পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ف لاج পুলিনবিহারী কর এম এ মহাশয় কবিতাটির একটি সুললিত অনুবাদ করিয়া দিয়াছেন। নিয়ে তাহ উদ্ধত ইষ্টল। পুলিন বাবু গত জুলাই মাসের বঙ্গবাসী কলেজ ম্যাগাজিনে ‘তাম্রকুট-মাহাত্ম্য শীর্ষক কবিতা লিথিয় তামাকুসেবীদিগেব ধন্যবাদভাজন ইষ্টয়াছেন। ধূমপানের অধ্যাত্মতত্ত্ব ( , ) আজি রসঙ্গীন বিশার্ণ মলিন যে ছিল যৌবনে সরস নবীন শুষ্ক পর্ণ হায় হৃদয়ে জাগায়— নশ্বর এ দেহ ক্ষুদ্র তৃণ-প্রায় ! ভুলনা ভুলনা রাখিও স্মবণ তামাকুর ধূমে বিভোর যখন। ( २ ) নলিনীর দল দুৰ্ব্বল এ নল— ভঙ্গুর এ দেহ বলে আবিরল তোমার (ও, এমতি জীবনের গতি একটি পরশে ফুরাবে নিয়তি! : ভুলনা ভুলনা রাখিও স্মরণ তামাকুর ধূমে বিভোর যখন। (যেন) -=ബ উদ্ভিদাদির বৈদিক নাম ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের কথা শুনিতে সকলেরই আগ্রহ এবং কৌতুহল আছে জানি ; কিন্তু সে ইতিহাস মনোহর আখ্যানরূপে না পাইলে অনেকেরই পড়িতে প্রবৃত্তি হয় না। অনেকেই ভুলিয়া যান যে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কথা সংগ্ৰহ না করিলে ভারতী কাৰ্ত্তিক, ১৩২৬ ( 9 ) ধূমেব কুগুল লক্ষি নভস্তল উঠিবে যখন বুঝিবে সকল— এ ধরা-বৈভব বৃথায় গৌরব একই ফুংকারে বিনষ্ট সে সব । ভুলন। ভুলনা রাখিও স্মবণ তামাকুব ধুমে বিভোর যখন । (8) (ঙ্গেবি) নলৈব ভিতব ক্লেদ থবে থর পাপে কলুষিত তোমার (ও) অস্তব স্মবি ও তখন ; অনল পাবন কবিতে নিৰ্ম্মল হয় প্রয়োজন । ভুলনা ভুলনা রাখিও স্মরণ তামাকুব ধুমে বিভোর যখন । ( & ) ভস্মে পরিণত দুরে নিক্ষেপিত হেরি, আপনারে বলিবে নিয়ত— এই মুকুমার দেহ, এ ধুলাব, হবে পরিণত ধুলায় আবার । ভুলনা ভুলনা রাখিও স্মরণ তামাকুর ধূমে বিভোর যখন। (যবে) ঐললিতকুমার বন্দ্যোপাধ্যায়। বঙ্গবাসী কলেজ, কলিকাতা । ইতিহাস হয় না, এবং সেই সকল ক্ষুদ্র ক্ষুদ্র কথার বিবরণ কেহই উপন্যাসের মত মনোহর করিয়া তুলিতে পারে না । ইতিহাসের প্রতি যদি যথার্থ শ্রদ্ধা থাকে, তাহা হইলে যে সকল অবশু জ্ঞাতব্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ইতিহাসের যথার্থ ভিত্তি, লে গুলির প্রতি মনোযোগ না দিলে