r ७8२ ੱਝ মনে হইতেছে তিনি যেন অরসিতে মুখ দেখিতেছেন। তার গল্প বলার ভঙ্গী এবং স্বরও রেকর্ডে ঠিক উঠিয়াছিল। কিন্তু পরিতাপের বিষয় দৈবাৎ সেগুলি নষ্ট হইয়া গিয়াছে। " মার্কটােয়েন বার্ষদায় অবস্থানকালে শেষ চিত্র ভারতী কীৰ্ত্তিক, ১৩২১ বৰ্ম্মদায় হেলেনকে তিনি পড়াইতেন। শিক্ষা'দেওয়ার তার একটা প্রণালী ছিল এষ্ট, শিক্ষার্থিণীকে তাহার প্রত্যেক ভুলগুলি ৫০ বার করিয়া সংশোধন করিতে হইত। র্তার লেখার খাতার অনেক পাতাই এইরূপ সংশোধন করা শব্দে এবং ফরাসী তর্জমায় পূর্ণ। তিনি মুন্দর মুন্দর শব্দ নিৰ্ব্বাচন ও ব্যবহার করিতে বড় ভাল বাসিতেন -- একটি শ্রবণমুখকর কোনও শব্দ পাইলে তিনি বহুদিন পৰ্য্যন্ত সেটাকে সযত্নে রক্ষা করিতেন। কোন লেখার সে শব্দটী উপযুক্ত স্থানে ব্যবহার করিয়া ওবে নিশ্চিন্ত হইতেন। প্রকৃতপক্ষে তিনি যে কেবল কৌতুক-কথার রচয়িত ছিলেন তাহা নহে, ভাব ও চিন্তাসম্পদেও তার সমস্ত লেখাই সম্পদশালী । সন্ধ্যা বেল তিনি তাস খেদি তেন । রাত্রির পর রাত্রি তাস খেলায় বসিয়া বিরক্তি বা ক্লাস্তি বোধ করিতেন না। Heart খেলা তার বিশেষ প্রিয় ছিল । ইহার প্রধান কারণ এ খেলাটীতে তিনি নিপুণ ছিলেন। প্রথম প্রথম অনবরত তিনি জিতিতেন ।" কিন্তু যখন আর সকলেও
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।