পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃፅM লর্ড উত্তর করলেন, —“ন, তা নয় ; আমার লিভারের দোষ ঘটেছে বলে মনে হয়। ७ब्रकम थाब्रहे आमारक छूशcङ श्छ।” মিঃ স্পেনীং উৎসাহের সহিত বলিয়া উঠিলেন,-“এর জন্তে এতে কষ্ট ! এত সহজেই সেরে যায় । আপনি "সরলভেদী বটকা” সেবন করুন। দুচার দিনের মধ্যে একেবারেই নীরোগ হয়ে যাবেন । লিভারের পক্ষে অমোঘ ঔষধ ! আমার কাছে এক বাক্স আছে ; আপনি দয়া করে একটা বড়ি নিলে বিশেষ বাধিত হব ।” লর্ড ধীরে ধীরে বলিলেন,--“না মাপ করবেন। আমি পেটেণ্ট ওষুধের উপরে একেবারে চটা। ওসবে আমার একটুও বিশ্বাস নেই।” কিন্তু মিঃ স্পেনীং নাছোেড়বাঙ্গ, তিনি জিদ করিতে লাগিলেন,—“কিন্তু মহাশয়, এ বড়িগুলির গুণ অসাধারণ। এ যেমন-তেমন পেটেণ্ট ওষুধ নয়। এর বিস্তর কাটতি—একবার পরীক্ষা করে দেখুন।” লর্ড বলিলেন,-“কই পুৰ্ব্বে ত এ ওষুধের নাম কখনো শুনিনি। আজ এই প্রথম আপনার নিকট শুনলুম।” মিঃ স্পেনীং যেন আকাশ হইতে পড়িলেন। তিনি বলিয়া উঠিলেন,—“এ্যা, বলেন কি মহাশয় । এর নাম শোনেন নি ? এর বিজ্ঞাপন ত সৰ্ব্বত্রই দেওয়া হয়েছে।” লর্ড একটা ভচ্ছিল্যের হাসি হাসিয়া উত্তর করিলেন,-“ওঃ বিজ্ঞাপন ! সে তো আমি পড়িই না ;—বিশেষতঃ ওষুধের বিজ্ঞাপন। ঐসৰ হাতুড়ে ডাক্তারের তৈরি ওষুধের নাম छनरणहे छद्म श्ब्र ।” ভারতী অগ্রহায়ণ, ১৩২১ এই উত্তর ওনিয়া মিঃ স্পেনী হাড়ে হাড়ে জলিয়া উঠিলেন। লর্ডও চটিয়া উঠিয়াছিলেন, তাঙ্গর শরীর লইয়া একজন অপরিচিত লোক এমন করিয়া অনধিকার চর্চা করিতেছে ইহা তিনি বরদাস্ত করিতে পারিতেছিলেন না। র্তাহারা দুইজনে গুম থাইয়া গেলেন । মিঃ স্পেনীংএর সহিত আর কথা বলিবার ইচ্ছা না থাকায় বা পেটের যন্ত্রণ বৃদ্ধি পাওয়ায়, যে কারণেই হউক লর্ডের তন্দ্র আসিল । তিনি গাড়ীর কোণে মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িলেন। ট্রেণ যথাকালে ব্লেচলি ষ্টেসনে আসিয়া থামিল। লর্ড কার্লটন তখনও ঘুমে অচৈতন্ত । মিঃ স্পেনীং গাড়ি থামিতে উঠিয় দাড়াইলেন, ঘুমন্ত লর্ডের দিকে একবার চাহিলেন, তাছার অন্তর জলিয়া উঠিল । পেটেণ্ট ঔষধের উপর লর্ড যে ঘৃণাবাচক মন্তব্য প্রকাশ করিয়াছেন একথা তিনি ভুলিতে পারিতেছিলেন না। তিনি পেটেণ্ট ঔষধের এজেণ্ট—সেই পেটেণ্ট ঔষধকে তাচ্ছিল্য করাটা তাহাকেই তাচ্ছিল্য করা— এই কথাই তাছার বারবার মনে হইতেছিল । তিনি ইছার জন্ত নিজেকে অত্যন্ত অপমানিত বোধ করিতেছিলেন। তাছার চিত্ত এই অপমানের প্রতিশোধের জন্ত ব্যাকুল হইয়া উঠিল। আর বিলম্ব করিলেন না ; তিনি লর্ডকে ঘুম হইতে না উঠাইরা ধীরে ধীরে দরজা খুলিয়া নিজে বাহির হইয়া আসিলেন। গাড়ী ছাড়িয়া দিল । আবার ৭০ মাইল পরে গাড়ী থামিবে । লর্ডের অবস্থা ভাবিয়া স্পেনীং উৎফুল্প হইয়া উঠিলেন।