পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆలీé

  • ७मन जमग्न मैौब्रां बणिण, “फू* कब्र वज्र মারি ! দেখিতেছ না ইনি এসকল কথায় কত ব্যথা পাইতেছেন ?”

সবেগে ঘাবিত্ৰী বলিল—“স্থা জানি খুব জানি—ইনি বরের কথায় খালি ব্যথাই পান ! কেন । কেন তা হবে ? যে জিনিসটা হাতের কাছে না পাইলাম তাহার স্মৃতিটিকে শুধু যে চোকের জলে দিনরাত ভিজাইয়া রাখিতে হইবে, এমন কি কথা ?” ব্যাকুলভাবে বারি বলিল “দিদি । দিদি ! f - সাবিত্ৰী বলিল,--“হা, আমিত ওই কথাই বুঝি ভাই ! যে হৃদয়ে তোমার স্বামী দেবতার মুৰ্বি প্রতিষ্ঠা করিয়াছ তাহা দীপ জালিয়া দিনরাত আঁধার করিয়া রাখা বা তার চরণে কেবল ঝরা ফুলেরই অর্থ্য দেওয়া কতদূর ভাল বা মন্দ তা আমি জানি না ! পৃথিবীর সমস্ত আনন্দকে খাটো করিয়া নিজের বেদনাকে এত বড় করিয়া রাখা—আমিত বুঝিনা বারি যে ইহাতে কাহাকে ফাকি দেওয়া হয় —আমার মনে ছয় ইহা ভগবানের উপর বিদ্রোহ–মানুষের সঙ্গে ঝগড়া আর নিজের আত্মাকে একটা জন্মের কাষ হইতে বঞ্চিত করা মাত্র।” বারি কাতর ভাবে বলিল,—“বিদ্রোহ ? দিদি ! ভগবানের উপর বিদ্রোহ ? কেন একথা বলিলে ?—তোমরা বুঝিবেন কিন্তু আমার অন্তর্যামীও কি বুঝিবেন না যে কত কষ্ট কত ব্যথা আমি পাইতেছি ? মনে করি যে এ কথা আর ভাবিব না-ভাবিয়া দুঃখ পাইব না, একমাত্র ভগবানকে ভাবিয়াই छांब्रडैौ কাৰ্ত্তিক, ১৩২১ निन कॉफ़ेहेिव । किड़ श्रृंiग्नि न ८कन उiहे ? তোমাদের মত নিশ্চিন্ত হইতে পারিন কেন দিদি ?-আমি কি করিলে ভাল হয় তুমিই বল না ?” • সাবিত্রী চমকিত হইয়া উঠিল । কথাগুলি বলা অন্তায় হইয়াছে বুঝিল । সহসা ভাব পরিবর্তন করিয়া সহস্তে তাহাকে আলিঙ্গন করিয়া বলিল,— “খটে । রাগ করিলি যে— বারি ?— আমি বুঝি সেই কথা বলিলাম ?—ভাব, ন কেন তাকে—বারণ করি নাই ত। তবে আমিই কি বাণে ভাসিয়া আসিয়াছি না কি ?—আমার কথা একবারও ভাবিবি না ?” বারিও হাসিল,—বলিল, “তুমি ?— তোমার কথা আর বিশেষ করিয়া কি ভাবিব দিদি –তুমি যে আমার নিশ্বাস বায়ু, তুমি যে আমার শরীরের রক্ত,— ভাবি বা নাভাবি তোমাকে হারাইলে কি এতদিন আমি বঁাচিতাম ?—” প্রফুল্ল বিদ্রুপে সাবিত্ৰী বলিল, “সত্য নাকি ? বারি,—আমি কি বাতাসের মত লঘু ? —তবে ত হঠাৎ উড়িয়াও যাইতে পারি ”— বারি বলিল,—“সেই ভয়েই ত মরিয়া থাকি ভাই,—আমার কপাল যে বড় মন্দ ” তাহাকে ঠেলিয়া দিয়া কপট রাগে সাবিত্রী দুরে গিয়া বলিল,—“তুই যা ! তোর জালায় আমি পারিব না । সব তাতেই নাকীমুর ?—” হাসিয়া বারি বলিল,—“কেন? নাকীক্ষরটা কি এত মন্দ নাকি ?”— ‘না খুব ভাল! ঠিক যেন ভূর্তল কেঁ মেলা !”