পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yరినీ পরে লামা যখন গান ধরিলেন, আকুলি বিকুলি করিয়া সে নিবিষ্ট মনে তাঁহাই শুনিবার চেষ্টা করিল । শুনিতে শুনিতে ঈষৎ তন্ত্রবেশে অনুভব করিল, যেন কার স্নিগ্ধ কোমল হাতত্ত্বইখানিতে করুণ শুশ্রধায় তাহার ভাবনা যন্ত্রণ অপসারিত হইয়া গেল। সে এবার নিদ্রাভিভূত হইয়া পড়িল । 蠍 ● 擎 মাম্পোর বাড়ী হইতে রশিটাক দুরে, কিছু উচুতে ঝাউয়ের শ্রেণী। মিন্ম তাহার কাছে পৌছিয়া বাড়ী দেখিতে পাইল । আর ত পা চলে না ! কি জানি, তার পিতার কি হইয়াছে, কি-বা গিয়া সে দেখিবে, কি বলিয়া কি করিয়া সম্মুখে দাড়াইবে—এই সকল দুশ্চিন্তাই তাহার প্রবল হইল । চঞ্চল চপল কলিকাটির মতে, কুয়াশার পাতলা ওড়নার ঘোমটাখানি একটু সরিয়া গেলে, পরিষ্কার চাদের আলোতে সে দেখিল, তাহদের ঘরের বারান্দায় কে ব্রহ্মচারী বসিয়৷ মণি-পদুম হাতে মন্ত্রগীতি আবৃত্তি করিতেছে। সজাগ অবিকল উদাসীন সেই ঠাকুর মহাশয়। লক্ষ্যহীন অনন্ত শূন্তে তাহার আধ্যাত্মিক দৃষ্টি স্থির,—তাহারি ভিতর দিয়া সে কাহাকে তাহার হৃদয়ের আনন্দ জানাইতেছে! মিন্ম অনিমেষ নেয়ে লামাকে দেখিল । ভাবबिक्षणडांब अडिडूङ इहेब्राहे cनोभा ७थं*ाख् মূৰ্ত্তিটিকে সে দেখিতে লাগিল ; এবং যুঝিতে চেষ্টা করিল—কোন জ্যোৎস্নার চুম্বন পাইয়া, छांब्राउँौ পৌষ, ১৩২১ কোন জ্যোতির আলোকোঙালিত প্রেমে এই চির-পথিকটি তৃপ্ত। বিরত-সঙ্গীত ভিক্ষু তাহার পদ্মাসন ভাঙ্গিয় ঘূর্ণায়মান পদুম হাতে আঙ্গিনাতে দাড়াইল । রুদ্ধ বক্ষের ভিতর হইতে তাহার নীরব গান যেন সবেগে বাহিরে আসিতে চায়। বাম হস্ত মুষ্টিবদ্ধ করিয়া সে তাহ। বক্ষের উপর ধরিল এবং ধীরে ধীরে দক্ষিণ দিক দিয়া আরম্ভ করিয়া তদবস্থায় গৃহখানি প্রদক্ষিণ করিয়া আসিল। আবার থামিয়া আবার প্রদক্ষিণ । কয়েকবার এইরূপ করিবার পর, ফকির সন্তপণে অনুতপ্তের দিকে অগ্রসর হইতে লাগিল । দূর হইতে সে প্রশ্ন করিল, “কোন কৰ্ত্তব্যে এখানে আসিয়াছ ?” “এই-ই আমার বাড়ী ।” “সেবা-ধৰ্ম্মকে অবহেলা করিয়াও, সাহসী প্রাণী, বলিতেছ ঐ তোমার বাড়ী । কেমন গৃহস্থ তুমি! ঐ শয্যাশায়ী বৃদ্ধ কি তোমার উপেক্ষা করিবার ” “আমি-ই, অপরাধী। কিন্তু আমার পিতাকে তুমি জান না সন্ন্যাসী। দেখিবে, সে কেমন ক্ষমা করে। এ নির্ভরত না থাকিলে কি ফিরিতে পারিতাম, ভাবো ?” সার্থক—সন্ন্যাস তাহার। পিতা-পুত্রের এই আলোক-সামান্ত, স্নেহ-ধৌত, ক্ষমাময় সম্বন্ধের সৌরভর্টুকু স্মরণ করিতেই লামার লাল চক্ষু দুইটি শিশির-সিক্ত পদ্মদলের মতো অশ্রুকণিকায় ভরিয়া উঠিল। (8) • শেষ রাত্রি । অন্ধকার যায় যায় । মাম্পে জাগিল। আনহারে সে দুৰ্ব্বণ