পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, সপ্তম সংখ্যা সংবাদ দিল, মা ভাকিতেছেন । তর্কট সেইখানেই মুলতুবি রাখিয়া সুশীল এক লম্ফে উঠিয়া মাতৃ-সন্নিধানে ছুটিল ; কছিল, “কি মা ? ডাকছ ?” মৃণাল কহিল, “হ্যা, একবার এ ঘরে এস ত বাবt—” সুশীল ঘবে ঢুকিয়াই সেই উন্মদিনীকে দেখিয়া চমকিয়া উঠিল । এই বে, ম{গী বুঝি মাব কাছে সেদিনকাব লজেঞ্জেস ছোড়ার কথা বলিয়া দিয়াছে ! বটে । আচ্ছা, পাগলীকে পবে মজা দেখাইব একবাব । বিবজার উপব একেই তাহণব বাগ ছিল, আজ আবাব মাব কাছে তাহাকে দেখিয়া সে রাগ বাড়িয়া গেল । বক্র কটাক্ষে তাহব পানে একবাব চাহিয়া সে জিজ্ঞাসা কবিল, “কেন মা--? ডাকছিলে কেন ? শাগিব বল। মাষ্টাব মশায়ের সঙ্গে আমার খুব ইয়ে চলেছে। দেখ মা, মাষ্টাব মশাই বলে, ও ম্যাজিক-ট্যাজিক ও সব কিন্ত্য নয় । আচ্ছা! মা, মাষ্টাব মশাই ত লেখাপড়া শিখেছেন,—কৈ, কওয়ান দেপি, –কাটা মুণ্ডুকে কথা কওয়ান দেপি, কাটা পায়রাকে জ্যাস্ত করে দিন, দেখি। হ্যা, তা আর পারতে হয় না।” বিরজা স্থির দৃষ্টিতে সুশীলেব পানে চাহিয়া রহিল—আহা, এমন ছেলে । যেমন রূপ, তেমনই বুদ্ধি ! তহবি মনে হুইল, ছেলেকে ডাকিয়া সে বলে, ওবে বাছ অামার, যাদু অমাব, কাহাকে তুই মা বলিয়া ডাকিতেছিস ? কে তেবে মা-—? ও নয় রে, ও নয় ! আমি যে তেবে ঐ তপ্ত স্পর্শটুকু পাইবাব জন্ত কাতব তুষি এত জানেন, কত す。 বিপথে প্রাণে এখানে দাড়াইয়া রহিয়াছি, আমায় একবাব মা বলিয়া ডাক্‌ ! ওবে আমি, আমি, আমিই তোব মা ! মৃণাল কঠিল, “শোন একবাব ছেলের পাগলামিব কথা !—ষ্টা, ডেকেছি কেন, শোন! ইনি একবাব , তাকে দেখতে চান—” “কে, এই পাগলীট—যাওঃ—এই বুঝি ? আমি বলি, কি !” সুশীল চলিয়া যায় দেখিয়া বিবজা ছুটিখা তাঙ্গাকে ধবিল,— ধবিয়া একেপাবে দুই হাত দিয়া জড়াইয়া তাঙ্গাকে বৃকে চাপিল, ছোট মুখপানি অজস্ৰ চুম{য ভবাই য়া দিল । সুশল বাগে ছুড়িয়া চীংক|ব কবিয়া আ গুন হইয়া হাত-পা উঠিল, “ছেড়ে দে, পাগলী Cost: I ছেড়ে দে, ছেড়ে দে পে থাক 'ব । আমি প{1|কে বলে এ্যা, ছড়ি বলচি আমাকে !” অভয় নীচে নমিতেছিল। মুর্শালেব চাংকার গুনিয়া পূজা-গুষ্ঠের সম্মুখে আসিল । বিবজা বাড়িবে যাইতেছিল, তাঙ্গকে দেখিয়া কাঠের মত শক্ত হইয় সেইখানেই দাড়াইয়৷ পড়িল । মৃণাল ও অপ্রতিভ হইয়া গিয়াছিল । সুর্শাল দিব জীব হাত তষ্টতে মুক্তি লাভ কবিয়া আপনাকে সামলাইয়া লইতেছিল । আসিয়া কঠিল, “কি ! আমাকে, অভয় কি ? সুশীল অত চেঁচাচ্ছিল কেন ?” অভিমানে ব স্তরে সুশীল কহিল, “দেখ না বাব, ঐ পাগলীটা আমার জাপটে ধবেছিল— মা ওকে কিছু বললে না—” “কে পাগল ?” বিবঙ্গ কি মুখ তুলিল— অভয়েব দৃষ্টিব সঙ্গিত দৃষ্টি মিলিল। নিমেযেব জন্ত ! তখনই বিবজা হয়েছে ভাবিয়া তাচবি