পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆరీg • . o সবগে বারি উঠিয়া বসিল ; বলিল, “ইহারই নাম বুঝি ঝগড় ?—” সাবিত্ৰী বলিল, “নিশ্চয় ! না হইলে তুই এত রাগিলি কেন ?" রাত্রি অধিক হইয়াছিল,--মীর বলিল, “বহু! তুমি যাও, ভাইএর অসিবার সময়— হইয়াছে।” ললিত হাসিয়া বলিল, “সময় হইয়াছে ত আমার কি ? তুমি উঠনা ! মীরা বরিল, “তুমি আগে গিয়া জল ও আসন রাখ গিয়া আমি পরিবেশন করিব । আর ইঁ। মায়ীদের জন্ত যে খাবারটা আমি তুলিয়া রাখিয়াছি তাহা এখনই আনিয়া नांe !” o সাবিত্ৰী বলিল, “আমাদের জন্তু আবার কি খাবার করিয়াছ ললিতা—? আমরাত थाहेब्रांछि !-” e মৃদু হাসিয়া ললিত বলিল,—“সেদিন ছোট মারি ৰে সন্দেশ করিতে শিখাইয়াছেন তাহাই করিয়াছি,—ভাল হয় নাই, তবু আপনার একটু খাইবেন না কি ?”— সাবিত্রী হাসিয়া উঠিয়া বলিল,—“থাইব বৈ কি !—কি বলিস বারি ?—কিন্তু—” বারি বলিল,-“খাইবেই যদি তবে আর কিন্তু কি ?—তবে হা, বহু মা ?—এখন আর আমাদের প্রয়োজন নাই কাল সকালে দিও ”— ললিতা তাহাতে সন্মত হইল – ( २० ) তাহta উঠিয়া গেলে সাবিত্রী শয্যা दिङ्घ्रश्न। श्रश्चन कनिष्ण ।-दiनि वiं स्रणि দিয়া প্রদীপ নিবাইয় তাহার পাশে আসিল । ভারতী কাৰ্ত্তিক, ১৩২১ সাবিত্ৰী বলিল, “আমি আজ কি হইয়াছি তা জানিস বারি ?” বারি হাসিয়া বলিল—“ন, তুমি আবার হইবে কি ?”— স্বর ভারি করিয়া সাবিত্ৰী বলিল,— “বলিতেছি । কিন্তু দেখ দেখি বাহিরে কি বড় মেঘ ? বিজুলী জলিতেছে ?” বারি বলিল, “নিশ্চয়! মেঘের ডাক্‌ শুনিতে পাইতেছ না ?” “কিন্তু কৈ মৌলসরীর গন্ধ ত পাইতেছি না ?’— বারি বলিল—“সে কি ? এখন দুয়ার দিলাম তাই নতুবা এতক্ষণ ত ফুলের গন্ধে ঘর ভরিয়া গিয়াছিল ! কেন বল দেখি— আজ এমন মুগন্ধের তলব করিতেছ?”-- “প্রয়োজন ছিল,—বারি ।” “কেন !” "কাছে সরিয়া আরো কাছে!” তাহার ঘন আলিঙ্গনে বিব্রত হইয়া বারি বলিল,—“দিদি তোমার কি হইয়াছে বল না !” মৃদ্ধ গদগদ ভাবে সাবিত্ৰী বলিল, “বারি ! আজ আমি তোর লাইকা—তুই আমার রাজকুমারী বলিয়া গান ধরিল,— আজু মাহ ভাদর, গরজত মেঘবর মিলল শয়ন পর রাজ কুমারী !”—সহসা তাহার গান থামিয়া গেল,-বারির শিথিল দেহ তাহার বক্ষে লুটাইয়া পড়িয়াছে !—বিকল ভাবে সাবিত্রী ডাকিল,-“বারি! বারি। ওভাই অমন করিলি কেন ?” বারির স্বর রুদ্ধপ্রায়, সে ক্ষীণ হাসির আয়-আরো, আরো