পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, নবম সংখ্যা পুরোহিত জাসিয়া সেদিন তারিখের বন্দোবস্ত করিয়া গেল। আগামী হগুtয় তেসব রোজ-রবিবার, খুব ভাল দিন । যাবতীয় পাহাড়ের জন্ম ঐ দিবসেই। 磷 髒 嚇 বিবাহের দিন ভোরে, চেংটা ঘরে পেছিয়া দেখিল,—নীল্লি বাড়ী নাই ; মিন্ম গরহাজির ৷ ব্যাপার ? প্রথমে সে বুঝিতে পারিল না। স্নাল্লির প্রকৃতি – তত নীচ নহে! সে বিদুষী। মিষ্ম দরিদ্র। না, না, ন!—নহে । মাম্পোর শুশ্ৰষ-পরায়ণ স্লীপ্লিকে যাহার। দেখিয়া আসিয়াছে, তাদের কাছে সংবাদ পাওয়া গেল । শয়তানীর মত সে উঠিল, এ কি সত্য ! সঙ্গে সঙ্গে পাশ্বস্থ তিববতী কুকুরটিকে সজোরে পদাঘাত করিয়া সে নীচে ফেলিয়া দিল । দুই হাত লবলে মুষ্টিবদ্ধ করিয়া যতক্ষণ পারিল এই অপমান-বজ্রের সংঘাতটাকে দূরে রাখিবার সে চেষ্টা করিল। “চেংটির ক্রোধ তাহারা জানে না—” “নীল্লি ! জীল্লি !—"বলিয়। সে কেমন এক উচ্চ, উৎকট, উন্মাদ, দানবী গর্জন করিয়া উঠিল। সঙ্গে সঙ্গে ঘনগুচ্ছ চুলগুলি তাহার অবিকল ধূর্জটর মাথার জটা জড়িত সর্পরাশর মতো ফোপাইয়া ফোপাইয়া আরো—আরে ভয়ঙ্কর ভীষণ কালো হইয়া, মুখখানি সন্ধ্যা-স্বর্ঘ্যের আগুনের মতো লাল হইয়া, ঘামিয়া, ঐ চীৎকার করিয়া চন্দন-মধু

  • う。

দেবীযুদ্ধের চামুগু চণ্ডীরূপে পরিবর্তিত হইয়া গেল । মজুরদিগকে বকুলী দিবার নিমিত্ত তাতার-জাত, ভয়ানক উগ্র কয়েক বোতল রক্সীপুর্ণ এক বাক্স মজুত ছিল। চেংট একটা সাবল দ্বারা সেই বৃহৎ বাক্সেব আবরণকাষ্ঠ চচ্চড় করিয়া ভাঙ্গিয়া ঢক্‌ টক্‌ করিয়া ছিপি খুলিয়৷ অবিকৃতমুখে সম্পূর্ণ একটি বোতল শেষ করিয়া ফেলিল । দৃঢ় হস্তে অঙ্গটির গলা ধরিয়া শয্যার উপর ঝণপাইয় পড়িল । চীনা পেয়ালায় থরে থরে সাজানো ঝালমাখা, অৰ্দ্ধসিক্ত, লবণাক্ত মাংসখণ্ড গুলি কেবলমাত্র পরিচারকে রাখিয়া যাইতে ছিল, পাগলিনী জিজ্ঞাসা করিল, “কি জানিস নীল্লির তুই, নফর !" উত্তরের অপেক্ষা না করিয়া কম্পিত পদাঘাতে তাহাকে সে দূর করিয়া দিল । এবার চুমুকে চুমুকে স্বরাপান, খণ্ডে খণ্ডে মাংস চৰ্ব্বণ—মত্ততায় প্রলয় ঝটিকার পূৰ্ব্বক্ষণের মতো রৌদ্রভীমা এই ভুটিয়া ब्रभनिी दङ्महे उँौष १ श्हेब्रां ऊँठेिण । টলিতে টলিতে, হেলিতে দুলিতে রমণী लैफुद्देश ;—कि । এখন সে স্থির । চক্ষু রক্ত জবা । ঈধং ঘৰ্ম্মাক্ত মুখখানিতে তার, সিন্দুর আভাটি ফুটয় উঠায়, এক ভয়ানক সৌন্দর্য্যে তাহকে রাক্ষস-মুন্দরীর মতে মায়াময়ী করিয়া তুলিয়াছে । 张 彎 歌 কোন সোণার কাঠিটির স্পর্শে, কি