b"b" ভাষা, কণ্ঠ ও বাক্য শ্রবণে তৎপ্রতি দৃষ্টি দান পূর্বক নম্র ও ব্যগ্রভাবে মাম্পে কহিল, “ন, না, আমার নমস্ত বৃদ্ধ, দরিদ্র কৃষককে প্রলোভিত করিবেন না । যাহার ভয়ে পলাইয়া আসিয়াছি, সেই প্রাণ টুকুর উপর অত্যাচার করিবেন না । সম্মানপূর্ণ স্নেহ-কঠিন বাক্যে অতি বৃদ্ধ মংথো মন্ত্রী শুনাইয়া শুনাইয়া বলিলেন, “রাজবংশ সুখ-ভোগের জন্ত জন্ম পরিগ্রহ করে না ।” এবং তাহার ঈঙ্গিত-ক্রমে অবায়ুখ ইতিহাস-গায়ক কবি সুললিত পদবিস্তাসে ভুটানের পূর্ব বংশ-গৌরব হইতে আরম্ভ করিয়া শেষ রাজপুত্রের উদাসীনতা পৰ্য্যন্ত সমুদয় ঘটনা সুর-সংযোগে কীৰ্ত্তন করিতে লাগিলেন । শুনিয়া লোকে মোহিত হইল, বিস্মিত হইল, শোকাকুল ছইল—নানাভাবে প্রবুদ্ধ হইয়া উঠিতে লাগিল । । বৃদ্ধ মথোর চক্ষু উজ্জল হইয়া উঠিয়াছে । তিনি পদার্ফালনপুৰ্ব্বক লম্ফে লম্ফে ইতঃস্তত পাদচরণ করিতেছেন ; সংকীর্তনে তিনি মত্ত—মাতিয়া উঠিয়াছেন। তাহারি বংশের মস্তিষ্ক পরিচালিত সুশৃঙ্খলাময় রাজ্য, প্রজাপালক রাজা, প্রত্যেক-অভিষেক প্রত্যেকবিজয়।—বাৰ্দ্ধক্য তাহার আবেগে অধীর হইতে লাগিল। মাঝে মাঝে তিনি কহিতে লাগিলেন, “ভোটান নরপতি আলন্তে, বিলাসসম্ভোগে অভ্যস্থ নছেন। স্বার্থ-শিথিল সেই রাজকীয় দক্ষিণ হস্ত দুইখানি প্রজার হিতে চির-জাগরূক ৷” সঙ্গীতের বিদ্যুত্তরঙ্গে মাম্পোর অবশ ভারতী পৌষ, ১৩২১ ইঞ্জিয়রাজি প্রোজ্জীবিত, সুশীতল রক্তকণিকাবলী তাপোৎসাহিত হইয়া উঠিতেছে। সে হলিল, “রাজ্য আমারি । ই, তাহার অরাজকতা দূর করা আমারি কর্তব্য, হেমন্ত্র, —প্রাণকে তুচ্ছ করিয়াও ” তৎক্ষণাৎ সেনাপতি মাম্পোকে রাজবেশে মুসজ্জিত করিয়া দিল । পীতাশ্মগর্ভ-খচিত, শিরস্ত্র-শোভিত্ত মস্তক উত্তোলন পূর্বক তিনি যখন যুবকের মতো দাড়াইলেন, মওলীবদ্ধ জনসাধারণ সবিস্ময়ে তাহার পানে চাহিয়া দেখিল,—ইহু! তো অবিশ্বাস করিবারই নহে, রাজা ইনিই । সমবেত প্রজ-কণ্ঠ ঐক্যতানে জয়ধ্বনি করিলে মন্ত্রী, সেনাপতি, মিষ্মা, সৈন্ত বৃদ্ধ একে একে রাজাকে নমস্কার জানাইলেন । স্লীল্লিকেও তৎসঙ্গে নমস্কারে প্রবৃত্ত হইতে দেখিয়া সৈন্ত-বৃত্ত-পবিবেষ্টিত চেংটি চীৎকার করিয়া কছিল, “নীল্পি - নীল্লি ! তোমার আভিজাত্য স্মরণ করে । চেংটি নীল্লি পৃথিবীতে সাধারণের সঙ্গে মিশিতে আসে নাই, ইহা মনে করে।” - সেনাপতি তাহাকে অভিযুক্ত করিল। মাম্পে । চেংট, তোমার বিচার হউক । চেংটি। এবার এস, মীল্লি ! আমরা ভোটান রাজ-সন্মানের নিকট ঈষৎ অবনত इहै । দূরে দূরে উভয়ের মস্তক নিমপানে शपूडांप्त झगिण। छूभिर्छछान्न इहेछ मिश्र এই আনন্দ-দিনে চেংটর জন্ত ক্ষম প্রার্থন করুিল । “চেংটির কারবার-অন্তরূপ। রাজ-সন্নিধানে ऋबांग्न
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।