পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাজাঞ্জলি এস মুকুটের মণি! দেশ-মুখ্য রাজার দুহিতা ! এস সাধবী ! স্বয়ম্বর ! এস বঙ্গে বাজ শ্ৰী ইন্দিরা ! এস লাবণ্যেব লতা ! মনস্বিনী ! গৌরবে-গম্ভব। ! এস গো জয় শ্ৰী এস ভূপ জিতেন্দ্রেব প্রেম জিতা ! কেশবের আশীৰ্ব্বাদ উদ্ভাসিছে অয়ি শুচিস্মিতা ! ভবিষ্যং যাত্রাপথ ; ব্রহ্মপুত্রে তাই পুণ্যনীব মিলিল নম্মদ-ধাব ; ধ্যানে ধবি’ দেখিল ধ্যানীরা দেবতাব এ ইঙ্গিত ;–বঙ্গে মারাঠায় কুটুম্বি তা । স্বর্গে আজি কোলাকুলি গোঁবঙ্গে ও গুরু রামদাসে, চণ্ডীদাসে তুকারামে কীৰ্ত্তিধামে অপূৰ্ব্ব মিতালি ; বীব-লোকে ছত্রপতি মৰ্য্যাদায় প্রতাপে সস্তাষে, বর্গীরা এনেছে অৰ্ঘ্য,—সম্মানিত সমস্ত বাঙালী । বহিছে প্রসাদ বায়ু বাধাহীন চতুর্দিকে শুভ ; এস মহাবা ষ্ট্র-লক্ষ্মী ! বাঙালীর কুলে হও ধ্রুব । শ্ৰীসত্যেন্দ্রনাথ দত্ত তামাকুতত্ত্বের জের বিশেষজ্ঞেব মুখে শুনিয়াছি, এক ছিলিম একজন অধ্যাত্মতত্ত্ব আবিষ্কার করিয়া একটি তামাকু সাজিয়া প্রথম একবার টানিপার পব কবিতা লিথিয়াছেন। কবিত্ব-শক্তির অভাবআবার যতবার হাত ঘুবিয়া আসে, ততই তাহ বশতঃ সেটির অনুবাদ করিয়া পাঠকবর্গকে বেশী মজে। সেই হিসাবে তামাকুতত্ত্বেব যতই উপহার দিতে পারি নাই। আমার অধিক বার আলোচনা করা যাইবে ততই অক্ষমতার জন্ত কৃপাপরবশ হইয়া বঙ্গবাসী তাহা মিষ্ট লাগিবে। মূলপ্রবন্ধে বলিয়াছি, কলেজে ইংরাজী সাহিত্যের অন্ততম অধ্যাপক অজ্ঞাতনাম ইংরাজ কবি তামাকুসেবনের আমার কৰ্ম্ম-সহচর (Colleague) প্রযুক্ত