পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, অষ্টম সংখ্যা আজ আর পৌঁছিতে পারিব বলিয়া বোধ হয় না। সবিশেষ সংবাদ পত্রযোগে লিখিতেছি, জামার ক্রটি আপনার মার্জন করিবেন— ইতি লর্ড কার্লটন।” মিঃ স্পেনীং টেলিগ্রাম পড়িয়া নগরাধ্যক্ষকে বলিলেন,—"বড়ই দুঃখের বিষয় যে লেডী কালটনের নিকট হইতে টেলিগ্রাম পাইলাম যে হঠাৎ তিনি বড়ই পীড়িত হইয়াছেন । আমাকে এখনই যাইতে হুইবে । আপনারী কিছু মনে করিবেন না।” পথে যাইতে যাইতে মিঃ স্পেনীংএর মনে হইতেছিল আজ আমার কি সুদিন ! আশ্চৰ্য্য প্রদীপের গল্পের মতো একদিনের জন্ত লর্ড হুইয়া কতই না আদর-অভ্যর্থনা উপভোগ করিলাম। এবং আমার যে কাজ অভিসারে ፃቁ» বিজ্ঞাপন প্রচার করা তাহাও চুড়ান্তভাবে হুইল ;—এক ঢিলে দুই পাখী যে মারিলাম। পরদিন প্রাঙঃকালে লর্ডের পত্ৰ নগরাধ্যক্ষের হস্তগত হইল । তাহা পড়িয়া সকলে খুব হাসিল । তারপর যত দিন ৰাইতে লাগিল ক্রমেই এই মজার কথা সকলে ভুলিতে লাগিল বটে, কিন্তু সেই সরলভেদী বটিকার কথা কেহ ভুলিতে পারিল না—বিশেষ লর্ড কার্লটন ! যে জিনিস লইয় তাহার উপর দিয়া এত বড় একটা পরিহাস হইয়। গেল তাছা কি ইহজীবনে ভোলা যায় ! লর্ড কালটন নিশ্চয় মিঃ স্পিনীংকে ইহায় জন্ত ক্ষমা করিতে পারেন নাই। কিন্তু সে সব কথায় আমাদের দরকার নাই,—লে অন্ত গল্প ! শ্ৰীঅনিলচন্দ্র মুখোপাধ্যায় । অভিসারে লজ্জা করে গো সজ্জা করিয়া বাইতে তুহার পাশ, পারিনেক তাই মালা ও তিলক পরিতে গৈরি বাস । গোপনে ভেটি গো গুপ্ত বঁধুয় झनि-बलिङ्ग मार्क, নাম ধরে তুছ পারিনে ডাকিতে মরমে সরম বাজে । হাসি আসে মনে বলিতে ধেমানে নয়ন মুদি গো যদি, অন্তরে বাহিরে বহে তে সদাই রূপের ফলগু নদী। ७थ छूझाब्र नैौब्रिठि मधून ভালবাস লুকোচুরি, চুপে চুপে তাই যাই তুয়া পাশে দেখায়ে কিছু না পারি। ঐগিরীজমোহিনী দাসী।