পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

? R為、 খরচ করতে পেরেছেন আর তার চরিত্র গঠনের জন্ত হাজার ৪ কি থবচ করতে পাবেন নি? মনটা বড় খারাপ-আজকের মত তবে বিদায়— তোমারই পত্নী । ( وه ) প্রিয়তম আমার ! “অবিনীত স্বভাব, অসন্তোষ ভাল, পরনিন্দ, দ্বেষ এবং নিৰ্ব্বন্ধিত। এই পাঁচটা দুৰ্ব্বলত নাবীজাতিব সৰ্ব্ব প্রধান শত্ৰু, প্রথমোক্ত চারিটি এক বুদ্ধিহীন তবে দোষেই ঘটে থাকে। তোমাব এ সম্বন্ধে মত কি ? যতক্ষণ আমবা আমাদিগকে বাড়ীর বধু হিসাবে ধরে নিই ততক্ষণই অস্বস্তি বোধ করি, গৃহকত্রী হিসাবে ধরলে তেমনট নয়। লি-ট এখনও একটি ছোট্ট বালিকা— তুমি হাসছ যে ? বোধ হয় ভাবছ আমাব চেয়ে মাত্র তিন বৎসবের ছোট —সে হলো বালিকা। তবু আমি তোমার পূজনীয় মাতঠাকুরাণীর নিকট এক বংসব বাস কবেছি এবং পাক গৃহিণীর নিকট হ’তে বহু জ্ঞান লাভ করেছি । লি-টিও যদি অবসর সময়ে তার পিতামাতার কথা ভেবে ক্র দনে আর বৃথা আলস্তে সময় নষ্ট না করে কিছু দিনের মধ্যেই বুদ্ধিমতী হয়ে উঠলে । আমার কাছে সে এই পুরাতন প্রাসাদের আনন্দময়ী ; সদাই সে হাস্তময়ী মধুব হাসিতে ভগবান সদা তৃপ্ত। গৃহের অশান্তি দূরে পালায়। লিটি প্রায়ই তোমার মার নিকট অপমানিত হয় । এখন তোমার মা নিয়ম করে দিয়েছেন যে লি-টও মালি প্রায়শ্চিত্ত স্বরূপ কনফিউসাস लांझ डी চৈত্র, ১৩২• (Confuscious) coco Cots fog of; নেবে । - লি-টি প্রসাধন সম্বন্ধে অতিশয় যত্ন নিয়ে থাকে। দুজন দাসী নিয়ে প্রাতঃকালে সে তার আয়নার সম্মুখে বসে। একজন জলের গামল ধরে থাকে অপরটি প্রসাধনের দ্রব্যাদি গুছিয়ে দেয়। মুখখানি সুগন্ধি মধু দ্বারা সিক্ত করে তাব উপবে চাউলের গুড়া লাগায়, ক্রমে মুখ চাউলের মতোই সাদা হয়ে যায়। তাবপব গগুদ্বয় তোয়'লে দিয়ে মুছে নীচেব ওষ্ঠে কিছু লাল রং লাগিয়ে চুল গুলি বাধে। তবে চুলগুলি খুব সুন্দর ( কিন্তু আমার মতো এত দীর্ঘ বা ঘন নয়, আমার তো এই মনে হয় )। সে যখন তার বেশম ও সাটিনেব জাম গায়ে দিয়ে বহুমূল্য অলঙ্কারগুলি প'বে বাব হয় তখন তার বেণীবদ্ধ দীর্ঘ কুন্তল রাশি হ’তে পায়ের জুতা পর্যন্ত যেদিকেই কেন দেখি না অপূৰ্ব্ব সুন্দর বলে বোধ হয়। তাকে দেখে আমার হিংসে হয়— কারণ তুমি যখন এখানে ছিলে তখন আমি ত, ঐরূপ সজ্জিত হতেম। স্বামী আমার, তুমি নিকটে নাই—কার আনন্দের জন্ত আর বেশ ভূষা করবো ? পাউডার তোমার যাবার পর ব্যবহার হয়ই নাই—বিরহিণী নারীর কোন গাউন মানবে সে খুজতে কতবার কাপড়ের বাকু ঘেটেছি। তোমার মা বলেন লি-টি গৰ্ব্বিত এবং তিনি প্রায়ই বলেন “রমণীর মুন্দর মুখের চেয়ে ভাল অন্তঃকরণ অনেক মূল্যবন।” আমি বলি সে আমাদের আনন্দমঙ্গী, তার উপস্থিতিতে চারদিকে আনন্দ উচ্ছসিত হয়ে ওঠে। তার নারীজন্মও সার্থক হয়েছে—তোমার ভাই সি