পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৬০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দ্বাদশ সংখ্যা কিম্বা “আমাদের সকলের" এইরূপ পদই আমরা সচরাচর ব্যবহার করিয়া থাকি । সুতরাং গ্রন্থকার-প্রদত্ত এ হুত্রের অর্থ কি, তাহ বুঝিলাম না । লেখক সংস্কৃত ভাষার অনুকরণে বঙ্গভাষায় ব্যাকরণ লিখিয়াছেন, আমরা তাহার পক্ষপাতী নহি । স্বাধীনভাবে “বঙ্গভাষার স্বতন্ত্র ব্যাকরণ যে লিখিত হইতেছে না, ইহা দুর্ভাগ্যের বিষয়, সন্দেহ নাই । অধ্যাপক ললিতকুমার এ দিকে নিপুণ ইঙ্গিত করিয়াছেন, কিন্তু আজও ঠাহীর ইঙ্গিত অনুসরণ করিয়া মাথা ঘামাইয় কেহ বঙ্গ ভযায় ব্যাকরণ লিখতে অগ্রসর হইয়াছেন বলিয়| ত শুন যায় নাই । Child's Simple Gramm ur. (Anglo-Bengali)—o 이 많 প্রাত। মুল্য J• আন ঢাকা । ইংরাজী ও বাঙ্গলে ভাষায় লিখিত এই শিশুপাঠ্য ইংরাজী বাক লণ খনি প্রথম শিক্ষার্থী (ণের পক্ষে উপযোগী হইয়াছে । স্বত্রগুলি লেখক ব্যাপ্য। কারখা বুঝাড়খছেন। ব্রাহ্মসমাজে চল্লিশ বৎসর –ধ্যক্ত শ্ৰীনাথ চন্দ প্রণীত । ভারত মহিল। প্রেস, ঢাক।। মুল্য এক টাক। বিগত পঞ্চাশ বৎসরে ব্রাহ্মধষ্মের প্রসারত কি করিয়া বঙ্গদেশে ব্যাপ্ত হইয়ছে, তাহার আনুপুৰ্ব্বিক একটি ইতিহাদ এই গ্রন্থে সঙ্কলিত হইয়াছে। কি করিয়া সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠত হইল, তাহারও বিবরণী আছে। গ্রন্থকার ও র্তাহীর বন্ধুগণ ব্রাহ্মধৰ্ম্ম প্রচারে কতখানি উদ্যেযুগ-সহায়তা করিয়াছিলেন, স্ব-মতানুসরণে কতখানি একনিষ্ঠ ছিলেন,তাহার কাহিনী টুকু গ্রন্থকারের সহজ সরল ভাষায় অনাড়ম্বর বর্ণনা ভঙ্গিমায় হুন্দর ফটিয়াছে। লেখকের নির্ভীকতা ও সাম্প্রদায়িক বিদ্বেষহীনতা প্রশংসাঁহ। গ্রন্থের ছাপ। কাগজ বঁtধাই ভালই হইয়াছে ৷ শান্তিজল। শ্ৰীযুক্ত করুণানিধান বক্ষ্যেপাধ্যায় প্রণীত। প্রকাশক, ইণ্ডিয়ান পাব্লিশিং হাউস কলিকাতা । কাস্তিক প্রেসে মুদ্রিত । মূল্য বারে| অান মাত্র। বাঙ্গালার কাব্য সাহিত্যে সম্প্রতি যে দুইজন তরুণ কবি অসাধারণ শক্তির পরিচয় দিতেছেন, ভবিষ্যৎ র্যtহাদের দিব্য সমুজ্জ্বল, করুণানিধান সেই

) R

회 সমালোচনা ১৩৫৭ * দুইজন কবির অন্যতম । শব্দে চিত্রাঙ্কণ করিবার ক্ষমত্তা করুণানিধানের অপূৰ্ব্ব , তাহার ছন্দ ভাবেৰ ফুল বুকে লইয়। শাস্ত মধুব প্রবাহে বহিয়া যায় ; কোথাও এতটুকু জটিলত বা বাধা রথে না । করুণানিধানের বীণায় যেন স্বরের ফুলঝুরি বরিয়া পড়ে। এই গ্রন্থে আঠারোটি খণ্ড ক, বত। সন্নিবিষ্ট হইয়াছে । কবিত{গুলি বলপ্তের ফুলের মত সুন্দর ; —বর্ণে গন্ধে পরিপূর্ণ ; #34 est-thing of beauty, "[to fossos মাধুবা-ধাবায় স্নান করাইয। তুলে ; কিন্তু একটি ক্রটি চোখে পড়ে । বহুস্থলেই কবি আত্মহারা হইয় এ উপানি মুক্তহস্ত হইয়াছেন যে কবিতাগুলির সৌন্দৰ্য্যভার বহিবার কতটুকু শক্তি আছে তা হল বিচার করেখার অবসর পান নাই । রাশি রাশি সোন্দয্য জড় কfরয় তিনি অনেকগুলি কবি তাকে ভাব ফাস্ত করিয়া তুলিয়াছেন। তাইতে কপি তাল ময় গু ভাবটি চাপ পড়িয়া গিয়াছে ; -- সেইজন্য খণ্ড পণ্ড ভাবে কলিতা গুলি উপভোগ্য হইলেও পরিপূর্ণ তার যে একটি দিব্য মূৰ্ত্তি আছে তাহ ফুটিয়| উঠিতে পায় নাই। পরিমিত সংযমের অভাবে শাস্তিজলের কয়েকটি কবিতায় এই দোযটুকু আসিয়া কয়েক স্থলে রসহালি হইয়াছে বলিয়। মনে হয় । তথাপি এই ক্ৰটিটুকু বাদ দিলে কবিতাগুলি যে মধুর আনন্দদানের উণযোগী হইয়াছে, এ কথা আমর অসঙ্কোচে বলিতে পারি। সেন্দয্য সমাবেশে শ্ৰীসত্যব্রত শৰ্ম্ম । সমসাময়িক ভারত—প্রথম কল্প । তৃতীয় খণ্ড । অধ্যাপক শ্ৰীযুক্ত যোগীন্দ্রনাথ সমাদার প্রণীত। ঐযুক্ত দুর্গদাস লাহিড়ী মহাশয় লিখিত ভূমিক। প্রাচীন ভারতের মানচিত্র ও চিত্রদি সহ মূল্য ১los । আমরা এই গ্রন্থাবলীর প্রথম ও দ্বিতীয় খণ্ডের সমালোচনা কালে ইহার প্রশংসা করিয়ছিলাম। তৃতীয় খণ্ডে সুবিখ্যাত আরিয়ানের চিত্তাকর্ষক বৃত্তাস্ত বিস্তৃত পাদটীকাদিসহ প্রকাশিত হইয়াছে। এই খণ্ডে ও পূর্বের দ্যায় গ্রন্থকারের অমুসন্ধিৎসা ও গবেষণা প্রকাশ । পাইয়াছে । অতিরিক্ত পাদটীকায় গ্রন্থক্ষার আলেকজীন্দীর সম্বন্ধীয় বহু প্রাচীন ও নবীন গ্রন্থকারের