পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, সপ্তম সংখ্য। সাময়িক প্রসঙ্গ শ্ৰীযুক্ত জে, সি গুচ্ছ স্বদেশী মেল। স্বদেশের শিল্পজাত ও কৃষিজাত দ্রব্যের উন্নতি কিরূপ বেগে হইতেছে, স্বদেশীমেল শিল্পপ্রদর্শনী প্রভৃতি অনুষ্ঠানে তাহ বুঝিতে পারা যায়। এই বিদেশী-দ্রব্য ভার-গ্রন্ত দেশে স্বদেশী মেলার আয়োজন একান্ত আবিষ্ঠক । এ বৎসর লর্ড কারমাইকেল স্বদেশী মেলার দরজা খুলিবার কালে যে কয়েকটি কথা বলিয়াছিলেন, স্বদেশসেবীগণ ইহা স্মরণ রাখিলে স্বদেশী মেলার শৈশবেই মৃত্যু ঘটিবে না। আমাদের দেশে কল্যাণকর আয়োজন ত অনেকই হইয়ছে, কিন্তু কোনটাকেই আমরা শেষপর্য্যন্ত রক্ষা করিতে পারি নাই। তীরন্দাজ শ্ৰীযুক্ত সতীশচন্দ্র দাস এই মেলায় তীরবিদ্যায় আশ্চৰ্য্যরূপ নিপুণতা প্রদর্শন করিয়াছেন। আশা করি, স্বদেশী মেলা দীর্ঘজীবি হইবে ।