পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৬১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দ্বাদশ সংখ্যা নাই আমাদের রক্ষা করে । কন্যাদায় আছে পুত্রদায় থাকিবেন কেন ? কস্তার বিবাহ দেওয়া কস্তার পিতার যেমন দায় পুত্রেব বিবাহ দিবার দায়ও পুত্রেব পিতাব তেমনি—পুত্রের পিতাকে এই কথাটা স্বীকার করানাে যায় না বলিয়াই না কস্তার পি কে এমন দীনভাবে পুত্রের পিতাব দ্বারস্থ হইতে হয় । কথা হইতেছে এই—পুত্রেব পিতার অন্তবে পুত্রদায়েব তাগিদ নাই কেন ? সে দিব্য আরামে নিশ্চিন্তভাবে বসিয়া থাকে কহ্যার পিতা তাহাব বাড়ি আসিয়া সাধ্য সাধন কবে—সে যে এই দিব্য অধিকারটুকু পাইয়াছে সে কিসের বলে ? ছেলেব বাপের প্রথম সুবিধ এই যে ছেলের বিয়ের বয়স লইয়া কোনো সামাজিক শাসন নাই । মেয়ের বাপের এক্ষেত্রে হতে পা বাধা ;– মেয়ের একটু বয়স হইলেই পাড়াময় টি টি পড়িয়া যায়, সেইজন্ত মেয়ের বাপকে কছার বিবাহের জন্ত যত শীঘ্র উদ্বিগ্ন হইতে হয় ছেলের বীপকে তেমন নয় ; ছেলে সমাজে থাকিয়া যতই কুকাৰ্য্য করুক না, সমাজ তাঙ্গ নীরবে সহ করিবে কিন্তু মেয়ের পেলায় যদি পথ হইতে চূর্ণটুকু খসে তাহ হইলে সমাজ - অমনি উগ্ৰমূৰ্ত্তি—কাজেই ছেলের বাপের পোয় বারে । ছেলে ও মেয়ের প্রতি সামাজিক ব্যবহারের যে এই তারতম্য ইহারই ফলে কন্যাদায়ের স্বষ্টি। ছেলেমেয়েকে যদি সমাজে সমান আদবযোগ্য করিয়া তুলিতে পারা যায় তাহ হইলে এরূপ কম্ভাদায় থাকে না । এই সামাজিক সুবিধা ছাড়া ছেলের *াপের আর একটা বলিবায় কথা আছে যে কঙ্কাদীয় ృ"రిప్రి' ছেলেকে সে শিক্ষা দিয়াছে, উপাজ্জনক্ষম কবিয়াছে। পুত্র সেখানে পুত্র+তাহার বিদ্যা, তাহার অর্থ উপায়ের ক্ষমতা ইত্যাদি, इंडानि । ७ड़े +फ़ुकूद दाeांश अञ्च श्रांtछ्ट्रे অঙ্কশাস্ত্রের বিধানে এই + এব পবে যতই অঙ্ক পড়িবে ততই তাহার মুল্প বাড়িলে । এই জগুই দেখা যায় যে বি, এপাশ-কর। ছেলেব চেয়ে এম,এ পাশকরা ছেলেব দব বেশী। তা ছাড়া জিনিষের চাহিদার মাপকাঠিতে জিনিসের দাম বাড়ে, কমে । একটা জিনিসের উপর যদি অনেক খবিন্দাব ঝোকে তাহ হইলে তাহার দাম বাড়িয়া যাওয়া অবগুস্তাব । সকল মেয়ের বাপ স্বভাবতই ভালো ছেলে, উপাৰ্জনক্ষম ছেলে খোজে, সেই জন্ত এই শ্রেণীর ছেলের চাহিদা বেশী—কাজেই তাহদের দামও অনেক । নইলে একেবারে মুখ ছেলে— যাহার বিষ্ঠাও নাই, বংশগৌরবও নাই এমন ছেলেকে এখনও প্রায় বিনা পয়সায় ব{ যৎকিঞ্চিৎ কাঞ্চনমূল্যে পাওয়া যায়। তাছা এবং থাকিবেও। গুইলে দেখা যাইতেছে বিবাহের বাজারে ছেলের ত মূল্য নষ্ট, যত মূল্য তাহার বিষ্ঠা ইত্যাদির । কারণ এই বিদ্বান ছেলেরই চাপি দা বাজারে বেশ । আসল গোল এইখানেই—এই বাজার চাহিদা লইয়া। কেবল প্রতিজ্ঞাপত্রের স্বাক্ষর দ্বার। এই বাজার চাহিদাকে ঠেকানেL যাইবে কেমন করিয়া ? প্রতিজ্ঞাপত্র না হয় স্বাক্ষর করিলাম কিন্তু তাই বলিয়া যে মেয়ে এবং যতগুলি মেয়ে উপস্থিত হইবে তাহাকেইতে বিবাহ করা চলিবে না। একটি বিদ্বান ছেলের জন্ত শত শত উমেদার জুটিবেই। তথন リ १