পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७४५ वर्ड, अडेम गरश। বর্ণনা উদ্ধৃত করিয়াছি—তাহাতে দক্ষিণ দিগ্নভাগের ( ধাম্য) নাম আমরা বড়বানল প্রাপ্ত হই । এই বড়বানল আগ্নেয় গিরি বলিয়াই বিবেচিত হইয়াছে। দক্ষিণ মহাসমুদ্রে আগ্নেয় গিরির প্রাচুর্য্য হইতেই দক্ষিণদিকের দক্ষিণ ভাগ ‘বড়বানল’ নাম প্রাপ্ত হইয়াছে। দক্ষিণদিক্ যমের দিক বলিয়৷ ষেমন ‘যাম্য” নামে অভিহিত হয়, ‘বড়বানল’ স্থানও তেমনই যমের অধীন অগ্নিময় নরক স্থান বলিয়া অভিহিত হইতে পারে ।

  • নরক’ নামের অর্থ পর্য্যালোচনার দ্বারা আমরা দক্ষিণ মেরুকেই ইহার স্থান বলিয়া বুঝিতে পারি। নরকপর্য্যায়ের মধ্যে আমরা এই সমস্ত শব্দ দেখিতে পাই –

“স্তান্নারকস্ত নরকে নিরয়োদুৰ্গতি: স্ক্রিয়াম্।” “নারক, নরক, নিরয়, দুৰ্গতি ।” ইহাদের মধ্যে "নিরয়’ শব্দের বিশ্লেষণ করিলে ইহাকে "নির’ ও ‘অয়’ এই ছুই শব্দ যোগে গঠিত দেখা যায়। ইহাতে "নিৰ্ব নাই’ ( নাই) অন্নঃ গতিঃ গেমন) “যত্র’ অর্থাৎ যাহাতে যাওয়া যায় না ইহার এই অর্থই লব্ধ হয়। দক্ষিণ মেরুতে १७ग्नां श्रणखत व विप्लश कठेकङ्ग वलिग्नाझे देशज्ञ ७हे नाम श्हेब्राप्छ। दलिग्न ८१५ श्ख्न । ‘নারকও নরক' শব্দ হইতেও পূৰ্ব্বোক্তার্থ পাওয়া যায় বলিয়াই আমরা মনে করি । ‘নারক’ শব্দ ‘নঞ: পূর্বক ‘খ’ ধাতুর যোগে गश्ठि श्हेप्टङ witब्र। श थाङ्कब्र अर्थ श्रमन । যমালয় সম্বন্ধে ভৌগোলিকতত্ত্ব ፋቂ¢ श्डझ।१ *न।ङ्गतःि’ *श्च श्वांश्i८ङ १भनं एषजtश्ा এরূপ স্থানকেই বুঝাইতে পারে। নরক’ শব্দ ‘নারক” শব্দেরই ভিন্নরূপ মাত্র বলিয়া ইহার অর্থই প্রকাশ করিয়া থাকে। নরকের যে “দুৰ্গতি’ নাম পাওয়া যায় ইহাতেও দুঃখে বা কষ্টে গমনের অর্থ-প্রকাশ করে বলিয়া নরক যে দুৰ্গম স্থান : বলিয়া বিবেচিত হইত তাছাই বুঝিতে পারা যায় । এই দুৰ্গতি’ নামের সহিত ‘স্বৰ্গনামের’ তুলনা করিলে স্বৰ্গস্থান যে মুখে গমনের স্থান তাহাই স্পষ্ট উপলব্ধি করা যায় । সুমেরুই স্বৰ্গস্থানরূপে কল্পিত হইয়াছে—“মেরুঃ সুমেরুৰ্হেমাদ্রী রত্নাসামুঃ স্বরলিয়ঃ ॥” স্বতরাং ইহার বিপরীত দক্ষিণমেরু যে স্বর্গের বিপরীত নরক বা দুৰ্গতির স্থানরূপে কল্পিত হইবে তাহা সহজ বোধ্য । অর্থাৎ উত্তর মেরু মৃগমন স্থান বলিয়াই স্বৰ্গ হইয়াছে এবং দক্ষিণমেরু দুৰ্গম স্থান বলিয়াই “দুৰ্গতির’ স্থান হইয়াছে। উত্তরমেরু সুখের স্থান বলিয় তাহা সুমেরু নামে অভিহিত হয় এবং দক্ষিণমেরু কষ্ট বা দুৰ্গতির স্থান বলিয়াই তাং কুমেরু নামে অভিহিত হয়। যম যে দুৰ্গতির স্থান বা নরকের রাজা হুইয়াছেন এবং তাহারই নামে যে দক্ষিণদিকের ‘যাম্য” ও “বাম্যা’ নাম श्ब्रां८छ्-ङांशांप्ऊ श्रार्थमिcशंद्र म८षा यभट्कहे আমরা প্রথম দক্ষিণমেরুর আবিষ্কর্তা বলিয়৷ বুঝিতে পারিতেছি । ঐশীতলচন্দ্র চক্রবর্তী