পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓE» Y» দিদি,—ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি চিরসুখী হও !” 6t সুশীলের সেদিন স্কুল হইতে ফিরিতে বিলম্ব হইল। যে ভূ ত্য অনিতে গিয়াছিল, সে আসিয়া সংবাদ দিল, ছুটির পর স্কুলে ম্যাজিক হইবে । মাষ্টাববাবু বলিয়া দিলেন— থোকাবাবুবা তাঙ্গা দেখিয় তাহাব সঙ্গেত গুহে ফিরিবে । যথাসময়ে বিরজা আসিয়া মৃণালকে কহিল, “কৈ দিদি, ছেলে ত ফেবেনি এখনো —আমি স্কুলের ফটকের কাছে দাড়িয়ে ছিলুম,—বেরুতে দেখলুম না ত!” মৃণাল তখন ম্যাজিকেৰ কথা খুলিয়া বলিল। শুনিয়া বিরজ বলিল, “তা হলে আমি আবার আসব’থন ! এখন যাই ।” মৃণাল কহিল, “কেন, বস না। ওপরে আমার ঘরে ততক্ষণ বসবে চল !” বিরজা জিব কাটিয়া বলিল, “তোমার ঘরে কি আমি ঢুকতে পাবি-দিদি ? ও যে লক্ষ্মীর ঘব —আমার বাতাস ও ঘরে লাগ ঠিক নয় ।” মৃণালের অজ্ঞাতে তাহাব ক্ষুব্ধ অন্তর মথিত করিয়া ছোট একটি দীর্ঘ নিশ্বাস সন্ধ্যার বাতাসে মিলাইয়া গেল। মৃণাল ভাবিল, আস্থা উন্মাদিনী, অভাগিনী ! মদ মস্ করিয়া অভয় আসিয়া উপরে উঠিয়া গেল। মৃণালের ডাক পড়িল । মৃণাল স্বামীর কাছে গেল। স্বামী বলিল, “ও কার সঙ্গে অন্ধকাবে বলে কথা কছিলে ?” “আহা, ও একটি মেয়েমীমুষ—ছেলের ভারতী কান্তিক, ১৩২০ শোকে স্বামীর শোকে মাথা ওর কেমন হয়ে গেছে !” “তা এখানে কেন ? কিছু দিয়ে বিদেয় করে দ{ও না-—” “ও একবার শুধু সুশীলকে দেখতে চায় । আঙ্গ), ওর যে ছেলেটি ছিল, সেটি না কি আমাদের সুশীলেরই মত দেখতে ।” অভয়েব বুকটা ছ।ৎ কবিয়া উঠিল । সে কহিল, “না, ন, ও সব আবৃদার শোনে না ! কোথাকশব কে মাগী—”অভয়েব স্বর শেষের দিকটায় চড়িয়া উঠিল । মৃণাল বাধা দিয়া কহিল, “আহা, অমন কথা বলে না গেী,— আজই না হয় ও এমন হয়েছে, তবু ওর মায়ের প্রাণ ত বটে !” চায় ত মৃণাল কোন কথা না বলিয়া নীচে নামিয়া গেল। ফিরিয়া আসিয়া দেখিল, বিরজা নাই, চলিয়া গিয়াছে। পরদিন সকালে স্নান সারিয়া পট্টবস্ত্র পরিয়া মৃণাল পূজায় বসিতে যাইবে, এমন সময় মৃদু ভাত কণ্ঠে কে ডাকিল, “দিদি—” মৃণাল মুখ তুলিয়া দেখে, সেই উন্মদিনী । তাড়াতাড়ি সে উঠিয়া পড়িল, কহিল, “তুমি এই ঘরে এস ভাই,--আমি সুশীলকে ডাকিয়ে পাঠাচি ।” সুশীল তখন বাহিবে মাষ্টাব মহাশয়ের সহিত গত রাত্রির ম্যাজিক লইয়া বিষম তর্ক তুলিয়াছিল এবং ম্যাজিক শেখাটা যে ভূগোল মুখস্থ করার চেয়ে অনেকখানি, প্রয়োজনীয়, তাহাই প্রতিপন্ন করিবার জন্ত ঝুকিয়া পড়িয়াছিল। মাষ্টার মহাশয় তাহাকে কিছুতেই ম্যাজিকের অসারত বুঝাইতে भविष्ब्रुन न, अिभन সময় দাসী আসিয়া