*8 ভগবানের আদেশমত লোকটী সেই বীজগুলিকে যত্ন পূৰ্ব্বক মাটীতে পুতিয়া দিল । কয়েক দিন যাইতে না যাষ্টতেই অতি চমৎকার গাছ বাহির হইল, এমন মুনীর সতেজ গাছ আর কখনো সে দেখে নাই। কিছুদিন পরে গাছে ফলও ধরিল – কিন্তু একটা ফলের বেশী ধরিল না ; তবে cनौ नांशांब्र१ रुझब्र मङ इहेण नl, ५भन প্রকাগু হইল যে কেহ কখনও তত বড় কছু দেখে নাই, ক্রমে ফলটতে রঙ ধরিল। একদিন বড় দুৰ্য্যোগের লক্ষণ দেখা গেল ; কাল মেঘে আকাশ ঘিরিয়া ফেলিল, ঘন ঘন বঞ্জের শব্দে কর্ণ বধির হইবার উপক্রম হইল ; পৃথিবী যায় যায়। সকলেই প্রাণ ভয়ে ভীত হইল, এক মনে এক প্রাণে ভগবানকে ডাকিত লাগিল, কিন্তু দায়ে পড়িয়া ভগবানের নাম লইলে কি হইবে— সুতরাং ভগবানের রাগ পড়িল না—তিনি সন্তুষ্ট হইলেন না । দেখিতে দেখিতে জলের স্রোত বহিল, বান ডাকিল, পৃথিবী জলমগ্ন হইল, লাউব্যবসায়ী তাহার ভগ্নীকে ডাকিয়া বলিল—আয় বোন ; আমরা এই লাউটিতে একটা ছিদ্র করিয়া ইহার মধ্যে চুকিয়া যাই—নইলে বানের জলে—প্রাণ যাইবে। বোনটা দেখিলেন যুক্তি ভালই— সুতরাং আর বিলম্বে প্রয়োজন কি ! তৎক্ষণাৎ সেই প্রকাও লাউয়ের গাত্রে একটা ছিত্র করিয়া ভাই বোন ফুটতে ঢুকিয়া গেল —লাউ জলের ঢেউয়ে নাচিতে লাগিল । ७टेक्रप्श श्रट्नरु निन बांग्न छण श्रांब्र থামে না, স্রোতও থামেন। ভাইট ছিদ্র দি একবার উকি মারিয়া দেখিলেন দূরে छझउँौं পৌষ, ১৩২১ এক প্রকাও পাহাড় দাড়াইয়া আছে। দেখিয়া ভাই বলিলেন—বোন ! ঐ দেখ দূরে একটা উচু পাহাড়, যদি কপাল গুণে এই লাউয়ের ভেল পাহাড়ে গিয়া ঠেকে তবেই রক্ষা, নইলে আর জমী পাইবার আশা নাই । তাহারা ভগবানকে ডাকিতে লাগিল । দেখিতে দেখিতে লাউয়ের ভেলা পাহাড়ের গায়ে আসিয়া লাগিল । পাহাড়ের গায়ে লাগিবামাত্র ভাই বোন দুটাঁতে ভেলা হইতে বাহির হইয়া পাহাড়ের চুড়ায় উঠিয়া দেখিল যে আর জন মানবের চিতুমাত্র নাই—কেবল জল—কেবল জল। কেবল তাহারা দুটীতেই বাচিয়া আছে। দিন কাটিয়া গেল—ভাষ্টটিকে বোন বিবাহ করিতে চাহিল । उहे दगिण “डां७ कि रुग्न ! छूभि (श আমার বোন ! তোমাকে কি বিয়ে করতে আছে ?” তখন অনেকক্ষণ বসিয়া তাহার পরামর্শ করিয়া ঠিক করিল যে বিষয়টা ভগবানের নিকট জানান যকৃ, কিন্তু ভগবানকে আর কোথায় পাওয়া যায় ? সুতরাং ভাই বলিবেন “বোন | আয় আমরা একটা পরীক্ষা করি । এই লাউট আমাদিগকে ভগবানষ্ট ত দিয়াছেন, তাই আমরা বঁচিয়া আছি , নইলে নিশ্চয়ই মারা यांझेऊांभ !” हेश वदिग्न ऊांशंज्ञां झूहे খানি ডালভাঙ্গ র্যাত লইয়া একটা পাহাড়ের মাথায় উঠিল দুইখানি ধাতার মাঝখানে झहेछौ श्णि हिल, ७ कक्षानििटङ ७केl.%ब।ि কাঠের শাল বিধাইয়া ভাই বলিলেন “বোন ! ७५म ५हे छूहेश्वtमा ऎांड ७थांन इइं८७
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।