পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ネébr উদাহরণস্বরূপ উদ্ধৃত করিতে পারা যায়, কিন্তু স্থান-সংক্ষেপ । ভাব গম্ভীর্য্যেৰ দুইচারিটি পরিচয় দিয়াই আমরা চিতেন্দু-কথা ব উপয়ংহার করিপ। ‘ভালপাস’ সম্বন্ধে কপি বলিয়াছেন, ভ{লবাসি ভালবাসি সকলেই কহে ভালবাসেন তেমন । কমন লইয়৷ ভীল সকলেই বাসে ; নিষ্কাম প্রেমের তরে কয়জন আসে ? ভ}লবাসেন তেমন ।" জগতে সত্যের রূপ ধরিয়া কত লোক গুরুর আসনে বসিয়া গিয়াছে। তাই কবিগাহিয়াছেন, “এ আঁধার নিয়ে আমি ছুটি শিষ্য করিবারে ; অমৃতে কেমনে রব ফুটি ডুবিয়া অসারে ? ভণ্ডের আধিপত্য দেখিয়া তিনি বলিয়াছেন,— “ভণ্ড বাড়িছে দিন দিন ; সব হইছে বেতাল, খণ্ড খণ্ড জীবহীন । ধ্যান চাই, যোগ চাই, চাই তপস্ত নিষ্কম : ভারতী ফাল্গুন, ১৩২০ কাজে কারো কিছু নাই, মুখে লয়ে হরিনাম ” এমন পিস্তর পরিচয় দেওয়া যায় । এই গ্রন্থাবলী পানিব একটি দোষ লক্ষ্য করিলাম । তাঙ্গার জন্ত সম্পাদক মহাশয়কে অম্বা দয়া করিব | কবিতাগুলি তিনি বাছাই কবিয়া প্রকাশ করিলে ভাল তইত। কারণ কয়েকটি কবিতা নিতান্তই মলিন । বহু উজ্জ্বল কবিতাব পাশ্বে সেগুলির মানিম। অত্যন্ত বিসদৃশ ঠেকিয়াছে ! সেগুলি বাদ দিলে—সে গুলিব সংখ্যা অবশ্ব অল্প— গ্রন্থাবলীখনি সৰ্ব্বাঙ্গমুন্দর হইত। যাহা হউক, তথাপি তিনি হিতেন্দ্রনাথের গ্রন্থাবলী প্রকাশ করিয়া আমাদিগকে যে আনন্দ দান করিয়াছেন, তজ্জন্ত র্তাহাকে বঙ্গ সাহিত্যের তরফ হইতে আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ প্রদান করিতেছি। বইখানির ছাপ-বাধাইও উৎকৃষ্ট হইয়াছে। আশা করি, কাব্যর সগ্রাহী পাঠকের নিকট গ্রন্থখানি সমাদর লাভ করিবে । বসন্ত বসন্ত আসিছে অই লঘু পক্ষ পরে মুক্ত হ’ল হিমানীর তুষার শিকল, মেীন পার্থী এতদিন কলরব ভরে, করিল অরণ্য পথ মুখর চপল । নগ্ন, দুৰ্ব্ব পুষ্পইন পৰ্ব্বত প্রান্তর রাঙ্কব অস্তিীর্ণ আজি প্রসুন শোভায়, গায়ক পার্থীরে খুজি ব্যাকুল অপ্তর, তরগুল্মে রুদ্ধ পথে চলা নাহি যায়। লতার কুঞ্চিত ঘন কুন্তলের মাঝে কোথায় বসন্তী-ফুল মেলে না সন্ধান । শরৎ যখন আসে উদাসীন সাজে মুক্ত পথে তুলি ফুল যত চাহে প্ৰাণ ! পাটল ধূসর বর্ণ করিয়া বিদায়, দীপ্ত শোভা গাঢ় রাগ করিয়া বরণ শরতের গিরিমাল দাও গে। অামায়, গভীর নিশ্বাস মুখে ফুল্ল তনু মন । ঐপ্রিয়ম্বদ। দেবী । কলিকাতা ২ কর্ণওয়ালিস স্ট্রট, কাস্তিক প্রেসে, শ্ৰীহরিচরণ মান্ন দ্বারা মুদ্রিত ও ১, সানি পার্ক, বালিগঞ্জ হইতে শ্ৰীসতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বার প্রকাশিত । •