিথো শিখিবার জন্ত আর্ট স্কুলে । প্রবেশ করিলেন । এবং বাড়ীতেও নিজে পাথর আনিয়া ক্রোমে লিথো বিষয়ক গ্রন্থাদি আনাইয় তাহার সাহায্যে সাধন আরম্ভ করিলেন, এবং অচিরকালেই এ বিষয়ে সফলতা লাভ করিলেন। এখন তিন রঙের Process Block&R HİRİÇU Ffal RŪŠ রঙিন ছবি প্রকাশ করা সংজ সাধ্য হইয়া উঠিয়াছে, কিন্তু ক্রোমোলিথোর সাহায্যে রঙিন ছবি প্রকাশ করা যথেষ্টই শক্তি-সাপেক্ষ ছিল। হিতেন্দ্রনাথ এNবষয়ে আশ্চৰ্যরূপ কৃতকাৰ্য হইয়াছিলেন। ১ হিতেন্দ্রনাথের |్య সীমা ছিল না। এক চত্বারিংশং মাতৃ বয়সে তাহার জীবন-লীলা সাঙ্গ হয়। অর্থ এই ংক্ষিপ্ত কাল মধ্যেই তিনি সঙ্গীত-সাহিত । চিত্রে যে প্রতিভা দেখাইয়া গিয়াছেন, তাহ অপুৰ্ব্ব । সেই হিতেন্দ্রনাথের গ্রন্থাবলী প্রকাশের উদ্যোগ করিয়া সম্পাদক মহাশয় প্রকৃতই আমাদিগের কৃতজ্ঞতাভাজন হইয়াছেন। t এমন বিচিত্র র্যাহার জীবন তাহার রচনাবলীতেও বৈচিত্র্যের ছাপ কেমন ফুটিয়াছে, তাহার আলোচনা উপভোগ্য লাগিতে পারে। এক্ষণে সংক্ষেপে আমরা তাহার রচনা-সম্বন্ধে মোটামুটি কিছু বলিব । এই গ্রন্থাবলীর প্রথম খণ্ডে হিতেন্দ্রনাথের ৩১৯টি খণ্ড কবিতা ও সঙ্গীত সংগৃহীত হইয়াছে । অবশু সব রচনাগুলিই ভাবসম্পদে সমান উজ্জল নহে, কিন্তু অধিকাংশই সুন্দর ! "ধ্যানবল,” “শিবরাত্রে তপস্তা” “হরিনাম,” “স্তব”, প্রভৃতি গুরু বিষয়ও ধেমন কবির ‘ ভূলিকাসম্পাত